গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সেবার কিউইদের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল অজিরা। এবার সুপার টুয়েলভের শুরুতেই মুখোমুখি প্রতিবেশী দুই দেশ। তাতে যেন ফাইনালে হারের প্রতিশোধই তুলল ব্ল্যাক ক্যাপরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু হলো নিউজিল্যান্ডের।
আজ দিনের প্রথম ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজিদের ৮৯ রানে হারিয়েছে কিউইরা। তাতে ২০১১ এর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে প্রথম জয় পেয়েছে নিউজিল্যান্ড। এছাড়া বিশ্বকাপে টি-টোয়েন্টির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান ব্যবধানে জিতল তারা।
২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারের প্রথম বলে ওপেনার ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন টিম সাউদি। ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন মিচেল মার্শ। দ্বিতীয় উইকেটে ১৭ বলে ২৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন অ্যারন ফিঞ্চ-মার্শ। তবে ফিঞ্চের বিদায়ের পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। যার মধ্যে গ্লেন ফিলিপস অসাধারণ একটি ক্যাচ ধরেছেন। নবম ওভারের তৃতীয় বলে মিচেল স্যান্টনারকে তুলে মেরেছিলেন স্টয়নিস। ডিপ কাভার থেকে দৌড়ে এসে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন ফিলিপস।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে ব্যাটিং করেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ম্যাক্সি’কে বোল্ড করে অস্ট্রেলিয়াকে জয় থেকে অনেকটা ছিটকে দেন ইশ সোধি। ১৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে টি-টোয়েন্টিতে এটি তাদের সর্বনিম্ন স্কোর। আগেরটি ছিল ১২৭, পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালে।
অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৮ রান করেন ম্যাক্সওয়েল। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন স্যান্টনার। ম্যাচসেরা হয়েছেন ডেভন কনওয়ে। ৫৮ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি এবং গ্লাভস হাতে নিয়েছেন দুটি ক্যাচ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চ। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করে নিউজিল্যান্ড। জিমি নিশামের শেষ বলের ছক্কায় নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান করে কিউইরা। সর্বোচ্চ রানের ইনিংসটি আসে কনওয়ের ব্যাট থেকে। ওপেনার ফিন অ্যালেন ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন জস হ্যাজলউড।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। সেবার কিউইদের হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছিল অজিরা। এবার সুপার টুয়েলভের শুরুতেই মুখোমুখি প্রতিবেশী দুই দেশ। তাতে যেন ফাইনালে হারের প্রতিশোধই তুলল ব্ল্যাক ক্যাপরা। স্বাগতিক অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু হলো নিউজিল্যান্ডের।
আজ দিনের প্রথম ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে অজিদের ৮৯ রানে হারিয়েছে কিউইরা। তাতে ২০১১ এর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাঠে প্রথম জয় পেয়েছে নিউজিল্যান্ড। এছাড়া বিশ্বকাপে টি-টোয়েন্টির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রান ব্যবধানে জিতল তারা।
২০১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৫ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারের প্রথম বলে ওপেনার ডেভিড ওয়ার্নারকে বোল্ড করেন টিম সাউদি। ওয়ার্নারের বিদায়ের পর উইকেটে আসেন মিচেল মার্শ। দ্বিতীয় উইকেটে ১৭ বলে ২৫ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন অ্যারন ফিঞ্চ-মার্শ। তবে ফিঞ্চের বিদায়ের পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকেরা। যার মধ্যে গ্লেন ফিলিপস অসাধারণ একটি ক্যাচ ধরেছেন। নবম ওভারের তৃতীয় বলে মিচেল স্যান্টনারকে তুলে মেরেছিলেন স্টয়নিস। ডিপ কাভার থেকে দৌড়ে এসে নিজেকে হাওয়ায় ভাসিয়ে দুর্দান্ত ক্যাচ ধরেন ফিলিপস।
সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে এক প্রান্ত আগলে ব্যাটিং করেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে ম্যাক্সি’কে বোল্ড করে অস্ট্রেলিয়াকে জয় থেকে অনেকটা ছিটকে দেন ইশ সোধি। ১৭.১ ওভারে ১১১ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে টি-টোয়েন্টিতে এটি তাদের সর্বনিম্ন স্কোর। আগেরটি ছিল ১২৭, পাকিস্তানের বিপক্ষে ২০১০ সালে।
অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ২৮ রান করেন ম্যাক্সওয়েল। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন স্যান্টনার। ম্যাচসেরা হয়েছেন ডেভন কনওয়ে। ৫৮ বলে ৯২ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি এবং গ্লাভস হাতে নিয়েছেন দুটি ক্যাচ।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চ। আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং করে নিউজিল্যান্ড। জিমি নিশামের শেষ বলের ছক্কায় নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০০ রান করে কিউইরা। সর্বোচ্চ রানের ইনিংসটি আসে কনওয়ের ব্যাট থেকে। ওপেনার ফিন অ্যালেন ১৬ বলে ৪২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ দুই উইকেট নিয়েছেন জস হ্যাজলউড।
টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫