সামাজিক মাধ্যমে ইদানীং একটু বেশিই সরব আহমেদ শেহজাদ। বেশির ভাগ পোস্টেই তিনি পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে সমালোচনা করেন। ব্যঙ্গ-বিদ্রুপ তো সঙ্গে থাকেই। এবার তিনি (শেহজাদ) পোস্ট করলেন টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া কামরান গুলামকে নিয়ে।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা গুলামকে একের পর এক দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তান একবার নিচ্ছিল, আবার দল থেকে বের করে দিচ্ছিল। সেই গুলাম সুযোগের সদ্ব্যবহার কী দারুণভাবেই না করলেন। মুলতানে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন। ১৯২ বলে তিন অঙ্ক ছুঁয়ে দেখিয়ে দিয়েছেন, টেস্টে এভাবে মাটি কামড়ে পড়ে থাকলে রান করা যায়। গুলামকে নিয়ে শেহজাদ গত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘ঘরোয়া প্রতিভাকে মূল্যায়ন করুন। হাতেনাতে ফল পাবেন।’ এই বাক্যের পর সেঞ্চুরির ইমোজি দিয়েছেন শেহজাদ। পাকিস্তানি এই ব্যাটার পরে লিখেছেন, ‘আমি এটা অনেক দিন ধরেই দেখানোর চেষ্টা করেছি।’
গুলামকে নিয়ে শেহজাদ যে পোস্ট করেছেন, সেখানে তাঁরই (শেহজাদ) এক পোস্টের স্ক্রিনশট দেওয়া। স্ক্রিনশটে দেখা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে গুলামের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করায় তাঁকে নিয়ে প্রশংসামূলক পোস্ট। শেহজাদ স্ক্রিনশটটি পোস্ট করার পর ১৩ হাজারের বেশি রিঅ্যাকশন দেখা গেছে। মন্তব্য হয়েছে দেড় হাজারের বেশি। মন্তব্যের ঘরে শেহজাদকে নিয়ে নেটিজেনদের একের পর এক শ্লেষাত্মক কথা শোনা গেছে।
প্রথম টেস্টে অপ্রত্যাশিতভাবে পাকিস্তান ইনিংস ও ৪৭ রানে হেরে যায়। সিরিজে টিকে থাকার লড়াইয়ে মুলতানে গতকাল শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। স্বাগতিকেরা ১২৩.৩ ওভার ব্যাটিং করে ৩৬৬ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১১৮ রান করেন গুলাম। ২২৪ বলের ইনিংসে ১১ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। ইংল্যান্ডের সেরা বোলার জ্যাক লিচ নিয়েছেন ৪ উইকেট। ব্রাইডন কার্স, ম্যাথু পটস ও শোয়েব বশির নিয়েছেন ৩, ২ ও ১ উইকেট।
সামাজিক মাধ্যমে ইদানীং একটু বেশিই সরব আহমেদ শেহজাদ। বেশির ভাগ পোস্টেই তিনি পাকিস্তান ক্রিকেট দলকে নিয়ে সমালোচনা করেন। ব্যঙ্গ-বিদ্রুপ তো সঙ্গে থাকেই। এবার তিনি (শেহজাদ) পোস্ট করলেন টেস্ট অভিষেকে সেঞ্চুরি পাওয়া কামরান গুলামকে নিয়ে।
ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করা গুলামকে একের পর এক দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তান একবার নিচ্ছিল, আবার দল থেকে বের করে দিচ্ছিল। সেই গুলাম সুযোগের সদ্ব্যবহার কী দারুণভাবেই না করলেন। মুলতানে গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংসেই সেঞ্চুরির দেখা পেলেন। ১৯২ বলে তিন অঙ্ক ছুঁয়ে দেখিয়ে দিয়েছেন, টেস্টে এভাবে মাটি কামড়ে পড়ে থাকলে রান করা যায়। গুলামকে নিয়ে শেহজাদ গত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘ঘরোয়া প্রতিভাকে মূল্যায়ন করুন। হাতেনাতে ফল পাবেন।’ এই বাক্যের পর সেঞ্চুরির ইমোজি দিয়েছেন শেহজাদ। পাকিস্তানি এই ব্যাটার পরে লিখেছেন, ‘আমি এটা অনেক দিন ধরেই দেখানোর চেষ্টা করেছি।’
গুলামকে নিয়ে শেহজাদ যে পোস্ট করেছেন, সেখানে তাঁরই (শেহজাদ) এক পোস্টের স্ক্রিনশট দেওয়া। স্ক্রিনশটে দেখা গেছে, ইংল্যান্ডের বিপক্ষে গুলামের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করায় তাঁকে নিয়ে প্রশংসামূলক পোস্ট। শেহজাদ স্ক্রিনশটটি পোস্ট করার পর ১৩ হাজারের বেশি রিঅ্যাকশন দেখা গেছে। মন্তব্য হয়েছে দেড় হাজারের বেশি। মন্তব্যের ঘরে শেহজাদকে নিয়ে নেটিজেনদের একের পর এক শ্লেষাত্মক কথা শোনা গেছে।
প্রথম টেস্টে অপ্রত্যাশিতভাবে পাকিস্তান ইনিংস ও ৪৭ রানে হেরে যায়। সিরিজে টিকে থাকার লড়াইয়ে মুলতানে গতকাল শুরু হওয়া দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। স্বাগতিকেরা ১২৩.৩ ওভার ব্যাটিং করে ৩৬৬ রানে অলআউট হয়েছে। ইনিংস সর্বোচ্চ ১১৮ রান করেন গুলাম। ২২৪ বলের ইনিংসে ১১ চার ও ১ ছক্কা মেরেছেন তিনি। ইংল্যান্ডের সেরা বোলার জ্যাক লিচ নিয়েছেন ৪ উইকেট। ব্রাইডন কার্স, ম্যাথু পটস ও শোয়েব বশির নিয়েছেন ৩, ২ ও ১ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫