ক্রীড়া ডেস্ক
কৈশোরের একটা আভা এখনও চোখে মুখে লেগে আছে তাঁর। ১৯ বছর বয়সী সেই জোব বেলিংহামকে এ মাসেই যখন সান্ডারল্যান্ড থেকে ৩ কোটি ৩০ লাখ ইউরোয় কিনে নিল বরুসিয়া ডর্টমুন্ড, তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেনি—এক টিনেজারের পিছনে এত ব্যয়!
১৯ বছর বয়সী জোব বেলিংহামের ওপর ভরসা রেখেই তাঁকে পাঁচ বছরের জন্য কিনে নেয় ডর্টমুন্ড। তাদের সিদ্ধান্তটা যে সঠিক ছিল পরশু ফিফা ক্লাব বিশ্বকাপে মামেলোদি সানডাউনসের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে সেটি প্রমাণ করলেন ইংলিশ এই মিডফিল্ডার।
জাতিতে ইংলিশ, নামের সঙ্গে বেলিংহাম.... ! ঠিকই ধরেছেন রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহামের ভাই জোব বেলিংহাম। প্রথমবারের মতো এদিন ডর্টমুন্ডের শুরুর একাদশে থেকে খেলতে নেমেছিলেন। তাঁর গোল পাওয়ার ম্যাচে ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকান ক্লাব সানডাউনসকে হারিয়েছে ডর্টমুন্ড। ম্যাচসেরা হয়েছেন জোব। ডর্টমুন্ডে তাঁর শুরুটা এরচেয়ে ভালো আর কী হতে পারত!
ম্যাচ শেষে ডিএজেডএনকে জোব বেলিংহাম বললেন, ‘ (গোলটা) দারুণ একটা বোনাস ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি। তবে এখনো আমার এবং দলের অনেক কিছু শেখার ও উন্নতি করার আছে। তবু আমি এই পারফরম্যান্সে খুশি।’
জোব বেলিংহাম যে গোলটি করেছেন সেটি ছিল বুদ্ধিদীপ্ত। সানডাউনসের গোলরক্ষক বলটি অলক্ষ্যের তাঁর দিকে ঠেলে দিয়েছিলেন। একজন ডিফেন্ডারের ট্যাকল এড়িয়ে এবং গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন জোব। তবে গোল হয়েছে বিশ্বাসই হচ্ছিল না জোবের, ‘বল যখন জাল ছোঁয় সত্যি এটা কিছু ঘোরে থাকার মতো মনে হয়েছিল।’
ডর্টমুন্ডের শুরুর একাদশে থেকে প্রথম ম্যাচে গোল করে ভাই জুডের কথা মনে করিয়ে দিয়েছেন জোব। ডর্টমুন্ডের হয়ে জুড বেলিংহামও প্রথম একাদশে থেকে ডর্টমুন্ডের প্রথম ম্যাচে গোল করেছিলেন। জুডের দেখানো পথেই নিজেকে মেলে ধরার দিকে এগিয়ে যাচ্ছেন জোব।
সিনসিনাটিতে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই খেলতে হয়েছে জোবকে। একটা তাঁর জন্য নতুন এক অভিজ্ঞতাও। বলছেন, ‘এই রকম (গরম) আবহাওয়ায় খেলাটা সত্যিই কঠিন, বিশেষ করে ইউরোপিয়ান দলের জন্য। সানডাউনস দুর্দান্ত খেলেছে এবং ওরা এমন পরিবেশে অভ্যস্ত, কিন্তু আমরা নই। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের মানিয়ে নিতে হবে।’
ডর্টমুন্ডের জয়ের দিনে জয় পেয়েছে ইন্টার মিলান ও ফ্লুমিনেন্স। ইন্টার ২-১ গোলে উরাওয়া রেড ডায়মন্ডসকে এবং ফ্লুমিনেন্স ৪-২ গোলে উলসান এইচডিকে হারিয়েছে। আর আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট গোলশূন্য ড্র করেছে মন্তেরের সঙ্গে।
কৈশোরের একটা আভা এখনও চোখে মুখে লেগে আছে তাঁর। ১৯ বছর বয়সী সেই জোব বেলিংহামকে এ মাসেই যখন সান্ডারল্যান্ড থেকে ৩ কোটি ৩০ লাখ ইউরোয় কিনে নিল বরুসিয়া ডর্টমুন্ড, তখন কিন্তু কেউ প্রশ্ন তোলেনি—এক টিনেজারের পিছনে এত ব্যয়!
১৯ বছর বয়সী জোব বেলিংহামের ওপর ভরসা রেখেই তাঁকে পাঁচ বছরের জন্য কিনে নেয় ডর্টমুন্ড। তাদের সিদ্ধান্তটা যে সঠিক ছিল পরশু ফিফা ক্লাব বিশ্বকাপে মামেলোদি সানডাউনসের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে সেটি প্রমাণ করলেন ইংলিশ এই মিডফিল্ডার।
জাতিতে ইংলিশ, নামের সঙ্গে বেলিংহাম.... ! ঠিকই ধরেছেন রিয়াল মাদ্রিদের তারকা জুড বেলিংহামের ভাই জোব বেলিংহাম। প্রথমবারের মতো এদিন ডর্টমুন্ডের শুরুর একাদশে থেকে খেলতে নেমেছিলেন। তাঁর গোল পাওয়ার ম্যাচে ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকান ক্লাব সানডাউনসকে হারিয়েছে ডর্টমুন্ড। ম্যাচসেরা হয়েছেন জোব। ডর্টমুন্ডে তাঁর শুরুটা এরচেয়ে ভালো আর কী হতে পারত!
ম্যাচ শেষে ডিএজেডএনকে জোব বেলিংহাম বললেন, ‘ (গোলটা) দারুণ একটা বোনাস ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জিতেছি। তবে এখনো আমার এবং দলের অনেক কিছু শেখার ও উন্নতি করার আছে। তবু আমি এই পারফরম্যান্সে খুশি।’
জোব বেলিংহাম যে গোলটি করেছেন সেটি ছিল বুদ্ধিদীপ্ত। সানডাউনসের গোলরক্ষক বলটি অলক্ষ্যের তাঁর দিকে ঠেলে দিয়েছিলেন। একজন ডিফেন্ডারের ট্যাকল এড়িয়ে এবং গোলরক্ষককে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেন জোব। তবে গোল হয়েছে বিশ্বাসই হচ্ছিল না জোবের, ‘বল যখন জাল ছোঁয় সত্যি এটা কিছু ঘোরে থাকার মতো মনে হয়েছিল।’
ডর্টমুন্ডের শুরুর একাদশে থেকে প্রথম ম্যাচে গোল করে ভাই জুডের কথা মনে করিয়ে দিয়েছেন জোব। ডর্টমুন্ডের হয়ে জুড বেলিংহামও প্রথম একাদশে থেকে ডর্টমুন্ডের প্রথম ম্যাচে গোল করেছিলেন। জুডের দেখানো পথেই নিজেকে মেলে ধরার দিকে এগিয়ে যাচ্ছেন জোব।
সিনসিনাটিতে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই খেলতে হয়েছে জোবকে। একটা তাঁর জন্য নতুন এক অভিজ্ঞতাও। বলছেন, ‘এই রকম (গরম) আবহাওয়ায় খেলাটা সত্যিই কঠিন, বিশেষ করে ইউরোপিয়ান দলের জন্য। সানডাউনস দুর্দান্ত খেলেছে এবং ওরা এমন পরিবেশে অভ্যস্ত, কিন্তু আমরা নই। তবে টুর্নামেন্টে টিকে থাকতে হলে আমাদের মানিয়ে নিতে হবে।’
ডর্টমুন্ডের জয়ের দিনে জয় পেয়েছে ইন্টার মিলান ও ফ্লুমিনেন্স। ইন্টার ২-১ গোলে উরাওয়া রেড ডায়মন্ডসকে এবং ফ্লুমিনেন্স ৪-২ গোলে উলসান এইচডিকে হারিয়েছে। আর আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট গোলশূন্য ড্র করেছে মন্তেরের সঙ্গে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫