নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নির্বিষ বোলিংয়ের পর দায়িত্ব নিতে পারেননি ব্যাটাররা, ফাইনালে এমন পারফরম করে হতাশাই নিয়তি হওয়ার কথা। ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্ষেত্রে সেটিই ঘটল। আজ টুর্নামেন্টের ফাইনালে অ্যাডিডেল স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হাতছাড়া হলো তাদের।
ডিএক্সসি অ্যারেনায় টম ও’কনেলের ফিফটি, লিয়াম স্কট ও রায়ান কিংয়ের কার্যকর দুটি ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৭ উইকেটে ১৬৯ রান তোলে অ্যাডিলেড। জবাবে জর্ডান বাকিংহাম-টিম ওয়াকলিদের তোপেরমুখে ১৯.৫ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় বিসিবি এইচপি। ৯ দলের টুর্নামেন্ট রানার্সআপ হয়ে শেষ করল আকবর আলীর দল।
১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম। ওপেনিং জুটিতে দুজনে যোগ করেন ৩২ রান। পঞ্চম ওভারে ওয়াকলির শিকার হয়েছেন জিসান (১৮)। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন ফেরেন দ্রুত। ৩ রানে আউট হয়েছেন পেসার নোয়াহ ম্যাকফায়ডেনের বলে।
চতুর্থ উইকেটে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে জুটি বড় করার চেষ্টা করেন তামিম। তবে সেটি হতে দেননি অ্যাডিলেড পেসার বাকিংহাম। ৩৫ রানে তামিমকে ফিরিয়ে ভাঙেন ২৬ রানের জুটি। তারপর ধসে পড়ে ব্যাটিং অর্ডার। ১০ রানের মধ্যে এইচপি হারায় ৪ উইকেট। দ্রুত উইকেট হারানোয় কমে যায় রানের গতি।
শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ২১ ও রাকিবুল হাসান ১২ রান করলেও সেটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। অ্যাডিলেডের বোলারদের মধ্যে ওয়াকলি, ম্যাকফায়ডেন, স্কট, বাকিংহাম ও লয়েড পোপ ২টি করে উইকেট নিয়েছেন।
ফাইনালে টস জিতে অ্যাডিলেডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এইচপি অধিনায়ক আকবর। দ্বিতীয় ওভারেই রানআউটের ফাঁদে বিধ্বংসী ওপেনার জ্যাক উইন্টারকে (৪) ফেরায় তারা। দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে বড় স্কোরের ভিত গড়ে দেন হ্যারি মাথিয়াস ও টম ও’কনেল। ১০ম ওভারে মাথিয়াসকে (১৯) বোল্ড করে এইচপিকে ব্রেক-থ্র এনে দেন রাব্বি। ভাঙে ৫৯ রানের দ্বিতীয় উইকেট জুটি।
কনেল তুলে নেন দারুণ এক ফিফটি। ৩৩ বলে ২টি ছক্কা ও ৫টি চারে ৫৩ রান আসে তাঁর ব্যাট থেকে। অধিনায়ক স্কট ১৮ বলে ২টি করে ছক্কা ও চারে করেছেন ৩০ রান। শেষ দিকে কিং ১৯ বলে ৩৫ ও স্যাম রাহালি ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন। অ্যাডিলেড পায় ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর। এইচপির রিপন মন্ডল ৩৭ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।
নির্বিষ বোলিংয়ের পর দায়িত্ব নিতে পারেননি ব্যাটাররা, ফাইনালে এমন পারফরম করে হতাশাই নিয়তি হওয়ার কথা। ডারউইনে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দলের ক্ষেত্রে সেটিই ঘটল। আজ টুর্নামেন্টের ফাইনালে অ্যাডিডেল স্ট্রাইকার্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হাতছাড়া হলো তাদের।
ডিএক্সসি অ্যারেনায় টম ও’কনেলের ফিফটি, লিয়াম স্কট ও রায়ান কিংয়ের কার্যকর দুটি ইনিংসের সৌজন্যে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ৭ উইকেটে ১৬৯ রান তোলে অ্যাডিলেড। জবাবে জর্ডান বাকিংহাম-টিম ওয়াকলিদের তোপেরমুখে ১৯.৫ ওভারে ১৩৫ রানে গুটিয়ে যায় বিসিবি এইচপি। ৯ দলের টুর্নামেন্ট রানার্সআপ হয়ে শেষ করল আকবর আলীর দল।
১৭০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জিসান আলম। ওপেনিং জুটিতে দুজনে যোগ করেন ৩২ রান। পঞ্চম ওভারে ওয়াকলির শিকার হয়েছেন জিসান (১৮)। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন ফেরেন দ্রুত। ৩ রানে আউট হয়েছেন পেসার নোয়াহ ম্যাকফায়ডেনের বলে।
চতুর্থ উইকেটে আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে জুটি বড় করার চেষ্টা করেন তামিম। তবে সেটি হতে দেননি অ্যাডিলেড পেসার বাকিংহাম। ৩৫ রানে তামিমকে ফিরিয়ে ভাঙেন ২৬ রানের জুটি। তারপর ধসে পড়ে ব্যাটিং অর্ডার। ১০ রানের মধ্যে এইচপি হারায় ৪ উইকেট। দ্রুত উইকেট হারানোয় কমে যায় রানের গতি।
শেষ দিকে মাহফুজুর রহমান রাব্বি ২১ ও রাকিবুল হাসান ১২ রান করলেও সেটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। অ্যাডিলেডের বোলারদের মধ্যে ওয়াকলি, ম্যাকফায়ডেন, স্কট, বাকিংহাম ও লয়েড পোপ ২টি করে উইকেট নিয়েছেন।
ফাইনালে টস জিতে অ্যাডিলেডকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান এইচপি অধিনায়ক আকবর। দ্বিতীয় ওভারেই রানআউটের ফাঁদে বিধ্বংসী ওপেনার জ্যাক উইন্টারকে (৪) ফেরায় তারা। দ্বিতীয় উইকেটে শুরুর ধাক্কা সামলে বড় স্কোরের ভিত গড়ে দেন হ্যারি মাথিয়াস ও টম ও’কনেল। ১০ম ওভারে মাথিয়াসকে (১৯) বোল্ড করে এইচপিকে ব্রেক-থ্র এনে দেন রাব্বি। ভাঙে ৫৯ রানের দ্বিতীয় উইকেট জুটি।
কনেল তুলে নেন দারুণ এক ফিফটি। ৩৩ বলে ২টি ছক্কা ও ৫টি চারে ৫৩ রান আসে তাঁর ব্যাট থেকে। অধিনায়ক স্কট ১৮ বলে ২টি করে ছক্কা ও চারে করেছেন ৩০ রান। শেষ দিকে কিং ১৯ বলে ৩৫ ও স্যাম রাহালি ১৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন। অ্যাডিলেড পায় ১৬৯ রানের চ্যালেঞ্জিং স্কোর। এইচপির রিপন মন্ডল ৩৭ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫