মাঠে লিওনেল মেসি নেই, ডাগআউটে নেই কোচ লিওনেল স্কালোনি। এই দুজন ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। চিলির কালামা শহরে আর্জেন্টিনাকে জিতিয়েছেন আনহেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।
এ নিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা, শুরুটা হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। এরপর থেকে আর আকাশি-সাদাদের হারাতে পারেনি কেউ। এই ম্যাচে নামার আগে অবশ্য কিছুটা বেকায়দায় পড়েছিল আর্জেন্টিনা। পিএসজির অনুরোধে করোনায় আক্রান্ত মেসিকে এই পর্বের দুই ম্যাচে দলে রাখেননি স্কালোনি। করোনার বিধিনিষেধের কারণে ডাগআউটে ছিলেন না স্কালোনি নিজেও।
মেসি, স্কালোনি না থাকার ম্যাচে শুরুতেই গোল পেয়েছে আর্জেন্টিনা। রদ্রিগো দি পলের বাড়ানো বলে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন ডি মারিয়া। ম্যাচের বয়স তখন ৯ মিনিট। আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। গোল শোধে মরিয়া হয়ে ওঠে চিলি। সমতায় ফিরতে সময় নেয়নি। ১১ মিনিট পর দলকে সমতায় ফেরান বেন ব্রেরেটন। ছয় ম্যাচ পর এই আর্জেন্টিনার জালে বল।
৩৪তম মিনিটে আবারও এগিয়ে যায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতে বক্সের বাইরে থেকে দি পলের বুলেট গতির শট কোনোমতে ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো। কিন্তু বল নিজের গ্রিপে নিতে না পারায় সরাসরি মার্টিনেজের পায়ে যায়। প্লেসিং শটে বল জালে জড়ান মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধে বেশির ভাগ সময় নিজেদের পায়ে বল রাখে চিলি। পুরো ম্যাচেই আর্জেন্টিনার চেয়ে বল দখলে এগিয়ে ছিল চিলি। তবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এর আগের ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছে ইকুয়েডর। তবু অবশ্য পয়েন্ট তালিকার ১ নম্বরে আছে ব্রাজিল। ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তিতের দল। সমান ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৩২।
মাঠে লিওনেল মেসি নেই, ডাগআউটে নেই কোচ লিওনেল স্কালোনি। এই দুজন ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। চিলির কালামা শহরে আর্জেন্টিনাকে জিতিয়েছেন আনহেল ডি মারিয়া ও লাউতারো মার্টিনেজ।
এ নিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল আর্জেন্টিনা, শুরুটা হয়েছিল ২০১৯ সালের মাঝামাঝি সময়ে। এরপর থেকে আর আকাশি-সাদাদের হারাতে পারেনি কেউ। এই ম্যাচে নামার আগে অবশ্য কিছুটা বেকায়দায় পড়েছিল আর্জেন্টিনা। পিএসজির অনুরোধে করোনায় আক্রান্ত মেসিকে এই পর্বের দুই ম্যাচে দলে রাখেননি স্কালোনি। করোনার বিধিনিষেধের কারণে ডাগআউটে ছিলেন না স্কালোনি নিজেও।
মেসি, স্কালোনি না থাকার ম্যাচে শুরুতেই গোল পেয়েছে আর্জেন্টিনা। রদ্রিগো দি পলের বাড়ানো বলে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন ডি মারিয়া। ম্যাচের বয়স তখন ৯ মিনিট। আর্জেন্টিনা এগিয়ে যাওয়ার পর আক্রমণ ও পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। গোল শোধে মরিয়া হয়ে ওঠে চিলি। সমতায় ফিরতে সময় নেয়নি। ১১ মিনিট পর দলকে সমতায় ফেরান বেন ব্রেরেটন। ছয় ম্যাচ পর এই আর্জেন্টিনার জালে বল।
৩৪তম মিনিটে আবারও এগিয়ে যায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতে বক্সের বাইরে থেকে দি পলের বুলেট গতির শট কোনোমতে ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো। কিন্তু বল নিজের গ্রিপে নিতে না পারায় সরাসরি মার্টিনেজের পায়ে যায়। প্লেসিং শটে বল জালে জড়ান মার্টিনেজ।
দ্বিতীয়ার্ধে বেশির ভাগ সময় নিজেদের পায়ে বল রাখে চিলি। পুরো ম্যাচেই আর্জেন্টিনার চেয়ে বল দখলে এগিয়ে ছিল চিলি। তবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। এর আগের ম্যাচে ব্রাজিলকে ১-১ গোলে রুখে দিয়েছে ইকুয়েডর। তবু অবশ্য পয়েন্ট তালিকার ১ নম্বরে আছে ব্রাজিল। ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে তিতের দল। সমান ম্যাচে ৯ জয় ও ৫ ড্রয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৩২।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে