নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলছেন, তা-ও দক্ষিণ আফ্রিকায়। কিন্তু তাঁর ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় কোথায়? এক প্রান্তে উইকেট পড়ছে আর মাহমুদুল হাসান জয় দ্বিগুণ মনোবলে দক্ষিণ আফ্রিকান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ধৈর্যের পুরস্কারও পেয়ে গেছেন তিনি।
২৭৫ বলের ইনিংসে জয়কে টলাতে পারেননি প্রোটিয়া বোলাররা। প্রথম ফিফটি স্পর্শ করেন ১৭০ বলে। আগের দিন বাংলাদেশের ব্যাটারদের আতঙ্ক বনে যাওয়া অফ স্পিনার সাইমন হারমারকে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন। সেঞ্চুরির পথে দ্বিতীয় ফিফটি অবশ্য বেশ দ্রুতই করেছেন, ৯৯ বলে।
সেঞ্চুরির আগেই জয় অবশ্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে ছাড়িয়ে যান মুমিনুল হককে। ২০১৭ সালে সর্বশেষ সফরে পচেফস্ট্রুমে ৭৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করলেন জয়।
গত ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক জয়ের। দুঃস্বপ্নের অভিষেকটা চাইলে ভুলে যেতে চাইবেন তিনি। শূন্য রানেই আউট হয়েছিলেন, পরের ইনিংসেও ৬ রানের বেশি করতে পারেননি। তবে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রথম ইনিংসে ৭৮ রানের পরিণত ইনিংস খেলেন জয়। চোটে পড়ে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে না পারলেও মাউন্ট মঙ্গানুইয়ে যেখান থেকে শেষ করেছিলেন ডারবানে শুরুটা সেখান থেকে।
জয়ের ব্যাটেই ডারবানে এখনো টিকে আছে বাংলাদেশ। শুরুটা সাদমান ইসলামের সঙ্গে ২৫ রানের ওপেনিং জুটি দিয়ে। সর্বোচ্চ জুটি ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৮২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে বাংলাদেশ।
ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলছেন, তা-ও দক্ষিণ আফ্রিকায়। কিন্তু তাঁর ব্যাটিং দেখে সেটা বোঝার উপায় কোথায়? এক প্রান্তে উইকেট পড়ছে আর মাহমুদুল হাসান জয় দ্বিগুণ মনোবলে দক্ষিণ আফ্রিকান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ধৈর্যের পুরস্কারও পেয়ে গেছেন তিনি।
২৭৫ বলের ইনিংসে জয়কে টলাতে পারেননি প্রোটিয়া বোলাররা। প্রথম ফিফটি স্পর্শ করেন ১৭০ বলে। আগের দিন বাংলাদেশের ব্যাটারদের আতঙ্ক বনে যাওয়া অফ স্পিনার সাইমন হারমারকে দারুণ এক স্ট্রেইট ড্রাইভে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পূর্ণ করেন। সেঞ্চুরির পথে দ্বিতীয় ফিফটি অবশ্য বেশ দ্রুতই করেছেন, ৯৯ বলে।
সেঞ্চুরির আগেই জয় অবশ্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে ছাড়িয়ে যান মুমিনুল হককে। ২০১৭ সালে সর্বশেষ সফরে পচেফস্ট্রুমে ৭৭ রানের ইনিংস খেলেন বাংলাদেশ টেস্ট অধিনায়ক। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করলেন জয়।
গত ডিসেম্বরে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক জয়ের। দুঃস্বপ্নের অভিষেকটা চাইলে ভুলে যেতে চাইবেন তিনি। শূন্য রানেই আউট হয়েছিলেন, পরের ইনিংসেও ৬ রানের বেশি করতে পারেননি। তবে মাউন্ট মঙ্গানুইয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রথম ইনিংসে ৭৮ রানের পরিণত ইনিংস খেলেন জয়। চোটে পড়ে ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে না পারলেও মাউন্ট মঙ্গানুইয়ে যেখান থেকে শেষ করেছিলেন ডারবানে শুরুটা সেখান থেকে।
জয়ের ব্যাটেই ডারবানে এখনো টিকে আছে বাংলাদেশ। শুরুটা সাদমান ইসলামের সঙ্গে ২৫ রানের ওপেনিং জুটি দিয়ে। সর্বোচ্চ জুটি ষষ্ঠ উইকেটে লিটনের সঙ্গে ৮২ রান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করেছে বাংলাদেশ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫