ক্রীড়া ডেস্ক
সেরা তারকা ফুটবলারদের ছাড়াই উরুগুয়ের সেন্তেনারিও স্টেডিয়ামে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দেখায় নিজেদের মাঠ লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল লিওনেল স্কালোনির দল। স্পষ্টই লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, লো সেলসোদের ছাড়া দ্বিতীয় লেগের আর্জেন্টিনা দল আরও ভঙ্গুর। তবে সেটি অনুভব করতে দেননি হুলিয়ান আলভারেজ-থিয়াগো আলমাদারা।
আলমাদার অসাধারণ এক গেলে উরুগুয়েকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যয়, দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করা গোলটি করেন অলিম্পিক লিওর মিডফিল্ডার আলমাদা। যদিও আজ ২৩ বছর বয়সী এ ফুটবলার লেফট উইঙ্গার হিসেবেই খেলেছেন।
দারুণ জয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিতই করে ফেলেছে আর্জেন্টিনা। পরের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করলেই টিকিট নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।
ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে ছিল উরুগুয়ের। বলের নিয়ন্ত্রণ বেশি রাখতে পারলেও প্রতিপক্ষের বক্সের সামনে গিয়ে ততটা ধারালো হতে পারেনি তারা। আর্জেন্টিনা যেখানে গোলের উদ্দেশ্যে ১২টি শট নিয়ে ৪টা লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ের সেখানে ৬ শটের ২টা ছিল নিশানায়।
বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচে ৬৮ মিনিটে প্রত্যাশিত গোল উদ্যাপন করে আর্জেন্টিনা। সতীর্থদের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ প্রান্তে বক্সের বাইরে কয়েক গজ দূর থেকে জোরালো শট নেন আলমাদা। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ায়। উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রোচেট ঝাঁপিয়ে চেষ্টা করেছিলেন বাধা হতে, কিন্তু তিনি বলের নাগালই পাননি।
এই জয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল আর্জেন্টিনা। এখনো তাদের বাকি ৫ ম্যাচ, আর কোনো ম্যাচ না জিতে একটা ড্র করলেও বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে লিওনেল মেসির দলের। ম্যাচের অন্তিম সময়ে একটা অস্বস্তি যোগ হয় আর্জেন্টিনার। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে লাল কার্ড দেখেন নিকোলাস গঞ্জালেস। এই হারে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে উরুগুয়ে।
আরেক ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ইকুয়েডর। আগের দিন কলম্বিয়াকে হারিয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট অর্জন করে টেবিলের দুইয়ে উঠেছিল ব্রাজিল। আজ আবার তিনে নেমে গেল তারা।
সেরা তারকা ফুটবলারদের ছাড়াই উরুগুয়ের সেন্তেনারিও স্টেডিয়ামে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দেখায় নিজেদের মাঠ লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছিল লিওনেল স্কালোনির দল। স্পষ্টই লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, লো সেলসোদের ছাড়া দ্বিতীয় লেগের আর্জেন্টিনা দল আরও ভঙ্গুর। তবে সেটি অনুভব করতে দেননি হুলিয়ান আলভারেজ-থিয়াগো আলমাদারা।
আলমাদার অসাধারণ এক গেলে উরুগুয়েকে তাদেরই মাঠে ১-০ গোলে হারিয়ে প্রতিশোধ নিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যয়, দ্বিতীয়ার্ধে জয় নিশ্চিত করা গোলটি করেন অলিম্পিক লিওর মিডফিল্ডার আলমাদা। যদিও আজ ২৩ বছর বয়সী এ ফুটবলার লেফট উইঙ্গার হিসেবেই খেলেছেন।
দারুণ জয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিতই করে ফেলেছে আর্জেন্টিনা। পরের ম্যাচে ব্রাজিলের সঙ্গে ড্র করলেই টিকিট নিশ্চিত হয়ে যাবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের।
ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে ছিল উরুগুয়ের। বলের নিয়ন্ত্রণ বেশি রাখতে পারলেও প্রতিপক্ষের বক্সের সামনে গিয়ে ততটা ধারালো হতে পারেনি তারা। আর্জেন্টিনা যেখানে গোলের উদ্দেশ্যে ১২টি শট নিয়ে ৪টা লক্ষ্যে রাখতে পারে উরুগুয়ের সেখানে ৬ শটের ২টা ছিল নিশানায়।
বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হওয়া ম্যাচে ৬৮ মিনিটে প্রত্যাশিত গোল উদ্যাপন করে আর্জেন্টিনা। সতীর্থদের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে বাঁ প্রান্তে বক্সের বাইরে কয়েক গজ দূর থেকে জোরালো শট নেন আলমাদা। দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ায়। উরুগুয়ের গোলরক্ষক সার্জিও রোচেট ঝাঁপিয়ে চেষ্টা করেছিলেন বাধা হতে, কিন্তু তিনি বলের নাগালই পাননি।
এই জয়ে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল আর্জেন্টিনা। এখনো তাদের বাকি ৫ ম্যাচ, আর কোনো ম্যাচ না জিতে একটা ড্র করলেও বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত হবে লিওনেল মেসির দলের। ম্যাচের অন্তিম সময়ে একটা অস্বস্তি যোগ হয় আর্জেন্টিনার। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে লাল কার্ড দেখেন নিকোলাস গঞ্জালেস। এই হারে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে উরুগুয়ে।
আরেক ম্যাচে ভেনেজুয়েলাকে ২-১ গোলে হারিয়ে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এসেছে ইকুয়েডর। আগের দিন কলম্বিয়াকে হারিয়ে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট অর্জন করে টেবিলের দুইয়ে উঠেছিল ব্রাজিল। আজ আবার তিনে নেমে গেল তারা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে