ক্রীড়া ডেস্ক
রেফারিং নিয়ে সমালোচনা তো নতুন কিছু নয়। ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ সময়ে রেফারির সিদ্ধান্তের কারণে অনেক সময় ম্যাচের মোড় ঘুরে যায়। এবার ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে হারের পর রেফারির কড়া সমালোচনা করেছেন আল হিলালের ফুটবলাররা।
বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আল হিলাল-ফ্লুমিনেন্স ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন ড্যানি ম্যাকেলি। ১-০ গোলে পিছিয়ে থাকা আল হিলাল প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। পেনাল্টি বক্সে আল হিলালের স্ট্রাইকার মার্কোস লিয়ান্দ্রোকে পেনাল্টি এরিয়ার মধ্যে ট্যাকল করেন ফ্লুমিনেন্সের ডিফেন্ডার স্যামুয়েল জেভিয়ার। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে সেই পেনাল্টি বাতিল করে দেওয়া হয়। এমনকি ম্যাচের শেষ ১৫ মিনিটে আল হিলালের ফুটবলাররা বারবার পড়ে যেতে থাকেন। তবে পেনাল্টির দাবি তুললে রেফারি তাতে সাড়া দেননি। উল্টো ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে ডাইভ দেওয়ার কারণে হলুদ কার্ড দেখেন কালিদু কুলিবালি। শেষ পর্যন্ত ম্যাচটা ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে থেমে যায় আল হিলালের পথচলা।
ম্যাচ হারের পর রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন কুলিবালি। আল হিলালের ডিফেন্ডার বলেন, ‘মাঝেমধ্যে আমাদের সবকিছু মেনে নিতে হয়। তবে এভাবে ম্যাচ হেরে যাওয়াটা লজ্জার। আমরা ম্যাচে সর্বাত্মক চেষ্টা করেছি। রেফারি আমার জন্য কাজটা করেননি। প্রথমার্ধের সময় আমাদের সঙ্গে বাজেভাবে কথা বলেছে। আল হিলালের সঙ্গে তার এমন আগ্রাসী আচরণের কারণটা বুঝতে পারলাম না।’
৪০ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন ফ্লুমিনেন্স ফরোয়ার্ড মাথেউস মার্তিনেল্লি। সমতায় ফিরতে ১১ মিনিট লেগেছে আল হিলালের। ৫১ মিনিটে কুলিবালির অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন আল হিলাল ফরোয়ার্ড মার্কোস লিয়ান্দ্রো। ৭০ মিনিটে হারকিউলিসের গোলে ফের এগিয়ে যায় ফ্লুমিনেন্স। রেফারি ম্যাকেলি যথাসময়ে পেনাল্টির আবেদনে সাড়া দিলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতেও পারত। আল হিলালের ডিফেন্ডার রেনান লোদি বলেন, ‘আমরা অসাধারণ এক ম্যাচ খেলেছি। তবে আমরা দুর্ভাগা। রেফারির সিদ্ধান্ত ম্যাচই বদলে দিয়েছে। যা ঘটেছে সবার কাছে স্পষ্ট।দুইটা স্পষ্ট পেনাল্টি ছিল। যেটা একজন অন্ধ মানুষও বুঝতে পারবেন।’
ম্যানচেস্টার সিটির বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল আল হিলাল। ফ্লোরিডায় আজ শেষ আটের ম্যাচে ফ্লুমিনেন্সের ওপর আল হিলাল দাপট দেখিয়ে খেলেছে। আল হিলাল ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৪ শট। অন্যদিকে ফ্লুমিনেন্স বল দখলে রেখেছিল ৪২ শতাংশ। সৌদি ক্লাবের লক্ষ্য বরাবর ফ্লুমিনেন্স নিয়েছে ৩ শট। যার মধ্যে থেকে ব্রাজিলের ক্লাব দুটি থেকে গোল আদায় করে নিয়েছে। তার ওপর রেফারির সিদ্ধান্তগুলো আল হিলালের পক্ষে গেলে হয়তো সেমিফাইনালে তাদেরই দেখা যেত।
সেমিফাইনালে অবশ্য দুই ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। তবে লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে গত রাতে পালমেইরাসকে ২-১ গোলে হারায় চেলসি। তাতে ইংল্যান্ড-ব্রাজিলের ক্লাবের মধ্যে এখন শেষ চারের লড়াই হবে। মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি-ফ্লুমিনেন্স। বাংলাদেশ সময় ৮ জুলাই রাত ১টায় শুরু হবে এই ম্যাচ।
রেফারিং নিয়ে সমালোচনা তো নতুন কিছু নয়। ফুটবল বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়নস লিগের মতো টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ সময়ে রেফারির সিদ্ধান্তের কারণে অনেক সময় ম্যাচের মোড় ঘুরে যায়। এবার ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে হারের পর রেফারির কড়া সমালোচনা করেছেন আল হিলালের ফুটবলাররা।
বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আল হিলাল-ফ্লুমিনেন্স ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছেন ড্যানি ম্যাকেলি। ১-০ গোলে পিছিয়ে থাকা আল হিলাল প্রথমার্ধেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। পেনাল্টি বক্সে আল হিলালের স্ট্রাইকার মার্কোস লিয়ান্দ্রোকে পেনাল্টি এরিয়ার মধ্যে ট্যাকল করেন ফ্লুমিনেন্সের ডিফেন্ডার স্যামুয়েল জেভিয়ার। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে দেখে সেই পেনাল্টি বাতিল করে দেওয়া হয়। এমনকি ম্যাচের শেষ ১৫ মিনিটে আল হিলালের ফুটবলাররা বারবার পড়ে যেতে থাকেন। তবে পেনাল্টির দাবি তুললে রেফারি তাতে সাড়া দেননি। উল্টো ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে ডাইভ দেওয়ার কারণে হলুদ কার্ড দেখেন কালিদু কুলিবালি। শেষ পর্যন্ত ম্যাচটা ২-১ গোলে হেরে কোয়ার্টার ফাইনালে থেমে যায় আল হিলালের পথচলা।
ম্যাচ হারের পর রেফারির ওপর ক্ষোভ ঝেরেছেন কুলিবালি। আল হিলালের ডিফেন্ডার বলেন, ‘মাঝেমধ্যে আমাদের সবকিছু মেনে নিতে হয়। তবে এভাবে ম্যাচ হেরে যাওয়াটা লজ্জার। আমরা ম্যাচে সর্বাত্মক চেষ্টা করেছি। রেফারি আমার জন্য কাজটা করেননি। প্রথমার্ধের সময় আমাদের সঙ্গে বাজেভাবে কথা বলেছে। আল হিলালের সঙ্গে তার এমন আগ্রাসী আচরণের কারণটা বুঝতে পারলাম না।’
৪০ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন ফ্লুমিনেন্স ফরোয়ার্ড মাথেউস মার্তিনেল্লি। সমতায় ফিরতে ১১ মিনিট লেগেছে আল হিলালের। ৫১ মিনিটে কুলিবালির অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন আল হিলাল ফরোয়ার্ড মার্কোস লিয়ান্দ্রো। ৭০ মিনিটে হারকিউলিসের গোলে ফের এগিয়ে যায় ফ্লুমিনেন্স। রেফারি ম্যাকেলি যথাসময়ে পেনাল্টির আবেদনে সাড়া দিলে ম্যাচের ফল ভিন্ন কিছু হতেও পারত। আল হিলালের ডিফেন্ডার রেনান লোদি বলেন, ‘আমরা অসাধারণ এক ম্যাচ খেলেছি। তবে আমরা দুর্ভাগা। রেফারির সিদ্ধান্ত ম্যাচই বদলে দিয়েছে। যা ঘটেছে সবার কাছে স্পষ্ট।দুইটা স্পষ্ট পেনাল্টি ছিল। যেটা একজন অন্ধ মানুষও বুঝতে পারবেন।’
ম্যানচেস্টার সিটির বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছিল আল হিলাল। ফ্লোরিডায় আজ শেষ আটের ম্যাচে ফ্লুমিনেন্সের ওপর আল হিলাল দাপট দেখিয়ে খেলেছে। আল হিলাল ৫৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর করে ৪ শট। অন্যদিকে ফ্লুমিনেন্স বল দখলে রেখেছিল ৪২ শতাংশ। সৌদি ক্লাবের লক্ষ্য বরাবর ফ্লুমিনেন্স নিয়েছে ৩ শট। যার মধ্যে থেকে ব্রাজিলের ক্লাব দুটি থেকে গোল আদায় করে নিয়েছে। তার ওপর রেফারির সিদ্ধান্তগুলো আল হিলালের পক্ষে গেলে হয়তো সেমিফাইনালে তাদেরই দেখা যেত।
সেমিফাইনালে অবশ্য দুই ব্রাজিলিয়ান ক্লাবের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল। তবে লিংকন ফিনান্সিয়াল ফিল্ড স্টেডিয়ামে গত রাতে পালমেইরাসকে ২-১ গোলে হারায় চেলসি। তাতে ইংল্যান্ড-ব্রাজিলের ক্লাবের মধ্যে এখন শেষ চারের লড়াই হবে। মেটলাইফ স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি-ফ্লুমিনেন্স। বাংলাদেশ সময় ৮ জুলাই রাত ১টায় শুরু হবে এই ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৭ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে