ছবিগুলো আতঙ্কিত হওয়ার মতোই। জাপান ম্যাচের আগে অনুশীলনে ভিনিসিয়াস জুনিয়রের জার্সি টেনে ধরে রেখেছেন রিচার্লিসন। দুজনের মুখেই আগ্রাসী ভাবভঙ্গি। তাঁদের ছাড়ানোর চেষ্টা করছেন দানি আলভেজ, লুকাস পাকুয়েতা ও নেইমার। তাঁদের ভঙ্গিও আগ্রাসী।
এই দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেন ছন্দে থাকা ব্রাজিল দলের এমন অবস্থা-তা নিয়েও প্রশ্ন উঠে। তাও আবার ম্যাচের আগ মুহূর্তে। তবে পরে জানা গেল এই মারামারি আসলে সত্যিকারের মারামারি নয়, মজা করেই হাতাহাতি জড়ান রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস ও এভারটনের রিচার্লিসন।
তবে এই ছবির আসল কাহিনি সামনে আসার আগেই নেতিবাচক খবরের শিরোনাম হয় ব্রাজিল ফুটবল দল। বিশ্বকাপের আগ মুহূর্তে দলে এমন বিভাজন দেখে শঙ্কিত হন ব্রাজিল ভক্তরাও। তবে ব্রাজিল ফুটবল নামের একটি টুইটার পেজ থেকে এই বিষয়টি স্পষ্ট করে বিবৃতি দেওয়া হয়। বলা হয় অনুশীলনের ফাঁকে এসব নিছকই মজা ছিল।
পেজটিতে লেখা হয়, ‘বিষয়টি পরিষ্কার করা উচিত যে, এটা সত্যিকারের মারামারি না। এই ছবি সিরিয়াসলি নেওয়া হবে এটা ভাবা হয়নি।’
এই বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে রিচার্লিসনকে ঘিরে এই ঘটনার সময় বাকি খেলোয়াড়দের মজা করতে দেখা যায়।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
ছবিগুলো আতঙ্কিত হওয়ার মতোই। জাপান ম্যাচের আগে অনুশীলনে ভিনিসিয়াস জুনিয়রের জার্সি টেনে ধরে রেখেছেন রিচার্লিসন। দুজনের মুখেই আগ্রাসী ভাবভঙ্গি। তাঁদের ছাড়ানোর চেষ্টা করছেন দানি আলভেজ, লুকাস পাকুয়েতা ও নেইমার। তাঁদের ভঙ্গিও আগ্রাসী।
এই দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। কেন ছন্দে থাকা ব্রাজিল দলের এমন অবস্থা-তা নিয়েও প্রশ্ন উঠে। তাও আবার ম্যাচের আগ মুহূর্তে। তবে পরে জানা গেল এই মারামারি আসলে সত্যিকারের মারামারি নয়, মজা করেই হাতাহাতি জড়ান রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস ও এভারটনের রিচার্লিসন।
তবে এই ছবির আসল কাহিনি সামনে আসার আগেই নেতিবাচক খবরের শিরোনাম হয় ব্রাজিল ফুটবল দল। বিশ্বকাপের আগ মুহূর্তে দলে এমন বিভাজন দেখে শঙ্কিত হন ব্রাজিল ভক্তরাও। তবে ব্রাজিল ফুটবল নামের একটি টুইটার পেজ থেকে এই বিষয়টি স্পষ্ট করে বিবৃতি দেওয়া হয়। বলা হয় অনুশীলনের ফাঁকে এসব নিছকই মজা ছিল।
পেজটিতে লেখা হয়, ‘বিষয়টি পরিষ্কার করা উচিত যে, এটা সত্যিকারের মারামারি না। এই ছবি সিরিয়াসলি নেওয়া হবে এটা ভাবা হয়নি।’
এই বার্তার সঙ্গে একটি ভিডিও পোস্ট করা হয়, যেখানে রিচার্লিসনকে ঘিরে এই ঘটনার সময় বাকি খেলোয়াড়দের মজা করতে দেখা যায়।
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫