৮ সংখ্যাটি স্টুয়ার্ট ব্রডের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত। জার্সি নম্বর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ৮ সংখ্যাটির সঙ্গে জড়িয়ে আছেন তিনি। ইংল্যান্ডের এই পেসারকে ‘মিস্টার এইট’ বললেও ভুল বলা হবে না। ব্রডের ৮ সংখ্যা নিয়ে জেনে নেওয়া যাক মজার কিছু তথ্য।
জার্সি নম্বর: ইংল্যান্ড দলে ব্রডের জার্সি নম্বর ৮। ২০১৯ অ্যাশেজ থেকে এই জার্সি পরে খেলেছেন তিনি।
প্রথম ও শেষ ইনিংস: আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ও শেষ দুই ইনিংসেই ৮ রান করেছেন ব্রড। দুটোতেই অপরাজিত ছিলেন ইংলিশ এই ব্যাটার। ২০০৬ সালে ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রডের। তবে এই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ হয়নি তাঁর। কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১১ বলে ৮ রান করেন। আর গতকাল লন্ডনের ওভালে ক্যারিয়ারের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ বলে করেন ৮ রান, যার মধ্যে ছিল একটি ছক্কা।
ক্যারিয়ার সেরা বোলিং: আন্তর্জাতিক ক্রিকেটে ব্রড সেরা বোলিং করেছেন ২০১৫ অ্যাশেজে। নটিংহামের ট্রেন্ট ব্রিজে ১৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। এই টেস্ট ম্যাচও হয়েছিল আগস্ট মাসে।
ফিফটি ও ডাক: আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ ফিফটি করেছেন ব্রড। যার মধ্যে সর্বোচ্চ ৮ ফিফটিই করেছেন ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে। এই পজিশনে ব্যাটিংয়ে নেমে ৮ ইনিংসে ডাকও মেরেছিলেন তিনি।
অধিনায়ক: আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন ভিন্ন ৮ অধিনায়কের অধীনে খেলেছেন ব্রড। অ্যান্ড্রু স্ট্রসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলে অভিষেক হয় ব্রডের। স্ট্রসের পাশাপাশি মাইকেল ভন, পল কলিংউড, কেভিন পিটারসেন, অ্যালিস্টার কুক, এউইন মরগান, জো রুট, বেন স্টোকস-তাঁদের নেতৃত্বে খেলেছেন ব্রড। সবচেয়ে বেশি ৮৫ ম্যাচ খেলেছেন কুকের অধিনায়কত্বে। আর স্টোকসের নেতৃত্বাধীন দলে গত এক বছরে ব্রড খেলেছেন ১৫ ম্যাচ। ব্রড নিজেও ৩০ ম্যাচ অধিনায়কত্ব করেছেন।
উইকেট: আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৪ ম্যাচ খেলে ৮৪৫ উইকেট নিয়েছেন ব্রড। ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। ৮৪৫ উইকেটের মধ্যে ৬০২ উইকেটই ইংল্যান্ডের এই পেসার নিয়েছেন টেস্টে।
৮ সংখ্যাটি স্টুয়ার্ট ব্রডের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িত। জার্সি নম্বর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ৮ সংখ্যাটির সঙ্গে জড়িয়ে আছেন তিনি। ইংল্যান্ডের এই পেসারকে ‘মিস্টার এইট’ বললেও ভুল বলা হবে না। ব্রডের ৮ সংখ্যা নিয়ে জেনে নেওয়া যাক মজার কিছু তথ্য।
জার্সি নম্বর: ইংল্যান্ড দলে ব্রডের জার্সি নম্বর ৮। ২০১৯ অ্যাশেজ থেকে এই জার্সি পরে খেলেছেন তিনি।
প্রথম ও শেষ ইনিংস: আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম ও শেষ দুই ইনিংসেই ৮ রান করেছেন ব্রড। দুটোতেই অপরাজিত ছিলেন ইংলিশ এই ব্যাটার। ২০০৬ সালে ব্রিস্টলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ব্রডের। তবে এই ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ হয়নি তাঁর। কার্ডিফে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১১ বলে ৮ রান করেন। আর গতকাল লন্ডনের ওভালে ক্যারিয়ারের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ বলে করেন ৮ রান, যার মধ্যে ছিল একটি ছক্কা।
ক্যারিয়ার সেরা বোলিং: আন্তর্জাতিক ক্রিকেটে ব্রড সেরা বোলিং করেছেন ২০১৫ অ্যাশেজে। নটিংহামের ট্রেন্ট ব্রিজে ১৫ রান দিয়ে ৮ উইকেট নিয়েছেন তিনি। এই টেস্ট ম্যাচও হয়েছিল আগস্ট মাসে।
ফিফটি ও ডাক: আন্তর্জাতিক ক্রিকেটে ১৩ ফিফটি করেছেন ব্রড। যার মধ্যে সর্বোচ্চ ৮ ফিফটিই করেছেন ৮ নম্বরে ব্যাটিংয়ে নেমে। এই পজিশনে ব্যাটিংয়ে নেমে ৮ ইনিংসে ডাকও মেরেছিলেন তিনি।
অধিনায়ক: আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন ভিন্ন ৮ অধিনায়কের অধীনে খেলেছেন ব্রড। অ্যান্ড্রু স্ট্রসের নেতৃত্বাধীন ইংল্যান্ড দলে অভিষেক হয় ব্রডের। স্ট্রসের পাশাপাশি মাইকেল ভন, পল কলিংউড, কেভিন পিটারসেন, অ্যালিস্টার কুক, এউইন মরগান, জো রুট, বেন স্টোকস-তাঁদের নেতৃত্বে খেলেছেন ব্রড। সবচেয়ে বেশি ৮৫ ম্যাচ খেলেছেন কুকের অধিনায়কত্বে। আর স্টোকসের নেতৃত্বাধীন দলে গত এক বছরে ব্রড খেলেছেন ১৫ ম্যাচ। ব্রড নিজেও ৩০ ম্যাচ অধিনায়কত্ব করেছেন।
উইকেট: আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪৪ ম্যাচ খেলে ৮৪৫ উইকেট নিয়েছেন ব্রড। ইংল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৮০০ বা তার বেশি উইকেট নিয়েছেন। ৮৪৫ উইকেটের মধ্যে ৬০২ উইকেটই ইংল্যান্ডের এই পেসার নিয়েছেন টেস্টে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫