বিশ্বকাপের মাসের শুরুতেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছেন সন হিউয়েন-মিন। চোখে চোট পাওয়ার পর তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেও দলের সেরা তারকাকে রেখেই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ পাওলো বেন্টো।
মার্শেইয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই জানা গিয়েছিল সনের চোখে সার্জারি লাগবে। এ জন্য ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার বিশ্বকাপ মিস করবেন বলে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা এখনো রয়েছে। তবু তাঁকে রেখেই দল ঘোষণা করেছেন বেন্টো। দল ঘোষণার পর সনের চোটের বিষয়ে আপডেটও দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ।
সনকে দলে রাখলেও তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে বলে মনে করেন বেন্টো। তিনি বলেছেন, ‘আমরা সন ও টটেনহামের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করছি। তবে সে কবে দলের সঙ্গে অনুশীলন করবে সেই সময় ও দিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, তার সুস্থ হয়ে ওঠা ও স্বাচ্ছন্দ্য অনুভব করার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপের অন্য দল দুটি হচ্ছে ঘানা ও পর্তুগাল।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ একাদশ:
গোলরক্ষক: কিম সিউং-জিউ, সং বাম-কিউন, জো হাইয়ন-উ।
ডিফেন্ডার: কিম মিন-জ্যা, কিম ইয়ং-ওন, কোন কিউং-ওন, কিম মুন-ওয়ান, কিম জিন-সু, কিম ট্যা-ওয়ান, ইউন জং-জিউ, চো ইউ-মিন, হং চুল।
মিডফিল্ডার: ওন চ্যাং-হু, না স্যাং-হো, পাইক সিউং-হো, লি ক্যাং-ইন, লি জ্যা-সাং, জিওং উ-ইউং, ওয়াং ইন-বিওম, ওয়াং হি-চ্যান, সং মিন-কিউ, সন জুন-হো, না স্যাং-হো।
ফরোয়ার্ড: সং হিউয়েন-মিন, চো গিউ-সাং, ওয়াং উই-জো।
বিশ্বকাপের মাসের শুরুতেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছেন সন হিউয়েন-মিন। চোখে চোট পাওয়ার পর তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেও দলের সেরা তারকাকে রেখেই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ পাওলো বেন্টো।
মার্শেইয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই জানা গিয়েছিল সনের চোখে সার্জারি লাগবে। এ জন্য ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার বিশ্বকাপ মিস করবেন বলে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা এখনো রয়েছে। তবু তাঁকে রেখেই দল ঘোষণা করেছেন বেন্টো। দল ঘোষণার পর সনের চোটের বিষয়ে আপডেটও দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ।
সনকে দলে রাখলেও তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে বলে মনে করেন বেন্টো। তিনি বলেছেন, ‘আমরা সন ও টটেনহামের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করছি। তবে সে কবে দলের সঙ্গে অনুশীলন করবে সেই সময় ও দিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, তার সুস্থ হয়ে ওঠা ও স্বাচ্ছন্দ্য অনুভব করার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’
২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপের অন্য দল দুটি হচ্ছে ঘানা ও পর্তুগাল।
দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ একাদশ:
গোলরক্ষক: কিম সিউং-জিউ, সং বাম-কিউন, জো হাইয়ন-উ।
ডিফেন্ডার: কিম মিন-জ্যা, কিম ইয়ং-ওন, কোন কিউং-ওন, কিম মুন-ওয়ান, কিম জিন-সু, কিম ট্যা-ওয়ান, ইউন জং-জিউ, চো ইউ-মিন, হং চুল।
মিডফিল্ডার: ওন চ্যাং-হু, না স্যাং-হো, পাইক সিউং-হো, লি ক্যাং-ইন, লি জ্যা-সাং, জিওং উ-ইউং, ওয়াং ইন-বিওম, ওয়াং হি-চ্যান, সং মিন-কিউ, সন জুন-হো, না স্যাং-হো।
ফরোয়ার্ড: সং হিউয়েন-মিন, চো গিউ-সাং, ওয়াং উই-জো।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫