নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কাল ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে, এমন আশা হয়তো কেউ করেনি। ম্যাচটা জামালরা জেতেনি। কিন্তু শেষ ১০ মিনিটে দারুণ এক লড়াইয়ের পর যে ড্র এসেছে সেটিও জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। আফগানিস্তানের বিপক্ষে জয়ের সমান ড্র থেকে পাওয়া সাহসটা তপু-জিকোরা কাজে লাগাতে চান ভারত ম্যাচে। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে ৭ জুন।
দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ৪৮ মিনিটে পিছিয়ে পড়েও তপু বর্মণের গোলে আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৩৫ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে এই ড্রয়ের পুরো কৃতিত্বটাই শিষ্যদের দিয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে। ম্যাচের প্রথমার্ধে প্রায় পুরোটা সময় আফগানদের ছায়ায় ঢাকা পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই হজম করে গোল। সেই গোলের পর থেকে খেলার ধরন পাল্টেছে বাংলাদেশ। রক্ষণের খোলস থেকে বের হয়ে জামাল ভূঁইয়ারা হয়েছেন আক্রমণাত্মক। যে পাঁচ খেলোয়াড় বদলেছেন বাংলাদেশ কোচ জেমি, তিনজনই আক্রমণভাগের খেলোয়াড়। শেষদিকে আফগানদের রক্ষণাত্মক কৌশলে ঢুকে যাওয়ার সুযোগটাই নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শেষ ২০ মিনিটকে নিজেদের সেরা সময় বলছেন জেমি। ওই সময়ের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন বাংলাদেশ কোচ, ‘শেষ ২০ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। ভাগ্য আরেকটু সহায় হলে ম্যাচের ফলটা আমাদের পক্ষে থাকতে পারত। আমাদের প্রস্তুতির ঘাটতি ছিল। যে ফল হয়েছে তাতে আমরা খুশি।’
আফগানিস্তানের বিপক্ষে ড্র ভারত ম্যাচের আগে বাড়তি সাহস জোগাবে বলে মনে করেন জেমি ডে। ম্যাচের নায়ক তপুও কোচের কথার সঙ্গে একমত, ‘আমরা ইতিবাচক ছিলাম। পরের ম্যাচেও আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই নামব। আফগানিস্তান ম্যাচ থেকে আমরা যে সাহস পেয়েছি, সেটা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে জিততে চাই।’
ঢাকা: কাল ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিতবে, এমন আশা হয়তো কেউ করেনি। ম্যাচটা জামালরা জেতেনি। কিন্তু শেষ ১০ মিনিটে দারুণ এক লড়াইয়ের পর যে ড্র এসেছে সেটিও জয়ের চেয়ে কোনো অংশে কম নয়। আফগানিস্তানের বিপক্ষে জয়ের সমান ড্র থেকে পাওয়া সাহসটা তপু-জিকোরা কাজে লাগাতে চান ভারত ম্যাচে। বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের পরের ম্যাচ ভারতের বিপক্ষে ৭ জুন।
দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে ম্যাচের ৪৮ মিনিটে পিছিয়ে পড়েও তপু বর্মণের গোলে আফগানিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৩৫ ধাপ এগিয়ে থাকা আফগানদের বিপক্ষে এই ড্রয়ের পুরো কৃতিত্বটাই শিষ্যদের দিয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে। ম্যাচের প্রথমার্ধে প্রায় পুরোটা সময় আফগানদের ছায়ায় ঢাকা পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই হজম করে গোল। সেই গোলের পর থেকে খেলার ধরন পাল্টেছে বাংলাদেশ। রক্ষণের খোলস থেকে বের হয়ে জামাল ভূঁইয়ারা হয়েছেন আক্রমণাত্মক। যে পাঁচ খেলোয়াড় বদলেছেন বাংলাদেশ কোচ জেমি, তিনজনই আক্রমণভাগের খেলোয়াড়। শেষদিকে আফগানদের রক্ষণাত্মক কৌশলে ঢুকে যাওয়ার সুযোগটাই নিয়েছে বাংলাদেশ।
ম্যাচের শেষ ২০ মিনিটকে নিজেদের সেরা সময় বলছেন জেমি। ওই সময়ের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত বলে মনে করেন বাংলাদেশ কোচ, ‘শেষ ২০ মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে ছিল। ভাগ্য আরেকটু সহায় হলে ম্যাচের ফলটা আমাদের পক্ষে থাকতে পারত। আমাদের প্রস্তুতির ঘাটতি ছিল। যে ফল হয়েছে তাতে আমরা খুশি।’
আফগানিস্তানের বিপক্ষে ড্র ভারত ম্যাচের আগে বাড়তি সাহস জোগাবে বলে মনে করেন জেমি ডে। ম্যাচের নায়ক তপুও কোচের কথার সঙ্গে একমত, ‘আমরা ইতিবাচক ছিলাম। পরের ম্যাচেও আমরা ইতিবাচক মানসিকতা নিয়েই নামব। আফগানিস্তান ম্যাচ থেকে আমরা যে সাহস পেয়েছি, সেটা কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে জিততে চাই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫