কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ রাতে। ২০২৪ ইউরো বাছাইপর্বের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি দুই জায়ান্ট ফ্রান্স-নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপের পর দুই দলেরই এটি প্রথম ম্যাচ। নিজেদের মাঠ স্তাদে দে ফ্রান্সে ফরাসিদের প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন এমবাপ্পে।
২০২২ বিশ্বকাপের ফাইনালে হারের পর জাতীয় দল থেকে অবসর নেন হুগো লরিস। দলে অনেক সিনিয়র থাকলেও টটেনহাম গোলরক্ষকের উত্তরসূরি হিসেবে কোচ দিদিয়ের দেশম আর্মব্যান্ড তুলে দিয়েছেন ২৪ বছর বয়সী এমবাপ্পের হাতে। আর সহ অধিনায়ক করা হয়েছে আঁতোয়ান গ্রিজমানকে। এ নিয়ে ‘গৃহযুদ্ধ’ বেঁধেছে ফরাসি শিবিরে।
কোচের সিদ্ধান্তে খুশি নন গ্রিজমান। সিনিয়র হওয়া সত্ত্বেও অধিনায়কত্ব না পাওয়ায় হতাশ ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। সেটি এখন কারও অজানা নয়। তবে নেতৃত্ব পাওয়ার তিন দিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এমবাপ্পে। সতীর্থ গ্রিজির সঙ্গে কথা বলেছেন পিএসজির তারকা। জানিয়েছেন তিনি, গ্রিজমানের বিষয়টি বোঝেন।
এমবাপ্পে বলেছেন, ‘আমি আঁতোয়ানের সঙ্গে কথা বলেছি। সে হতাশ হয়েছে এবং সত্যি বলতে বিষয়টি অনুধাবন করা যায়। তাকে বলেছি, আমিও একইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারতাম। আমি তাকে যা বলেছি সেটি হলো, যত দিন আমি অধিনায়ক আছি এবং সে সহ অধিনায়ক, আমি তার ওপর কর্তৃত্ব খাটাব না।’
এমবাপ্পে-গ্রিজমান দুজনই ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন। এমবাপ্পে ফ্রান্সের হয়ে খেলেছেন ৬৬ ম্যাচ। ২০১৭ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক সহ আসরের সর্বোচ্চ গোলদাতা হোন তিনি। এর আগে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে করেন দুই গোল।
গ্রিজমান ফ্রান্সের হয়ে খেলেছেন ১১৭ ম্যাচ। ২০১৪ সালে অভিষেক হয় তাঁর। আতলেতিকো মাদ্রিদ তারকার সম্পর্কে এমবাপ্পের মন্তব্য, ‘সে ফ্রান্স দলের অভিজ্ঞ খেলোয়াড়, যা আমার নেই।’
কিলিয়ান এমবাপ্পের ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ রাতে। ২০২৪ ইউরো বাছাইপর্বের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি দুই জায়ান্ট ফ্রান্স-নেদারল্যান্ডস। কাতার বিশ্বকাপের পর দুই দলেরই এটি প্রথম ম্যাচ। নিজেদের মাঠ স্তাদে দে ফ্রান্সে ফরাসিদের প্রথমবারের মতো নেতৃত্ব দেবেন এমবাপ্পে।
২০২২ বিশ্বকাপের ফাইনালে হারের পর জাতীয় দল থেকে অবসর নেন হুগো লরিস। দলে অনেক সিনিয়র থাকলেও টটেনহাম গোলরক্ষকের উত্তরসূরি হিসেবে কোচ দিদিয়ের দেশম আর্মব্যান্ড তুলে দিয়েছেন ২৪ বছর বয়সী এমবাপ্পের হাতে। আর সহ অধিনায়ক করা হয়েছে আঁতোয়ান গ্রিজমানকে। এ নিয়ে ‘গৃহযুদ্ধ’ বেঁধেছে ফরাসি শিবিরে।
কোচের সিদ্ধান্তে খুশি নন গ্রিজমান। সিনিয়র হওয়া সত্ত্বেও অধিনায়কত্ব না পাওয়ায় হতাশ ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। সেটি এখন কারও অজানা নয়। তবে নেতৃত্ব পাওয়ার তিন দিন পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এমবাপ্পে। সতীর্থ গ্রিজির সঙ্গে কথা বলেছেন পিএসজির তারকা। জানিয়েছেন তিনি, গ্রিজমানের বিষয়টি বোঝেন।
এমবাপ্পে বলেছেন, ‘আমি আঁতোয়ানের সঙ্গে কথা বলেছি। সে হতাশ হয়েছে এবং সত্যি বলতে বিষয়টি অনুধাবন করা যায়। তাকে বলেছি, আমিও একইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারতাম। আমি তাকে যা বলেছি সেটি হলো, যত দিন আমি অধিনায়ক আছি এবং সে সহ অধিনায়ক, আমি তার ওপর কর্তৃত্ব খাটাব না।’
এমবাপ্পে-গ্রিজমান দুজনই ২০১৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন। এমবাপ্পে ফ্রান্সের হয়ে খেলেছেন ৬৬ ম্যাচ। ২০১৭ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তাঁর। গত বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালে হ্যাটট্রিক সহ আসরের সর্বোচ্চ গোলদাতা হোন তিনি। এর আগে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে করেন দুই গোল।
গ্রিজমান ফ্রান্সের হয়ে খেলেছেন ১১৭ ম্যাচ। ২০১৪ সালে অভিষেক হয় তাঁর। আতলেতিকো মাদ্রিদ তারকার সম্পর্কে এমবাপ্পের মন্তব্য, ‘সে ফ্রান্স দলের অভিজ্ঞ খেলোয়াড়, যা আমার নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫