২০২৫ অনূর্ধ্ব-২০ সাফ
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অনেক দিন ধরেই বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল দশা। তার ওপর এখন বর্ষাকালে নিয়মিত বৃষ্টির কারণে স্টেডিয়ামের অবস্থা হয়েছে আরও বাজে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফুটবল সংস্থা (সাফ) এবার চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি ম্যাচ।
সাফ আনুষ্ঠানিকভাবে আজ জানিয়েছে, অনূর্ধ্ব-২০ সাফের সাত থেকে ১০ নম্বর ম্যাচগুলো এখন কিংস অ্যারেনা থেকে সরিয়ে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে নেওয়া হয়েছে। বৈরি আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে সাফের বিবৃতি থেকে জানা গেছে। খেলোয়াড়দের সুস্থতা ও নিরাপদ থাকার বিষয়টিকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই চার ম্যাচের মধ্যে আগামীকাল রয়েছে নেপাল-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভুটান ম্যাচ। পরের দুই ম্যাচ হবে ১৯ জুলাই। সেদিন বিকেলে মাঠে নামবে নেপাল-ভুটান। সন্ধ্যার ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৈরি আবহাওয়ার কারণে গতকাল বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-২০ সাফ ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবস্থার পরিবর্তন না হওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা হয়েছে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে। পৌনে ৫ ঘণ্টার ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভুটানকে উড়িয়ে দেওয়ার পর দুই মাঠে এক ম্যাচ হওয়া নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
তিন ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা ১৬ গোল দিয়েছে। হজম করেছে ৪ গোল। দুই ও তিনে থাকা নেপাল ও ভুটানের পয়েন্ট ৬ ও ৩। ভুটান এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি।
সাফের যে চার ম্যাচের ভেন্যু বদলে গেছে
ম্যাচ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
নেপাল-শ্রীলঙ্কা ১৭ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-ভুটান ১৭ জুলাই সন্ধ্যা ৭টা
নেপাল-ভুটান ১৯ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৯ জুলাই সন্ধ্যা ৭টা
*এই চার ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে
অনেক দিন ধরেই বসুন্ধরা কিংস অ্যারেনার বেহাল দশা। তার ওপর এখন বর্ষাকালে নিয়মিত বৃষ্টির কারণে স্টেডিয়ামের অবস্থা হয়েছে আরও বাজে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক ফুটবল সংস্থা (সাফ) এবার চারটি ম্যাচের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে রয়েছে বাংলাদেশের দুটি ম্যাচ।
সাফ আনুষ্ঠানিকভাবে আজ জানিয়েছে, অনূর্ধ্ব-২০ সাফের সাত থেকে ১০ নম্বর ম্যাচগুলো এখন কিংস অ্যারেনা থেকে সরিয়ে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে নেওয়া হয়েছে। বৈরি আবহাওয়ার কারণেই এমন সিদ্ধান্ত হয়েছে বলে সাফের বিবৃতি থেকে জানা গেছে। খেলোয়াড়দের সুস্থতা ও নিরাপদ থাকার বিষয়টিকেই এখানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এই চার ম্যাচের মধ্যে আগামীকাল রয়েছে নেপাল-শ্রীলঙ্কা, বাংলাদেশ-ভুটান ম্যাচ। পরের দুই ম্যাচ হবে ১৯ জুলাই। সেদিন বিকেলে মাঠে নামবে নেপাল-ভুটান। সন্ধ্যার ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবে বাংলাদেশ।
বৈরি আবহাওয়ার কারণে গতকাল বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-২০ সাফ ম্যাচের প্রথমার্ধ হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর অবস্থার পরিবর্তন না হওয়ায় দ্বিতীয়ার্ধের খেলা হয়েছে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে। পৌনে ৫ ঘণ্টার ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ভুটানকে উড়িয়ে দেওয়ার পর দুই মাঠে এক ম্যাচ হওয়া নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ কোচ পিটার বাটলার।
তিন ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে এখন বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত তারা ১৬ গোল দিয়েছে। হজম করেছে ৪ গোল। দুই ও তিনে থাকা নেপাল ও ভুটানের পয়েন্ট ৬ ও ৩। ভুটান এখন পর্যন্ত কোনো পয়েন্ট পায়নি।
সাফের যে চার ম্যাচের ভেন্যু বদলে গেছে
ম্যাচ তারিখ শুরুর সময় (বাংলাদেশ সময়)
নেপাল-শ্রীলঙ্কা ১৭ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-ভুটান ১৭ জুলাই সন্ধ্যা ৭টা
নেপাল-ভুটান ১৯ জুলাই বেলা ৩টা
বাংলাদেশ-শ্রীলঙ্কা ১৯ জুলাই সন্ধ্যা ৭টা
*এই চার ম্যাচ হবে বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে