মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হলেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলেন মোস্তাফিজ-তামিমরা।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তামিম ইকবালের দেড় শ ছাড়ানো ইনিংস। আর ১৬ মাস পর লাল হাতে নিয়েই মোস্তাফিজুর চমক। গতকাল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে নিজের প্রথম ওভারেই নিয়েছেন দুই উইকেট। পরে নিয়েছেন আরও একটি। মোস্তাফিজ ছাড়া ইবাদত হোসেনও নিয়েছেন ৩ উইকেট। অন্য দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা পেয়েছেন ১টি করে উইকেট। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৫৯ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। জবাবে দিনের বাকি সময়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৪৭ রান।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছড়িয়েছে তামিম। দেড় শ ছাড়ানো এই ওপেনার শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত ছিলেন। বাকিদের মধ্যে নাজমুল হোসেন শান্তর ফিফটি বাদে আর কেউ খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রান তুলেছিল বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ইবাদত। এই পেসার বলেন, ‘আমরা তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড় শ রান করেছে এবং শান্ত পঞ্চাশ রান করেছে। বোলিংয়ের দিক থেকে আমরা সবাই ভালো বোলিং করেছি। ভালো শুরু হয়েছে। মোস্তাফিজ আজকে(গতকাল) যোগ দিয়েছে, প্রথম ওভারে দুই উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেট পেয়েছে। প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’
মূল লড়াইয়ে নামার আগে নিজেদের প্রস্তুতি ভালোভাবেই সেরে নিল বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটি ড্র হলেও নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলেন মোস্তাফিজ-তামিমরা।
প্রস্তুতি ম্যাচের বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি তামিম ইকবালের দেড় শ ছাড়ানো ইনিংস। আর ১৬ মাস পর লাল হাতে নিয়েই মোস্তাফিজুর চমক। গতকাল প্রস্তুতি ম্যাচের শেষ দিনে নিজের প্রথম ওভারেই নিয়েছেন দুই উইকেট। পরে নিয়েছেন আরও একটি। মোস্তাফিজ ছাড়া ইবাদত হোসেনও নিয়েছেন ৩ উইকেট। অন্য দুই পেসার খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা পেয়েছেন ১টি করে উইকেট। সবমিলিয়ে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ৩৫৯ রানের সংগ্রহ পায় উইন্ডিজ। জবাবে দিনের বাকি সময়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করেছে ১ উইকেটে ৪৭ রান।
এর আগে প্রথম ইনিংসে ব্যাট হাতে আলো ছড়িয়েছে তামিম। দেড় শ ছাড়ানো এই ওপেনার শেষ পর্যন্ত ১৬২ রানে অপরাজিত ছিলেন। বাকিদের মধ্যে নাজমুল হোসেন শান্তর ফিফটি বাদে আর কেউ খুব একটা সুবিধা করতে পারেননি। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রান তুলেছিল বাংলাদেশ।
প্রস্তুতি ম্যাচে দলের এমন পারফরম্যান্সে সন্তুষ্ট ইবাদত। এই পেসার বলেন, ‘আমরা তিন দিনের একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। সবার ভালোই প্রস্তুতি হয়েছে। আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে। তামিম ভাই দেড় শ রান করেছে এবং শান্ত পঞ্চাশ রান করেছে। বোলিংয়ের দিক থেকে আমরা সবাই ভালো বোলিং করেছি। ভালো শুরু হয়েছে। মোস্তাফিজ আজকে(গতকাল) যোগ দিয়েছে, প্রথম ওভারে দুই উইকেট। শেষ পর্যন্ত তিন উইকেট পেয়েছে। প্রস্তুতি হিসেবে এই তিন দিনের ম্যাচটা আমরা খুব উপভোগ করেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫