ক্রীড়া ডেস্ক
মাঝপথে বন্ধ, আবার একই দিনেই শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছিল পুনরায় শুরুর কথা। আজ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি।
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর এক সপ্তাহের জন্য স্থগিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফের শুরু হতে যাচ্ছে। পাকিস্তানও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। টুর্নামেন্টের বাকি আছে ৮ ম্যাচ। এই ম্যাচগুলো ১৭ থেকে ২৫ মে’র মধ্যে হবে। মঙ্গলবার নিজের এক্স হেন্ডেলে পোস্ট করে নাকভি বলেন, ‘পিএসএল যেখানে থেমেছিল সেখান থেকেই শুরু হবে। ক্রিকেটের চেতনার মধ্যে কোন ভীতি আর নেই। ১৭ মে থেকে ৮টা রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হোন। ফাইনাল হবে ২৫ মে।’
গত শুক্রবার ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বন্ধ হয়ে যায় পিএসএল। বিদেশি ক্রিকেটাররা পার করেন আতঙ্কের সময়। বিশেষ ব্যবস্থায় তাদের পাকিস্তান থেকে বের করা হয়। এর মধ্যে বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনও ছিলেন। পিএসএল ফের শুরু হলেও বিদেশি ক্রিকেটাররা সবাই খেলতে পাকিস্তানে যাবেন কি না তা নিশ্চিত নয়।
যুদ্ধ বিরতির পর ভারত-পাকিস্তানে আবারও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেশ দুটির সরকার। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, সরকার ও নিরাপত্তা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শের ভিত্তিতে বোর্ড মৌসুমের বাকি অংশ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে হবে, যার শুরু ১৭ মে ২০২৫ থেকে এবং ফাইনাল ৩ জুন হবে। সংশোধিত সময়সূচিতে রোববারে দুটি ম্যাচ থাকবে।’
নতুন সূচি অনুযায়ী, মোট ১৭টি ম্যাচ ৬টি শহরে হবে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই এবং আহমেদাবাদে। বাকি থাকা ১২টি লিগ পর্বের ম্যাচ ছাড়াও থাকবে প্লে-অফ ও ফাইনাল। প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু পরে ঘোষণা করা হবে।
মাঝপথে বন্ধ, আবার একই দিনেই শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ঘোষণা দিয়েছিল পুনরায় শুরুর কথা। আজ ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১৭ মে থেকে আবার মাঠে গড়াবে টুর্নামেন্ট দুটি।
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর এক সপ্তাহের জন্য স্থগিত হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফের শুরু হতে যাচ্ছে। পাকিস্তানও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছিল। টুর্নামেন্টের বাকি আছে ৮ ম্যাচ। এই ম্যাচগুলো ১৭ থেকে ২৫ মে’র মধ্যে হবে। মঙ্গলবার নিজের এক্স হেন্ডেলে পোস্ট করে নাকভি বলেন, ‘পিএসএল যেখানে থেমেছিল সেখান থেকেই শুরু হবে। ক্রিকেটের চেতনার মধ্যে কোন ভীতি আর নেই। ১৭ মে থেকে ৮টা রোমাঞ্চকর ম্যাচের জন্য প্রস্তুত হোন। ফাইনাল হবে ২৫ মে।’
গত শুক্রবার ভারত-পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তা শঙ্কায় বন্ধ হয়ে যায় পিএসএল। বিদেশি ক্রিকেটাররা পার করেন আতঙ্কের সময়। বিশেষ ব্যবস্থায় তাদের পাকিস্তান থেকে বের করা হয়। এর মধ্যে বাংলাদেশের নাহিদ রানা ও রিশাদ হোসেনও ছিলেন। পিএসএল ফের শুরু হলেও বিদেশি ক্রিকেটাররা সবাই খেলতে পাকিস্তানে যাবেন কি না তা নিশ্চিত নয়।
যুদ্ধ বিরতির পর ভারত-পাকিস্তানে আবারও টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় দেশ দুটির সরকার। বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, সরকার ও নিরাপত্তা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তৃত পরামর্শের ভিত্তিতে বোর্ড মৌসুমের বাকি অংশ চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মোট ১৭টি ম্যাচ ছয়টি ভেন্যুতে হবে, যার শুরু ১৭ মে ২০২৫ থেকে এবং ফাইনাল ৩ জুন হবে। সংশোধিত সময়সূচিতে রোববারে দুটি ম্যাচ থাকবে।’
নতুন সূচি অনুযায়ী, মোট ১৭টি ম্যাচ ৬টি শহরে হবে—বেঙ্গালুরু, জয়পুর, দিল্লি, লক্ষ্ণৌ, মুম্বাই এবং আহমেদাবাদে। বাকি থাকা ১২টি লিগ পর্বের ম্যাচ ছাড়াও থাকবে প্লে-অফ ও ফাইনাল। প্লে-অফ ম্যাচগুলোর ভেন্যু পরে ঘোষণা করা হবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে