ক্রীড়া ডেস্ক
আইসিসির সভা স্থগিত হলো গতকালও। ফলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এদিনও। টুর্নামেন্ট নিয়ে আগে যে অনিশ্চয়তা ছিল, সেটি রয়েই গেল।
এর আগে ৫ ডিসেম্বর স্থগিত হয়েছিল আইসিসির সভা। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভার নতুন তারিখ পড়ায় আশা করা হয়েছিল, পরের সভায় চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু আগের মতো এদিনও সভা হয়নি, আসেনি সিদ্ধান্ত। মাঝখানে অবশ্য খবর বেরিয়েছিল, হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট আয়োজনে রাজি পাকিস্তান। টুর্নামেন্টের মোট ১৫ ম্যাচের ৫টি হবে পাকিস্তানের বাইরে আরব আমিরাতে। যার মধ্যে আছে গ্রুপ পর্বে ভারতের ৩ ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল।
পাকিস্তান অবশ্য শর্ত সাপেক্ষে চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনে রাজি হয়েছে। তাদের শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল, আগামী কয়েক বছরে আইসিসির বৈশ্বিক যেসব আসর বসবে, সেসবও হতে হবে হাইব্রিড মডেলে, যাতে ভারতে না গিয়ে পাকিস্তান টুর্নামেন্টে খেলতে পারে। কিন্তু পাকিস্তানের এমন শর্তে সাড়া দেয়নি ভারত। তাই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভীকে উদ্ধৃত করে ২৪১ নিউজএইচডি চ্যানেলের খবরে আইসিসির সভা স্থগিত হওয়ার তথ্য জানানো হয়েছে। লাহোরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রচেষ্টা এমন সিদ্ধান্তে পৌঁছানোর, যা পাকিস্তান এবং আন্তর্জাতিক ক্রিকেট উভয়ের জন্যই লাভজনক হবে।’
আইসিসির সভা স্থগিত হলো গতকালও। ফলে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি এদিনও। টুর্নামেন্ট নিয়ে আগে যে অনিশ্চয়তা ছিল, সেটি রয়েই গেল।
এর আগে ৫ ডিসেম্বর স্থগিত হয়েছিল আইসিসির সভা। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভার নতুন তারিখ পড়ায় আশা করা হয়েছিল, পরের সভায় চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে একটা সিদ্ধান্ত আসবে। কিন্তু আগের মতো এদিনও সভা হয়নি, আসেনি সিদ্ধান্ত। মাঝখানে অবশ্য খবর বেরিয়েছিল, হাইব্রিড মডেলেই টুর্নামেন্ট আয়োজনে রাজি পাকিস্তান। টুর্নামেন্টের মোট ১৫ ম্যাচের ৫টি হবে পাকিস্তানের বাইরে আরব আমিরাতে। যার মধ্যে আছে গ্রুপ পর্বে ভারতের ৩ ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল।
পাকিস্তান অবশ্য শর্ত সাপেক্ষে চ্যাম্পিয়নস ট্রফি হাইব্রিড মডেলে আয়োজনে রাজি হয়েছে। তাদের শর্তগুলোর মধ্যে অন্যতম ছিল, আগামী কয়েক বছরে আইসিসির বৈশ্বিক যেসব আসর বসবে, সেসবও হতে হবে হাইব্রিড মডেলে, যাতে ভারতে না গিয়ে পাকিস্তান টুর্নামেন্টে খেলতে পারে। কিন্তু পাকিস্তানের এমন শর্তে সাড়া দেয়নি ভারত। তাই চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভীকে উদ্ধৃত করে ২৪১ নিউজএইচডি চ্যানেলের খবরে আইসিসির সভা স্থগিত হওয়ার তথ্য জানানো হয়েছে। লাহোরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক প্রশ্নের জবাবে পিসিবি চেয়ারম্যান বলেন, ‘আমাদের প্রচেষ্টা এমন সিদ্ধান্তে পৌঁছানোর, যা পাকিস্তান এবং আন্তর্জাতিক ক্রিকেট উভয়ের জন্যই লাভজনক হবে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫