ক্রীড়া ডেস্ক
আরও একবার ফিফার নিষেধাজ্ঞা খড়্গে পড়ল পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
মূলত পিএফএফের গঠনতন্ত্রে কিছু সংশোধন আনার সুপারিশ করা হয় ফিফার পক্ষ থেকে। যা সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করবে। কিন্তু পিএফএফ তা মানতে অস্বীকৃতি জানায়। যার ফলে, ফিফাও কঠোর অবস্থানে যেতে কোনো ধরনের কার্পণ্য বোধ করেনি।
বিবৃতিতে ফিফা জানায়, ‘ফিফা ও এএফসি কর্তৃক প্রেরিত গঠনতন্ত্র পিএফএফ কংগ্রেস মেনে নিলেই কেবল এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে।’
পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক অবশ্য আগেই আভাস দিয়েছিলেন নিষেধাজ্ঞার। তিনি বলেন, ‘পিএফএফের গঠনতন্ত্রকে আন্তর্জাতিক মানের করে তুলতে ফিফা কিছু সংশোধনী আনতে চায়। তবে নতুন নির্বাচিত পিএফএফের বেশিরভাগ সদস্যই সেই প্রস্তাবে রাজি হয়নি।’
নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না পাকিস্তান। এর আগে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ২০২১ সালে নিষিদ্ধ হয়েছিল তারা। ফেডারেশনের পুরো নিয়ন্ত্রণ নরমালাইজেশন কমিটির হাতে চলে যাওয়ার পর ২০২২ সালের জুনে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা।
আরও একবার ফিফার নিষেধাজ্ঞা খড়্গে পড়ল পাকিস্তান ফুটবল ফেডারেশন (পিএফএফ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।
মূলত পিএফএফের গঠনতন্ত্রে কিছু সংশোধন আনার সুপারিশ করা হয় ফিফার পক্ষ থেকে। যা সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করবে। কিন্তু পিএফএফ তা মানতে অস্বীকৃতি জানায়। যার ফলে, ফিফাও কঠোর অবস্থানে যেতে কোনো ধরনের কার্পণ্য বোধ করেনি।
বিবৃতিতে ফিফা জানায়, ‘ফিফা ও এএফসি কর্তৃক প্রেরিত গঠনতন্ত্র পিএফএফ কংগ্রেস মেনে নিলেই কেবল এই নিষেধাজ্ঞা তুলে দেওয়া হবে।’
পিএফএফ নরমালাইজেশন কমিটির চেয়ারম্যান হারুন মালিক অবশ্য আগেই আভাস দিয়েছিলেন নিষেধাজ্ঞার। তিনি বলেন, ‘পিএফএফের গঠনতন্ত্রকে আন্তর্জাতিক মানের করে তুলতে ফিফা কিছু সংশোধনী আনতে চায়। তবে নতুন নির্বাচিত পিএফএফের বেশিরভাগ সদস্যই সেই প্রস্তাবে রাজি হয়নি।’
নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না পাকিস্তান। এর আগে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ২০২১ সালে নিষিদ্ধ হয়েছিল তারা। ফেডারেশনের পুরো নিয়ন্ত্রণ নরমালাইজেশন কমিটির হাতে চলে যাওয়ার পর ২০২২ সালের জুনে সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে