ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে যায় উন্মাদনা। এশিয়া কাপ হোক বা আইসিসি ইভেন্ট, এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে চলে প্রচুর আলাপ-আলোচনা। ক্রিকেট বিশ্লেষক, দেশি-বিদেশি সাবেক ক্রিকেটাররাও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে করেন নানা রকম মন্তব্য।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই এ বছর দুর্দান্ত পারফরম্যান্স করছে পাকিস্তান। নিউজিল্যান্ড ও আফগানিস্তান এই দুই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে এশিয়া কাপ খেলতে গিয়ে টুর্নামেন্টে পাকিস্তানের শুরু হয়েছে দারুণ। নেপালকে ২৩৮ রানে হারিয়েছেন বাবররা। দারুণ ছন্দে থাকা পাকিস্তানের আগামীকাল এশিয়া কাপে মুখোমুখি হবে ভারতের। ক্যান্ডিতে শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে পাকিস্তানের সমস্যা খুঁজে পেয়েছেন রমিজ রাজা। ভারতের বিপক্ষে ম্যাচে ফখরকে পাকিস্তানের একাদশে দেখতে চান না রমিজ।
২০২৩ সালে ফখর ওয়ানডেতে খেলেছেন ১২ ম্যাচ। ৫৩.৯০ গড়ে করেছেন ৫৯৩ রান। ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি করেছেন তিনি। তবে সর্বশেষ ৪ ম্যাচে করেছেন মাত্র ৭৩ রান। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে করেছেন ৫৯ রান। আর নেপালের বিপক্ষে এশিয়া কাপে করেছেন ১৪ রান। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা ফখর জামান। সে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ খেলেছে, তবে ভালো খেলতে পারিনি। তার শরীরী ভাষাও দুর্বল ও পাকিস্তানের ভালো একজন ওপেনার দরকার। ফখরকে নিয়ে পাকিস্তানের কাজ করা উচিত। আমার মতে, তাকে তাদের বিশ্রাম দেওয়া উচিত। পাকিস্তান অনেক সুযোগ তাকে দিয়েছে। তবে তার যে ফর্ম, তাতে ভারতের বিপক্ষে সুযোগ তার পাওয়া উচিত নয়।’
২০১২-১৩ সালেই সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ভারত-পাকিস্তানের। এর পর থেকে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছে ৮ ওয়ানডেতে। ৮ ওয়ানডের মধ্যে তিনবার চ্যাম্পিয়নস ট্রফিতে, দুবার বিশ্বকাপে ও এশিয়া কাপে ৩ ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত জিতেছে ৬ ম্যাচ ও ২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান জিতেছে ১৮০ রানে। আর ২০১৪ এশিয়া কাপে তারা জিতেছে ১ উইকেটে।
ভারত-পাকিস্তান ম্যাচ শুরুর আগেই শুরু হয়ে যায় উন্মাদনা। এশিয়া কাপ হোক বা আইসিসি ইভেন্ট, এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে চলে প্রচুর আলাপ-আলোচনা। ক্রিকেট বিশ্লেষক, দেশি-বিদেশি সাবেক ক্রিকেটাররাও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে করেন নানা রকম মন্তব্য।
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব বিভাগেই এ বছর দুর্দান্ত পারফরম্যান্স করছে পাকিস্তান। নিউজিল্যান্ড ও আফগানিস্তান এই দুই দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে পাকিস্তান। ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে এশিয়া কাপ খেলতে গিয়ে টুর্নামেন্টে পাকিস্তানের শুরু হয়েছে দারুণ। নেপালকে ২৩৮ রানে হারিয়েছেন বাবররা। দারুণ ছন্দে থাকা পাকিস্তানের আগামীকাল এশিয়া কাপে মুখোমুখি হবে ভারতের। ক্যান্ডিতে শুরু হতে যাওয়া এই ম্যাচের আগে পাকিস্তানের সমস্যা খুঁজে পেয়েছেন রমিজ রাজা। ভারতের বিপক্ষে ম্যাচে ফখরকে পাকিস্তানের একাদশে দেখতে চান না রমিজ।
২০২৩ সালে ফখর ওয়ানডেতে খেলেছেন ১২ ম্যাচ। ৫৩.৯০ গড়ে করেছেন ৫৯৩ রান। ওয়ানডেতে হ্যাটট্রিক সেঞ্চুরি করেছেন তিনি। তবে সর্বশেষ ৪ ম্যাচে করেছেন মাত্র ৭৩ রান। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজে করেছেন ৫৯ রান। আর নেপালের বিপক্ষে এশিয়া কাপে করেছেন ১৪ রান। সেট হয়েও ইনিংস বড় করতে পারেননি পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার। নিজের ইউটিউব চ্যানেলে রমিজ বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা ফখর জামান। সে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ খেলেছে, তবে ভালো খেলতে পারিনি। তার শরীরী ভাষাও দুর্বল ও পাকিস্তানের ভালো একজন ওপেনার দরকার। ফখরকে নিয়ে পাকিস্তানের কাজ করা উচিত। আমার মতে, তাকে তাদের বিশ্রাম দেওয়া উচিত। পাকিস্তান অনেক সুযোগ তাকে দিয়েছে। তবে তার যে ফর্ম, তাতে ভারতের বিপক্ষে সুযোগ তার পাওয়া উচিত নয়।’
২০১২-১৩ সালেই সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ভারত-পাকিস্তানের। এর পর থেকে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুখোমুখি হয়েছে ৮ ওয়ানডেতে। ৮ ওয়ানডের মধ্যে তিনবার চ্যাম্পিয়নস ট্রফিতে, দুবার বিশ্বকাপে ও এশিয়া কাপে ৩ ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত জিতেছে ৬ ম্যাচ ও ২ ম্যাচ জিতেছে পাকিস্তান। ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান জিতেছে ১৮০ রানে। আর ২০১৪ এশিয়া কাপে তারা জিতেছে ১ উইকেটে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫