সময় যখন খারাপ যায় সব দিক থেকেই নাকি যায়। ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছে পিএসজি। একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছে ফরাসি ক্লাবটি। সপ্তাহ দু-এক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে আরেকবার ইউরোপ সেরার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। সেটার রেশ না কাটতেই ঘরের মাঠে সমর্থকদের রোষাণলে পড়েন দলের দুই বড় তারকা—নেইমার ও লিওনেল মেসি।
মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দুদিন আগে লিগ টেবিলের ৮ নম্বরে থাকা মোনাকোর বিপক্ষে হারে ফরাসি জায়ান্টরা। এ বিপর্যয় সামাল দিয়ে ওঠার আগেই আবার খবরের শিরোনাম হয়ে আলোচনায় নেইমার। এবার পিএসজির ঘরে ‘অশান্তির আগুন’ লাগালেন ডেনিয়েল রিওলো। পরিচয়ে তিনি একজন ফরাসি সাংবাদিক। তাঁর ভাষ্য, দলের নিয়মিত অনুশীলনকে গুরুত্ব দেন না নেইমার। এমনকি মাতাল অবস্থায় অনুশীলনে আসেন এ ব্রাজিলিয়ান তারকা।
‘আরএমসি স্পোর্ট’কে’ নেইমারের ব্যাপারে এসব কথা জানিয়েছেন রিওলো। তিনি বলেছেন, ‘বেশির ভাগ সময় নেইমার অনুশীলনে আসে না। যখন আসে তখন তাকে দেখতে বিধ্বস্ত লাগে, মাতাল মনে হয়। নেইমার পিএসজির ওপর প্রতিশোধ নিচ্ছে।’
ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন নিয়ে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে নেইমারকে কেনে পিএসজি। তবে এখন তাঁকে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ওই ফরাসি সাংবাদিক। তাঁর মতে, ‘পিএসজি সমর্থকেরা নেইমারের ভাঁড়ামি বা তার নেটফ্লিক্স ডকুমেন্টারির ব্যাপারে একদমই আগ্রহী নয়। আমাদের উচিত তার সঙ্গে চুক্তি শেষ করা এবং তাকে ছেড়ে দেওয়া। সে আমাদের ক্লাবের ক্ষতি করছে। তাকে ছেড়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।’
এই মুহূর্তে পিএসজিকে ক্লাবের কাতারে রাখতে নারাজ এই ফরাসি সাংবাদিক। চ্যাম্পিয়নস লিগে বিপর্যয়ের পরও ক্লাবের কোনো হেলদোল নেই জানিয়ে রিওলো বলেছেন, ‘পিএসজি এখন কোনো ক্লাবই না। এখানে কোনো একতা নেই। কোনো ভালো কোচ নেই। সভাপতিও এসব ব্যাপারে উদাসীন। এ রকম একটা বিপর্যয়ের পর সবার নড়েচড়ে বসা উচিত ছিল। কিন্তু সেরকম কোনো কিছুই দেখছি না।’
সময় যখন খারাপ যায় সব দিক থেকেই নাকি যায়। ব্যাপারটা হাড়ে হাড়ে টের পাচ্ছে পিএসজি। একের পর এক নেতিবাচক খবরে শিরোনাম হচ্ছে ফরাসি ক্লাবটি। সপ্তাহ দু-এক আগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হেরে আরেকবার ইউরোপ সেরার স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। সেটার রেশ না কাটতেই ঘরের মাঠে সমর্থকদের রোষাণলে পড়েন দলের দুই বড় তারকা—নেইমার ও লিওনেল মেসি।
মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দুদিন আগে লিগ টেবিলের ৮ নম্বরে থাকা মোনাকোর বিপক্ষে হারে ফরাসি জায়ান্টরা। এ বিপর্যয় সামাল দিয়ে ওঠার আগেই আবার খবরের শিরোনাম হয়ে আলোচনায় নেইমার। এবার পিএসজির ঘরে ‘অশান্তির আগুন’ লাগালেন ডেনিয়েল রিওলো। পরিচয়ে তিনি একজন ফরাসি সাংবাদিক। তাঁর ভাষ্য, দলের নিয়মিত অনুশীলনকে গুরুত্ব দেন না নেইমার। এমনকি মাতাল অবস্থায় অনুশীলনে আসেন এ ব্রাজিলিয়ান তারকা।
‘আরএমসি স্পোর্ট’কে’ নেইমারের ব্যাপারে এসব কথা জানিয়েছেন রিওলো। তিনি বলেছেন, ‘বেশির ভাগ সময় নেইমার অনুশীলনে আসে না। যখন আসে তখন তাকে দেখতে বিধ্বস্ত লাগে, মাতাল মনে হয়। নেইমার পিএসজির ওপর প্রতিশোধ নিচ্ছে।’
ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন নিয়ে বার্সেলোনা থেকে রেকর্ড ট্রান্সফারে নেইমারকে কেনে পিএসজি। তবে এখন তাঁকে ছেড়ে দেওয়া উচিত বলে মনে করেন ওই ফরাসি সাংবাদিক। তাঁর মতে, ‘পিএসজি সমর্থকেরা নেইমারের ভাঁড়ামি বা তার নেটফ্লিক্স ডকুমেন্টারির ব্যাপারে একদমই আগ্রহী নয়। আমাদের উচিত তার সঙ্গে চুক্তি শেষ করা এবং তাকে ছেড়ে দেওয়া। সে আমাদের ক্লাবের ক্ষতি করছে। তাকে ছেড়ে দেওয়া জরুরি হয়ে পড়েছে।’
এই মুহূর্তে পিএসজিকে ক্লাবের কাতারে রাখতে নারাজ এই ফরাসি সাংবাদিক। চ্যাম্পিয়নস লিগে বিপর্যয়ের পরও ক্লাবের কোনো হেলদোল নেই জানিয়ে রিওলো বলেছেন, ‘পিএসজি এখন কোনো ক্লাবই না। এখানে কোনো একতা নেই। কোনো ভালো কোচ নেই। সভাপতিও এসব ব্যাপারে উদাসীন। এ রকম একটা বিপর্যয়ের পর সবার নড়েচড়ে বসা উচিত ছিল। কিন্তু সেরকম কোনো কিছুই দেখছি না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫