মাইলফলকের ম্যাচ নিজের মতো করে রাঙানোর ইচ্ছা যে সব খেলোয়াড়েরই। কেউ হয়তো পারেন, আবার কেউ হয়তো পারেন না। ফেরান তোরেসের সৌভাগ্য যে তিনি মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে পেরেছেন। তোরেসের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বার্সা পেল দারুণ এক জয়।
বেনিতো ভিল্লামারিনে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। ম্যাচটি ছিল বার্সেলোনায় তোরেসের শততম ম্যাচ। এই ম্যাচটি তিনি রাঙিয়েছেন নিজের মতো করে। বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে। বার্সার প্রতিটি গোলেই তোরেসের অবদান রয়েছে। ২১ মিনিটে দলের প্রথম গোল করেন তিনি। তাঁকে (তোরেস) অ্যাসিস্ট করেন পেদ্রি। প্রথমার্ধ বার্সা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৪৮ মিনিটে গোল করেন তোরেস। ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে আরও দুই গোল করে বার্সা। যার মধ্যে ৯০ মিনিটে তোরেসের অ্যাসিস্টে গোল করেন হোয়াও ফেলিক্স। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিকের দেখা পান তোরেস। স্প্যানিশ ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেছেন ল্যামিন ইয়ামাল। ম্যাচ শেষে তোরেস বলেন, ‘হ্যাটট্রিকটা আমি উপভোগ করতে চাই। আমি আজ (গতকাল) বার্সেলোনার হয়ে ১০০ ম্যাচ খেলেছি। তাই এর চেয়ে বেশি কিছু চাওয়া সম্ভব না।’
৪-২ গোলে ম্যাচ বার্সেলোনা জিতলেও তা এত সহজে আসেনি। ৪৮ মিনিটে তোরেসের গোলে বার্সা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় বেতিস। ৫৬ ও ৫৯ মিনিটে জোড়া গোল করেন বেতিস মিডফিল্ডার ইসকো। ২-২ গোলে সমতা ছিল ৯০ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষ বেতিসকেও কৃতিত্ব দিয়েছেন তোরেস, ‘এটা বেনিতো ভিল্লামারিনের বেতিস। আমি জানতাম তারা সুযোগের অপেক্ষায় ছিল। দুই গোল করে তারা ঘুরে দাঁড়িয়েছে। তবে আমরা দেখিয়েছি কীভাবে তিন পয়েন্ট নিতে হয়।’
মাইলফলকের ম্যাচ নিজের মতো করে রাঙানোর ইচ্ছা যে সব খেলোয়াড়েরই। কেউ হয়তো পারেন, আবার কেউ হয়তো পারেন না। ফেরান তোরেসের সৌভাগ্য যে তিনি মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখতে পেরেছেন। তোরেসের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বার্সা পেল দারুণ এক জয়।
বেনিতো ভিল্লামারিনে লা লিগায় গতকাল বার্সেলোনার প্রতিপক্ষ ছিল রিয়াল বেতিস। ম্যাচটি ছিল বার্সেলোনায় তোরেসের শততম ম্যাচ। এই ম্যাচটি তিনি রাঙিয়েছেন নিজের মতো করে। বার্সেলোনা ৪-২ গোলে হারিয়েছে রিয়াল বেতিসকে। বার্সার প্রতিটি গোলেই তোরেসের অবদান রয়েছে। ২১ মিনিটে দলের প্রথম গোল করেন তিনি। তাঁকে (তোরেস) অ্যাসিস্ট করেন পেদ্রি। প্রথমার্ধ বার্সা ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। ৪৮ মিনিটে গোল করেন তোরেস। ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে আরও দুই গোল করে বার্সা। যার মধ্যে ৯০ মিনিটে তোরেসের অ্যাসিস্টে গোল করেন হোয়াও ফেলিক্স। অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে হ্যাটট্রিকের দেখা পান তোরেস। স্প্যানিশ ফরোয়ার্ডকে গোল করতে সহায়তা করেছেন ল্যামিন ইয়ামাল। ম্যাচ শেষে তোরেস বলেন, ‘হ্যাটট্রিকটা আমি উপভোগ করতে চাই। আমি আজ (গতকাল) বার্সেলোনার হয়ে ১০০ ম্যাচ খেলেছি। তাই এর চেয়ে বেশি কিছু চাওয়া সম্ভব না।’
৪-২ গোলে ম্যাচ বার্সেলোনা জিতলেও তা এত সহজে আসেনি। ৪৮ মিনিটে তোরেসের গোলে বার্সা ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ায় বেতিস। ৫৬ ও ৫৯ মিনিটে জোড়া গোল করেন বেতিস মিডফিল্ডার ইসকো। ২-২ গোলে সমতা ছিল ৯০ মিনিট পর্যন্ত। প্রতিপক্ষ বেতিসকেও কৃতিত্ব দিয়েছেন তোরেস, ‘এটা বেনিতো ভিল্লামারিনের বেতিস। আমি জানতাম তারা সুযোগের অপেক্ষায় ছিল। দুই গোল করে তারা ঘুরে দাঁড়িয়েছে। তবে আমরা দেখিয়েছি কীভাবে তিন পয়েন্ট নিতে হয়।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে