দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দুর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ ফিফার বর্ষসেরা পুরস্কার মনোনয়নে দাপট দেখিয়েছে আলবিসেলেস্তেরা। ফিফার ইতিহাসে বর্ষসেরা পুরস্কারের তিনটি বিভাগেই মনোনয়ন পাওয়া একমাত্র দল আর্জেন্টিনা।
দলকে বিশ্বকাপ জেতানোয় সবচেয়ে বড় ভূমিকা রাখা লিওনেল মেসি ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেবেন, তা একপ্রকার অনুমেয়ই ছিল। ফাইনালে ২ গোলের পাশাপাশি পুরো টুর্নামেন্টে ৭ গোল এবং ৩ অ্যাসিস্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে জেতেন গোল্ডেন বল।
বর্ষসেরা গোলরক্ষক হিসাবে মনোনয়ন পাওয়া মেসির সতীর্থ এমিলিয়ানো মার্তিনেজের বিশ্বকাপে চোখ ধাঁধানো সব সেভ আর পেনাল্টি ঠেকানো এখনো চোখে লেগে আছে অনেক ফুটবল ভক্তের। ফাইনালে ফ্রান্সের স্ট্রাইকার মুয়ানির শট ঠেকিয়ে আর টাইব্রেকারে দুর্দান্ত দুটি শট ঠেকিয়ে ম্যাচ সেরা হওয়ার যোগ্য দাবিদার ছিলেন তিনি। ফাইনালে ম্যাচ সেরা না হলেও গোল্ডেন গ্লাভস জেতেন মার্তিনেজ।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়ে ফিফার বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে আছেন লিওনেল স্কালোনি। পুরো টুর্নামেন্ট জুড়ে ডাগ আউট থেকে দুর্দান্ত সব কৌশলে পরাস্ত করেছেন সেরা সেরা কোচদের। নিজেকে তিনি আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর কারিগর ভাবতেই পারেন। বর্ষ সেরার তিনটি বিভাগ সেরা খেলোয়াড়, গোলরক্ষক এবং সেরা কোচ এর পুরস্কার জিতলেই ইতিহাস গড়বে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেবে ফিফা।
দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দুর্দান্ত খেলার স্বীকৃতিস্বরূপ ফিফার বর্ষসেরা পুরস্কার মনোনয়নে দাপট দেখিয়েছে আলবিসেলেস্তেরা। ফিফার ইতিহাসে বর্ষসেরা পুরস্কারের তিনটি বিভাগেই মনোনয়ন পাওয়া একমাত্র দল আর্জেন্টিনা।
দলকে বিশ্বকাপ জেতানোয় সবচেয়ে বড় ভূমিকা রাখা লিওনেল মেসি ফিফার বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেবেন, তা একপ্রকার অনুমেয়ই ছিল। ফাইনালে ২ গোলের পাশাপাশি পুরো টুর্নামেন্টে ৭ গোল এবং ৩ অ্যাসিস্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে জেতেন গোল্ডেন বল।
বর্ষসেরা গোলরক্ষক হিসাবে মনোনয়ন পাওয়া মেসির সতীর্থ এমিলিয়ানো মার্তিনেজের বিশ্বকাপে চোখ ধাঁধানো সব সেভ আর পেনাল্টি ঠেকানো এখনো চোখে লেগে আছে অনেক ফুটবল ভক্তের। ফাইনালে ফ্রান্সের স্ট্রাইকার মুয়ানির শট ঠেকিয়ে আর টাইব্রেকারে দুর্দান্ত দুটি শট ঠেকিয়ে ম্যাচ সেরা হওয়ার যোগ্য দাবিদার ছিলেন তিনি। ফাইনালে ম্যাচ সেরা না হলেও গোল্ডেন গ্লাভস জেতেন মার্তিনেজ।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়ে ফিফার বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে আছেন লিওনেল স্কালোনি। পুরো টুর্নামেন্ট জুড়ে ডাগ আউট থেকে দুর্দান্ত সব কৌশলে পরাস্ত করেছেন সেরা সেরা কোচদের। নিজেকে তিনি আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘোচানোর কারিগর ভাবতেই পারেন। বর্ষ সেরার তিনটি বিভাগ সেরা খেলোয়াড়, গোলরক্ষক এবং সেরা কোচ এর পুরস্কার জিতলেই ইতিহাস গড়বে বিশ্বচ্যাম্পিয়নরা। আগামী ২৭ ফেব্রুয়ারি প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে বর্ষসেরাদের হাতে পুরস্কার তুলে দেবে ফিফা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫