Ajker Patrika

মেসির ক্যারিয়ারকে কঠিন বলছেন গালতিয়ের

আপডেট : ১৪ মে ২০২৩, ১০: ৪৭
মেসির ক্যারিয়ারকে কঠিন বলছেন গালতিয়ের

আজাচ্চিওর বিপক্ষে খেলতে নামার আগেই ক্রিস্তফ গালতিয়ের জানিয়েছিলেন, শুরুর একাদশে খেলানো হতে পারে লিওনেল মেসিকে। পাক দ্য প্রিন্সেসের মাঠে আর্জেন্টাইন অধিনায়ককে শুরু থেকেই খেলিয়েছেনও তিনি। তবে ফেরার ম্যাচটা সুখকর হয়নি তাঁর।

গোল তো পাননি উল্টো পিএসজি সমর্থকদের রোষানলে পড়েছেন মেসি। যখনই তাঁর পায়ে বল গেছে, তখনই সাতবারের ব্যালন ডি’অর বিজয়ীকে দুয়োধ্বনি দিয়েছেন সমর্থকেরা। সমর্থকদের এমন মনোভাবে শিষ্যের কোনো অস্বস্তি হয়নি বলে জানিয়েছেন গালতিয়ের। পিএসজি কোচের মতে, সে এটিতে অভ্যস্ত। তবে ক্যারিয়ার তাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। 

গতকাল নিজেদের মাঠে আজাচ্চিওর বিপক্ষে ৫-০ গোলের জয়ের পর এমনটি জানিয়েছেন গালতিয়ের। তিনি বলেছেন, ‘বল স্পর্শ করার সময়ই শিস বেজে উঠেছিল। তবে বেশির ভাগ সময়ই গ্যালারি উল্লাস ও করতালিতে মুখরিত ছিল। সে এই ম্যাচে খেলেছে এবং দলের জন্য গোলের সুযোগ তৈরি করেছে। সে দুয়োধ্বনিতে অভ্যস্ত। তবে তার ক্যারিয়ার তাকে কঠিন পরিস্থিতিতে ফেলে দিয়েছে। মাঠে শিষ ও করতালি দুটিই ছিল।’ 

এককভাবে মেসির জন্য ম্যাচটা দুর্দান্ত না হলেও দলীয়ভাবে হয়েছে। ফেরার ম্যাচে ৫-০ গোলের বড় জয় পেয়েছে দল। ফাবিয়ান রুইজ ও আশরাফ হাকিমির ১ গোলের সঙ্গে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। আর শেষ গোলটি হয়েছে আজাচ্চিওর ডিফেন্ডার মোহাম্মেদ ইউসুফের আত্মঘাতীতে। 

এ জয়ে লিগ ওয়ান জয়ের আরও কাছে চলে এসেছে পিএসজি। পয়েন্ট তালিকার দুইয়ে থাকা লেসেঁর সঙ্গে ৬ পয়েন্টের ব্যবধান বাড়িয়েছে তারা। ৩৫ ম্যাচে ৮১ পয়েন্টে শীর্ষে বর্তমান চ্যাম্পিয়নরা। অন্যদিকে সমান ম্যাচে ৭৫ পয়েন্টে পরের স্থানে লেসঁ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত