নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে ৫ বছর পর। ৫ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ঘুচেছে সেই অপেক্ষা। এর ৫ দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ। স্বাগতিকেরা ম্যাচটি ২-১ গোলে হেরে যাওয়ায় হতাশার কমতি ছিল না।
দুটি ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল প্রবল। বাফুফেও পেয়েছে প্রচুর পৃষ্ঠপোষক। তাই ম্যাচ দুটি আয়োজনে নিজেদের তহবিল থেকে এক টাকাও খরচ করতে হয়নি বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।
ভুটান-সিঙ্গাপুর ম্যাচের ভুলত্রুটি নিয়ে বাফুফে ভবনে আজ বৈঠক করেছে কম্পিটিশন কমিটি। সংবাদমাধ্যমে তাজওয়ার বলেন, ‘ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে বাফুফের পকেট থেকে কোনো অর্থ খরচ হয়নি। ওই দুই ম্যাচের আয় দিয়েই মেটানো হয়েছে সকল খরচ। দুর্ভাগ্যবশত অর্থের বিষয়টি আমাদের কমিটির অধীনে পড়ে না। এ নিয়ে অর্থ কমিটির কাউকে প্রশ্ন করলে ভালো উত্তর পাওয়া যাবে। লাভ হয়েছে কি না জানি না। যেটুকু জানি, যা ব্যয় হয়েছে সেখানে বাফুফের পকেট থেকে এক টাকাও খরচ হয়নি।’
সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনা ছিল বাফুফের। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে। ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চাওয়ায় ঘাস তোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে।
তাজওয়ার বলেন, ‘মাঠে ঘাস নিয়ে একটা সমস্যা ছিল। সিঙ্গাপুর ম্যাচের পর আমাদের পরিকল্পনা ছিল ঘাস তুলে নিয়ে নতুন করে লাগাব। কিন্তু চিন্তা করে দেখলাম অক্টোবরে যেহেতু ম্যাচ আছে, তাই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। এই মাঠটা রক্ষণাবেক্ষণ করব আমরা। ঘাস নিয়ে কাজ চলবে, যাতে করে আরও উন্নতি করা যায়।’
অনলাইনে টিকিট কাটা নিয়ে এবার ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে দর্শকের। তবু অনলাইন থেকে সরে আসছে বাফুফে। তাজওয়ার বলেন, ‘এ পথটাই সঠিক পথ। আগামীতেও অনলাইনে টিকিট বিক্রি হবে। তবে প্রক্রিয়াটি আরও সহজ করতে চাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি খেলায় টিকিট নিয়ে ঝামেলা হয়। এটা ফুল প্রুফ করা সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত দর্শকেরা সংগঠিত ব্যবস্থার মধ্যে থাকেন। অনেকে বাইরে থেকে টিকিট কিনেছে। যদিও সিঙ্গাপুর ম্যাচে আমরা তেমনটা শুনিনি। আমরা চেষ্টা করছি সেটা কীভাবে শুধরানো যায়।’
জাতীয় স্টেডিয়ামে গ্যালারির টয়লেট থেকে শুরু করে বেশ কিছু অব্যবস্থাপনা ঠিক করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করবে বাফুফে।
জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে ৫ বছর পর। ৫ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ঘুচেছে সেই অপেক্ষা। এর ৫ দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ে মুখোমুখি হয় বাংলাদেশ। স্বাগতিকেরা ম্যাচটি ২-১ গোলে হেরে যাওয়ায় হতাশার কমতি ছিল না।
দুটি ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহ ছিল প্রবল। বাফুফেও পেয়েছে প্রচুর পৃষ্ঠপোষক। তাই ম্যাচ দুটি আয়োজনে নিজেদের তহবিল থেকে এক টাকাও খরচ করতে হয়নি বলে জানিয়েছেন বাফুফের কম্পিটিশন কমিটির সদস্য তাজওয়ার আউয়াল।
ভুটান-সিঙ্গাপুর ম্যাচের ভুলত্রুটি নিয়ে বাফুফে ভবনে আজ বৈঠক করেছে কম্পিটিশন কমিটি। সংবাদমাধ্যমে তাজওয়ার বলেন, ‘ভুটান ও সিঙ্গাপুর ম্যাচে বাফুফের পকেট থেকে কোনো অর্থ খরচ হয়নি। ওই দুই ম্যাচের আয় দিয়েই মেটানো হয়েছে সকল খরচ। দুর্ভাগ্যবশত অর্থের বিষয়টি আমাদের কমিটির অধীনে পড়ে না। এ নিয়ে অর্থ কমিটির কাউকে প্রশ্ন করলে ভালো উত্তর পাওয়া যাবে। লাভ হয়েছে কি না জানি না। যেটুকু জানি, যা ব্যয় হয়েছে সেখানে বাফুফের পকেট থেকে এক টাকাও খরচ হয়নি।’
সিঙ্গাপুর ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে নতুন করে ঘাস লাগানোর পরিকল্পনা ছিল বাফুফের। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরের ম্যাচ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে। ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজন করতে চাওয়ায় ঘাস তোলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাফুফে।
তাজওয়ার বলেন, ‘মাঠে ঘাস নিয়ে একটা সমস্যা ছিল। সিঙ্গাপুর ম্যাচের পর আমাদের পরিকল্পনা ছিল ঘাস তুলে নিয়ে নতুন করে লাগাব। কিন্তু চিন্তা করে দেখলাম অক্টোবরে যেহেতু ম্যাচ আছে, তাই ঝুঁকি নেওয়া ঠিক হবে না। এই মাঠটা রক্ষণাবেক্ষণ করব আমরা। ঘাস নিয়ে কাজ চলবে, যাতে করে আরও উন্নতি করা যায়।’
অনলাইনে টিকিট কাটা নিয়ে এবার ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে দর্শকের। তবু অনলাইন থেকে সরে আসছে বাফুফে। তাজওয়ার বলেন, ‘এ পথটাই সঠিক পথ। আগামীতেও অনলাইনে টিকিট বিক্রি হবে। তবে প্রক্রিয়াটি আরও সহজ করতে চাই। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের প্রতিটি খেলায় টিকিট নিয়ে ঝামেলা হয়। এটা ফুল প্রুফ করা সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত দর্শকেরা সংগঠিত ব্যবস্থার মধ্যে থাকেন। অনেকে বাইরে থেকে টিকিট কিনেছে। যদিও সিঙ্গাপুর ম্যাচে আমরা তেমনটা শুনিনি। আমরা চেষ্টা করছি সেটা কীভাবে শুধরানো যায়।’
জাতীয় স্টেডিয়ামে গ্যালারির টয়লেট থেকে শুরু করে বেশ কিছু অব্যবস্থাপনা ঠিক করতে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আলোচনা করবে বাফুফে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫