নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
প্রতি বছরই এএফসি থেকে ৫ লাখ ডলার পেয়ে থাকে বাফুফে। কংগ্রেস নিয়ে আজ বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে ওয়াহিদ বলেন, ‘এএফসি কংগ্রেস থেকে আমরা ২.৫ মিলিয়ন ডলার অনুদান পেয়েছি আমাদের স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পের জন্য।’
এএফসির অনুদানের বিষয়টি কার্যনির্বাহী কমিটির সভায় তোলা হবে বলে জানিয়েছেন তুষার, ‘ফ্লাডলাইট-ট্রেনিং সেন্টারের অবকাঠামো ছাড়াও ফুটবল যেকোনো অবকাঠামোতে এই অর্থ খরচ করা যেতে পারে। সবমিলিয়ে আমি আশাবাদি, ফুটবলের উন্নয়নের জন্য সময়মতো এএফসি ও ফিফার সম্পূর্ণ ফান্ড ব্যবহার করতে পারব। আমাদের সামনে কার্যনির্বাহীর কমিটির সভা আছে। আমরা এটা উপস্থাপন করব। কীভাবে ফুটবলের উন্নয়ন হবে সেটা সবার সঙ্গে আলোচনা করে জানাব।’
কক্সবাজারে সেন্ট্রাল অব এক্সিলেন্সি নির্মাণের কথা চলছে অনেকদিন ধরেই। এর পেছনে বাফুফের জন্য ৫৬ লাখ ডলার বরাদ্দ রেখেছে ফিফা। তবে নানান জটিলতায় এখনো জমি বুঝে পায়নি বাফুফে। তুষার বলেন, ‘আমরা জমি হাতে পাওয়ার পরপরই কাজ শুরু করব। তাই আমরা প্রতিনিয়ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ রাখছি।’
কংগ্রেসে জাপান, কাতার ও সৌদি আরবের ফেডারেশনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাফুফে। ফুটবলের সার্বিক উন্নয়নে বাংলাদেশে কাজ করতে আগ্রহী তারা।
স্টেডিয়ামের উন্নয়ন ও সংস্কার প্রকল্পের জন্য এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) কাছ থেকে বাড়তি ২৫ লাখ ডলার (৩০ কোটি ৪০ লাখ টাকা) পাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মালয়েশিয়ার কুয়ালালামপুরে গত ১২ এপ্রিল হয়েছে এএফসির কংগ্রেস। সেখানে অংশ নিয়েছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ এবং সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
প্রতি বছরই এএফসি থেকে ৫ লাখ ডলার পেয়ে থাকে বাফুফে। কংগ্রেস নিয়ে আজ বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে ওয়াহিদ বলেন, ‘এএফসি কংগ্রেস থেকে আমরা ২.৫ মিলিয়ন ডলার অনুদান পেয়েছি আমাদের স্টেডিয়াম উন্নয়ন প্রকল্পের জন্য।’
এএফসির অনুদানের বিষয়টি কার্যনির্বাহী কমিটির সভায় তোলা হবে বলে জানিয়েছেন তুষার, ‘ফ্লাডলাইট-ট্রেনিং সেন্টারের অবকাঠামো ছাড়াও ফুটবল যেকোনো অবকাঠামোতে এই অর্থ খরচ করা যেতে পারে। সবমিলিয়ে আমি আশাবাদি, ফুটবলের উন্নয়নের জন্য সময়মতো এএফসি ও ফিফার সম্পূর্ণ ফান্ড ব্যবহার করতে পারব। আমাদের সামনে কার্যনির্বাহীর কমিটির সভা আছে। আমরা এটা উপস্থাপন করব। কীভাবে ফুটবলের উন্নয়ন হবে সেটা সবার সঙ্গে আলোচনা করে জানাব।’
কক্সবাজারে সেন্ট্রাল অব এক্সিলেন্সি নির্মাণের কথা চলছে অনেকদিন ধরেই। এর পেছনে বাফুফের জন্য ৫৬ লাখ ডলার বরাদ্দ রেখেছে ফিফা। তবে নানান জটিলতায় এখনো জমি বুঝে পায়নি বাফুফে। তুষার বলেন, ‘আমরা জমি হাতে পাওয়ার পরপরই কাজ শুরু করব। তাই আমরা প্রতিনিয়ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে যোগাযোগ রাখছি।’
কংগ্রেসে জাপান, কাতার ও সৌদি আরবের ফেডারেশনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছে বাফুফে। ফুটবলের সার্বিক উন্নয়নে বাংলাদেশে কাজ করতে আগ্রহী তারা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫