যে পথে হাঁটলেন ড্যারেন ব্রাভো, সে পথে অনেকেই হেঁটেছেন। সে পথের শেষে আলোর দেখা পাওয়ার নিশ্চয়তা না থাকলেও অভিমানেই সিদ্ধান্তটা নিয়েছেন ড্যারেন ব্রাভো—আপাতত জাতীয় দলে আর খেলবেন না!
নির্বাচকেরা তাঁকে উপেক্ষা করছেন, তবু আশায় থেকেছেন পরের বার হয়তো ডাক পাবেন। কিন্তু বারবার আশাহত হওয়ার পর সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন ব্রাভো। এ যেন উল্টো নির্বাচকদেরই তাঁর ‘না’ বলা! নিজের হতাশা আর দীর্ঘশ্বাসের কথা জানিয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে ৩৪ বছর বয়সী ব্যাটার লিখেছেন, ‘সময় নিয়ে ভাবলাম, ক্রিকেটার হিসেবে আমার পরের ধাপটা কী। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কাজটা কঠিন, সঠিকভাবে বললে নিজের সেরাটা দেওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য যে শক্তি, আবেগ, নিবেদন ও শৃঙ্খলা দরকার, সেটা ধরে রাখা অনেক কঠিন।’
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ‘সুপার ৫০’-তে ব্রাভোই সর্বোচ্চ রান সংগ্রাহক। গত চার বছর ধরেই ক্যারিবিয়ান ঘরোয়া ক্রিকেটে শীর্ষস্থানীয় পারফরমার তিনি। চার বছরে তার ব্যাটিং গড় ৯৬.২, ৬৫.০, ৪৮.০ ও ৮৩.২। তারপরও গত বছর ফেব্রুয়ারির পর জাতীয় দলের জার্সি তাঁর গায়ে উঠেনি। এবার আশায় ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ওয়ানডে সিরিজে দলে ফিরবেন। কিন্তু আশা পূরণ হয়নি। অভিমান, ক্ষোভ, হতাশায় তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত ব্রাভোর, ‘ (নির্বাচকদের পক্ষ থেকে) কোনো যোগাযোগ নেই, তাই খুবই বাজে অবস্থায় রয়েছি।...বিভিন্ন ফরম্যাটে তিনটা দল খেলছে। সেখানে ৪০-৪৫ জন খেলোয়াড় আছে। ঘরোয়া ক্রিকেটে খেলে ও রান করেও যদি তাদের মধ্যে থাকতে না পারি, তার মানে তারা আসলে আমাকে নিজ থেকেই বুঝে নিতে বলছে। আমি হাল ছাড়ছি না, কিন্তু আমি বিশ্বাস করি, কিছুদিনের জন্য সরে দাঁড়ানোই ভালো।’
ক্যারিবিয়ান সফরে ইংলিশরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ৩ ডিসেম্বর।
যে পথে হাঁটলেন ড্যারেন ব্রাভো, সে পথে অনেকেই হেঁটেছেন। সে পথের শেষে আলোর দেখা পাওয়ার নিশ্চয়তা না থাকলেও অভিমানেই সিদ্ধান্তটা নিয়েছেন ড্যারেন ব্রাভো—আপাতত জাতীয় দলে আর খেলবেন না!
নির্বাচকেরা তাঁকে উপেক্ষা করছেন, তবু আশায় থেকেছেন পরের বার হয়তো ডাক পাবেন। কিন্তু বারবার আশাহত হওয়ার পর সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে থাকারই সিদ্ধান্ত নিয়েছেন ব্রাভো। এ যেন উল্টো নির্বাচকদেরই তাঁর ‘না’ বলা! নিজের হতাশা আর দীর্ঘশ্বাসের কথা জানিয়ে এক ইনস্টাগ্রাম পোস্টে ৩৪ বছর বয়সী ব্যাটার লিখেছেন, ‘সময় নিয়ে ভাবলাম, ক্রিকেটার হিসেবে আমার পরের ধাপটা কী। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে কাজটা কঠিন, সঠিকভাবে বললে নিজের সেরাটা দেওয়া এবং আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য যে শক্তি, আবেগ, নিবেদন ও শৃঙ্খলা দরকার, সেটা ধরে রাখা অনেক কঠিন।’
ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ‘সুপার ৫০’-তে ব্রাভোই সর্বোচ্চ রান সংগ্রাহক। গত চার বছর ধরেই ক্যারিবিয়ান ঘরোয়া ক্রিকেটে শীর্ষস্থানীয় পারফরমার তিনি। চার বছরে তার ব্যাটিং গড় ৯৬.২, ৬৫.০, ৪৮.০ ও ৮৩.২। তারপরও গত বছর ফেব্রুয়ারির পর জাতীয় দলের জার্সি তাঁর গায়ে উঠেনি। এবার আশায় ছিলেন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ওয়ানডে সিরিজে দলে ফিরবেন। কিন্তু আশা পূরণ হয়নি। অভিমান, ক্ষোভ, হতাশায় তাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতির সিদ্ধান্ত ব্রাভোর, ‘ (নির্বাচকদের পক্ষ থেকে) কোনো যোগাযোগ নেই, তাই খুবই বাজে অবস্থায় রয়েছি।...বিভিন্ন ফরম্যাটে তিনটা দল খেলছে। সেখানে ৪০-৪৫ জন খেলোয়াড় আছে। ঘরোয়া ক্রিকেটে খেলে ও রান করেও যদি তাদের মধ্যে থাকতে না পারি, তার মানে তারা আসলে আমাকে নিজ থেকেই বুঝে নিতে বলছে। আমি হাল ছাড়ছি না, কিন্তু আমি বিশ্বাস করি, কিছুদিনের জন্য সরে দাঁড়ানোই ভালো।’
ক্যারিবিয়ান সফরে ইংলিশরা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলবে ৩ ডিসেম্বর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৩ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৩ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে