স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ‘এল ক্লাসিকো’ যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। গত বার ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এবারও ফাইনালে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ দুই জায়ান্ট। গত বছরের ঘটনার পুনরাবৃত্তি করতে আশাবাদী বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
এবারের স্প্যানিশ সুপার কাপের দুটি সেমিফাইনালই হয়েছে রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে। গত পরশু মাদ্রিদ ডার্বিতে হয়েছিল গোলবন্যা। আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছিল রিয়াল। একই মাঠে গত রাতে বার্সেলোনা মুখোমুখি হয়েছে ওসাসুনার। ওসাসুনার বিপক্ষে মাঠে বার্সা বেশ দাপট দেখিয়ে খেলেছে। ৬৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সা করেছিল ৭ শট। অন্যদিকে ওসাসুনার বল দখলে ছিল ৩২ শতাংশ এবং ৩ শট তারা করেছিল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। বার্সা দাপট দেখিয়ে খেললেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। ৫৯ মিনিটে ইলকায় গুন্দোয়ানের অ্যাসিস্টে গোল করেন বার্সা ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। কাতালানরা এরপর দ্বিতীয় গোল পায় ম্যাচের শেষভাগে। অতিরিক্ত সময়ের ৩ মিনিটে হোয়াও ফেলিক্সের অ্যাসিস্টে গোল করেন ল্যামিন ইয়ামাল। শেষ পর্যন্ত ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সা।
কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে পরশু স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যেখানে রিয়াল চলতি মৌসুমে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে। এই মৌসুমেও লা লিগায় বার্সাকে হারিয়েছে রিয়াল। তবে জাভি অনুপ্রেরণা খুঁজছেন গত বছরের স্প্যানিশ সুপার কাপ ফাইনাল থেকে। সেবার রিয়ালকে ৩-১ গোলে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। ওসাসুনার বিপক্ষে ম্যাচ শেষে গতকাল সংবাদ সম্মেলনে বার্সা কোচ জাভি বলেন, ‘গত বছরের ফাইনালটা অনুসরণ করব, যেখানে আমরা ৩-১ গোলে জিতেছি। আমরা বেশ দারুণ খেলেছি। এই মৌসুমে লা লিগায় হারলেও ৬০ মিনিট পর্যন্ত দারুণ খেলেছিলাম। মাদ্রিদের থেকে বল কেড়ে নিতে হবে আমাদের। গত বছরের থেকে মাদ্রিদ এ বছর দারুণ ফর্মে আছে। তবে আমরা তাদের ওপর দাপট দেখিয়ে খেলার চেষ্টা করব। সমানে সমানে লড়াই করব।’
বার্সায় আসার পর থেকেই একের পর এক রেকর্ড গড়া শুরু করেন ইয়ামাল। ওসাসুনার বিপক্ষে গতকালও করেছেন রেকর্ড। ১৬ বছর ১৮২ দিন বয়সে গোল করে স্প্যানিশ সুপার কাপে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়লেন তিনি। ইয়ামালের প্রশংসা করে জাভি বলেন, ‘বল পায়ে ল্যামিন সব কাজই ঠিকমতো করে। সে সাধারণত বলের নিয়ন্ত্রণ হারায় না। প্রায় সময়ই সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে।’
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ‘এল ক্লাসিকো’ যেন সাধারণ ব্যাপার হয়ে গেছে। গত বার ফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এবারও ফাইনালে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ দুই জায়ান্ট। গত বছরের ঘটনার পুনরাবৃত্তি করতে আশাবাদী বার্সা কোচ জাভি হার্নান্দেজ।
এবারের স্প্যানিশ সুপার কাপের দুটি সেমিফাইনালই হয়েছে রিয়াদের কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে। গত পরশু মাদ্রিদ ডার্বিতে হয়েছিল গোলবন্যা। আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়েছিল রিয়াল। একই মাঠে গত রাতে বার্সেলোনা মুখোমুখি হয়েছে ওসাসুনার। ওসাসুনার বিপক্ষে মাঠে বার্সা বেশ দাপট দেখিয়ে খেলেছে। ৬৮ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর বার্সা করেছিল ৭ শট। অন্যদিকে ওসাসুনার বল দখলে ছিল ৩২ শতাংশ এবং ৩ শট তারা করেছিল প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। বার্সা দাপট দেখিয়ে খেললেও প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। ৫৯ মিনিটে ইলকায় গুন্দোয়ানের অ্যাসিস্টে গোল করেন বার্সা ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। কাতালানরা এরপর দ্বিতীয় গোল পায় ম্যাচের শেষভাগে। অতিরিক্ত সময়ের ৩ মিনিটে হোয়াও ফেলিক্সের অ্যাসিস্টে গোল করেন ল্যামিন ইয়ামাল। শেষ পর্যন্ত ওসাসুনাকে ২-০ গোলে হারিয়েছে বার্সা।
কিং সউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে পরশু স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। যেখানে রিয়াল চলতি মৌসুমে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে—সব জায়গাতেই দুর্দান্ত খেলছে। এই মৌসুমেও লা লিগায় বার্সাকে হারিয়েছে রিয়াল। তবে জাভি অনুপ্রেরণা খুঁজছেন গত বছরের স্প্যানিশ সুপার কাপ ফাইনাল থেকে। সেবার রিয়ালকে ৩-১ গোলে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সা। ওসাসুনার বিপক্ষে ম্যাচ শেষে গতকাল সংবাদ সম্মেলনে বার্সা কোচ জাভি বলেন, ‘গত বছরের ফাইনালটা অনুসরণ করব, যেখানে আমরা ৩-১ গোলে জিতেছি। আমরা বেশ দারুণ খেলেছি। এই মৌসুমে লা লিগায় হারলেও ৬০ মিনিট পর্যন্ত দারুণ খেলেছিলাম। মাদ্রিদের থেকে বল কেড়ে নিতে হবে আমাদের। গত বছরের থেকে মাদ্রিদ এ বছর দারুণ ফর্মে আছে। তবে আমরা তাদের ওপর দাপট দেখিয়ে খেলার চেষ্টা করব। সমানে সমানে লড়াই করব।’
বার্সায় আসার পর থেকেই একের পর এক রেকর্ড গড়া শুরু করেন ইয়ামাল। ওসাসুনার বিপক্ষে গতকালও করেছেন রেকর্ড। ১৬ বছর ১৮২ দিন বয়সে গোল করে স্প্যানিশ সুপার কাপে সবচেয়ে কম বয়সে গোলের রেকর্ড গড়লেন তিনি। ইয়ামালের প্রশংসা করে জাভি বলেন, ‘বল পায়ে ল্যামিন সব কাজই ঠিকমতো করে। সে সাধারণত বলের নিয়ন্ত্রণ হারায় না। প্রায় সময়ই সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫