ভারতীয় ক্রিকেট দলকে এখন প্রায় সময়ই নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। আরও একবার হার্দিকের কাঁধে উঠল ভারতীয় দলের দায়িত্ব। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। আর ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব তো বটেই, ওয়ানডে সিরিজের সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন হার্দিক। রোহিতের নেতৃত্বে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। চলতি বছর ওয়ানডেতে অফ ফর্মে ছিলেন ধাওয়ান। সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৬ গড় ও ৫১.৪২ স্ট্রাইকরেটে করেছেন ১৮ রান। চোটের কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে যাওয়া দীপক চাহারও নেই শ্রীলঙ্কা সিরিজে। দলে ফিরেছেন সঞ্জু স্যামসন ও আর্শদীপ সিং।
অন্যদিকে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শিভম মাভি ও মুকেশ কুমার। বিরাট কোহলি, লোকেশ রাহুলের কেউই নেই টি-টোয়েন্টি দলে। আর হাঁটুর চোট থেকে এখনো সেরে না ওঠায় রবীন্দ্র জাদেজা নেই কোনো সিরিজে। ঋষভ পন্তকেও ওয়ানডে, টি-টোয়েন্টির কোনো দলেই রাখা হয়নি।
জানুয়ারিতে ভারত-শ্রীলঙ্কা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ৩ জানুয়ারি ওয়াংখেড়েতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ ও ৭ জানুয়ারি পুনে ও রাজকোটে হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। ১০, ১২ ও ১৫ জানুয়ারি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গৌহাটি, কলকাতা ও তিরুবন্তপুরমে হবে ওয়ানডে তিনটি।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের দল:
টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিক, শিভম মাভি, মুকেশ কুমার
ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শুভমন গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, উমরান মালিক, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ
ভারতীয় ক্রিকেট দলকে এখন প্রায় সময়ই নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। আরও একবার হার্দিকের কাঁধে উঠল ভারতীয় দলের দায়িত্ব। জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন এই অলরাউন্ডার। আর ওয়ানডে দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।
টি-টোয়েন্টির অধিনায়কত্ব তো বটেই, ওয়ানডে সিরিজের সহ-অধিনায়কের দায়িত্বও পেয়েছেন হার্দিক। রোহিতের নেতৃত্বে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শিখর ধাওয়ান। চলতি বছর ওয়ানডেতে অফ ফর্মে ছিলেন ধাওয়ান। সদ্য সমাপ্ত বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৬ গড় ও ৫১.৪২ স্ট্রাইকরেটে করেছেন ১৮ রান। চোটের কারণে বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে যাওয়া দীপক চাহারও নেই শ্রীলঙ্কা সিরিজে। দলে ফিরেছেন সঞ্জু স্যামসন ও আর্শদীপ সিং।
অন্যদিকে টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন শিভম মাভি ও মুকেশ কুমার। বিরাট কোহলি, লোকেশ রাহুলের কেউই নেই টি-টোয়েন্টি দলে। আর হাঁটুর চোট থেকে এখনো সেরে না ওঠায় রবীন্দ্র জাদেজা নেই কোনো সিরিজে। ঋষভ পন্তকেও ওয়ানডে, টি-টোয়েন্টির কোনো দলেই রাখা হয়নি।
জানুয়ারিতে ভারত-শ্রীলঙ্কা তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ৩ জানুয়ারি ওয়াংখেড়েতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ৫ ও ৭ জানুয়ারি পুনে ও রাজকোটে হবে সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি। ১০, ১২ ও ১৫ জানুয়ারি হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। গৌহাটি, কলকাতা ও তিরুবন্তপুরমে হবে ওয়ানডে তিনটি।
শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের দল:
টি-টোয়েন্টি দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ইশান কিশান (উইকেটরক্ষক), রুতুরাজ গায়কোয়াড, শুভমন গিল, সূর্যকুমার যাদব (সহ অধিনায়ক), দীপক হুডা, রাহুল ত্রিপাঠি, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, হার্শাল প্যাটেল, উমরান মালিক, শিভম মাভি, মুকেশ কুমার
ওয়ানডে দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শুভমন গিল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, উমরান মালিক, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫