বিশ্বকাপ শুরুর আগেও কান্না করেছিলেন সন হিউয়েন-মিন। তবে গতকালের কান্না আর সেদিনের কান্নার মধ্যে বিস্তর পার্থক্য ছিল। শুরুর আগে কেঁদেছিলেন চোটে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার আশঙ্কায়। আর গ্রুপের শেষ ম্যাচে চোখের জল ছিল আনন্দের।
শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর চোখের জল আর ধরে রাখতে পারেননি সন। পরে তাঁর কান্নার ছবিটি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, এই অশ্রু হচ্ছে তাঁর আনন্দের অশ্রু।
ম্যাচ শেষে সন বলেছেন, ‘এই অশ্রু হচ্ছে আনন্দের অশ্রু। আমরা এই মুহূর্তের জন্য দীর্ঘ অপেক্ষা করেছি। খেলোয়াড় হিসেবে বিশ্বাস ছিল আমরা এটি করতে পারব।’
কঠিন সময়ে সতীর্থদের পাশে পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন সন। ৩০ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘যখন আমার সেরাটা দিতে পারছিলাম না, তখন সতীর্থরা পাশে দাঁড়িয়েছে। তাদের কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে গর্বিতও।’
দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেতে জয়ের বিকল্প ছিল না দক্ষিণ কোরিয়ার। শেষ সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। পর্তুগালের বিপক্ষে বদলি নামা হোয়াং হি-চানের শেষ মুহূর্তের গোলে কোরিয়া জয় পেলেও এর কারিগর ছিলেন সন। যাঁর দুর্দান্ত পাসে এই মিডফিল্ডার দলকে আনন্দোল্লাসে ভাসান।
২-১ গোলে এগিয়ে যাওয়ার পর পর্তুগালের বিপক্ষে শেষ ৬ মিনিটকে দীর্ঘ সময় বলে জানিয়েছেন সন। তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘতম সময় ছিল শেষ ৬ মিনিট।’
শেষ ষোলোয় কোরিয়ার প্রতিপক্ষ ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের সুযোগ দেখছেন সন। টটেনহামের স্ট্রাইকার বলেছেন, ‘বিশ্ব ফুটবলে কেউ জানে না কখন কী ঘটবে। সে হিসেবে আমাদের সুযোগ আছে ব্রাজিলকেও হারানোর। তাদের হারানোর জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেব।’
তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলছেন সন। কিন্তু কোনোবারই দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাননি তিনি। শেষবার ২০১০ যখন নকআউট পর্বে খেলার সুযোগ পায় কোরিয়া তখন দলে ছিলেন না তিনি। সব মিলিয়ে বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ৩ গোল করেছেন সন। অথচ বিশ্বকাপের আগে মুখে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কথা ছিল সনের।
বিশ্বকাপ শুরুর আগেও কান্না করেছিলেন সন হিউয়েন-মিন। তবে গতকালের কান্না আর সেদিনের কান্নার মধ্যে বিস্তর পার্থক্য ছিল। শুরুর আগে কেঁদেছিলেন চোটে টুর্নামেন্ট থেকে বাদ পড়ার আশঙ্কায়। আর গ্রুপের শেষ ম্যাচে চোখের জল ছিল আনন্দের।
শেষ ষোলো নিশ্চিত হওয়ার পর চোখের জল আর ধরে রাখতে পারেননি সন। পরে তাঁর কান্নার ছবিটি মুহূর্তেই ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, এই অশ্রু হচ্ছে তাঁর আনন্দের অশ্রু।
ম্যাচ শেষে সন বলেছেন, ‘এই অশ্রু হচ্ছে আনন্দের অশ্রু। আমরা এই মুহূর্তের জন্য দীর্ঘ অপেক্ষা করেছি। খেলোয়াড় হিসেবে বিশ্বাস ছিল আমরা এটি করতে পারব।’
কঠিন সময়ে সতীর্থদের পাশে পেয়ে নিজেকে গর্বিত মনে করছেন সন। ৩০ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘যখন আমার সেরাটা দিতে পারছিলাম না, তখন সতীর্থরা পাশে দাঁড়িয়েছে। তাদের কাছে কৃতজ্ঞ। সেই সঙ্গে গর্বিতও।’
দ্বিতীয় রাউন্ডে সুযোগ পেতে জয়ের বিকল্প ছিল না দক্ষিণ কোরিয়ার। শেষ সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে তারা। পর্তুগালের বিপক্ষে বদলি নামা হোয়াং হি-চানের শেষ মুহূর্তের গোলে কোরিয়া জয় পেলেও এর কারিগর ছিলেন সন। যাঁর দুর্দান্ত পাসে এই মিডফিল্ডার দলকে আনন্দোল্লাসে ভাসান।
২-১ গোলে এগিয়ে যাওয়ার পর পর্তুগালের বিপক্ষে শেষ ৬ মিনিটকে দীর্ঘ সময় বলে জানিয়েছেন সন। তিনি বলেছেন, ‘আমার ক্যারিয়ারে সবচেয়ে দীর্ঘতম সময় ছিল শেষ ৬ মিনিট।’
শেষ ষোলোয় কোরিয়ার প্রতিপক্ষ ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের সুযোগ দেখছেন সন। টটেনহামের স্ট্রাইকার বলেছেন, ‘বিশ্ব ফুটবলে কেউ জানে না কখন কী ঘটবে। সে হিসেবে আমাদের সুযোগ আছে ব্রাজিলকেও হারানোর। তাদের হারানোর জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নেব।’
তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলছেন সন। কিন্তু কোনোবারই দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাননি তিনি। শেষবার ২০১০ যখন নকআউট পর্বে খেলার সুযোগ পায় কোরিয়া তখন দলে ছিলেন না তিনি। সব মিলিয়ে বিশ্বকাপে ৯ ম্যাচ খেলে ৩ গোল করেছেন সন। অথচ বিশ্বকাপের আগে মুখে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার কথা ছিল সনের।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫