পাকিস্তান সিরিজ দিয়েই ফেরার ব্যাপারে আশার কথা শুনিয়েছিলেন বেন স্টোকস। শেষ পর্যন্ত সেটাই হলো। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন স্টোকস। অভিষেকের অপেক্ষায় থাকা আরও দুই ইংলিশ ক্রিকেটার যাচ্ছেন পাকিস্তানে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস। ১৭ সদস্যের দলে টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন ব্রাইডন কার্স ও জর্ডান কক্স। যেখানে ১৪ ওয়ানডে ও ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি—কার্স ইংল্যান্ডের জার্সিতে ১৭ ম্যাচ খেলেছেন। তবে কক্স এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
পেস আক্রমণে কার্সের সঙ্গে থাকছেন গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, জশ হাল ও ওলি স্টোন। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বিদেশে ম্যাচ খেলতে যাচ্ছেন হাল। লন্ডনের ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে পথচলা শুরু হয় হালের। অ্যাটকিনসন তো এরই মধ্যে টেস্টে রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন। এটা তিনি করেছেন লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে।
পাকিস্তান সিরিজ দিয়ে স্টোকসের পাশাপাশি ফিরেছেন জ্যাক ক্রলি, জ্যাক লিচ ও রেহান আহমেদ। যেখানে লিচ ও রেহান এ বছর ভারতের বিপক্ষে টেস্টের পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে আর কোনো ম্যাচই খেলেননি। ক্রলি লঙ্কানদের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজটা মিস করেছেন। স্পিন আক্রমণে পাকিস্তান সিরিজে লিচ, রেহানের সঙ্গে থাকছেন শোয়েব বশির। ব্যাটিং লাইনআপে জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রুকদের সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস ও স্টোকস। শ্রীলঙ্কা সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা ওলি পোপও পাকিস্তান সিরিজে আছেন। যেখানে স্টোকস চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে পারেননি।
৭ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। তবে ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ড দল
বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জর্ডান কক্স, জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, জ্যাক ক্রলি, ম্যাথু পটস, ওলি স্টোন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স ক্রিস ওকস, জেমি স্মিথ, জ্যাক লিচ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জশ হাল
পাকিস্তান সিরিজ দিয়েই ফেরার ব্যাপারে আশার কথা শুনিয়েছিলেন বেন স্টোকস। শেষ পর্যন্ত সেটাই হলো। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন স্টোকস। অভিষেকের অপেক্ষায় থাকা আরও দুই ইংলিশ ক্রিকেটার যাচ্ছেন পাকিস্তানে।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই সিরিজে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন স্টোকস। ১৭ সদস্যের দলে টেস্টে অভিষেকের অপেক্ষায় আছেন ব্রাইডন কার্স ও জর্ডান কক্স। যেখানে ১৪ ওয়ানডে ও ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি—কার্স ইংল্যান্ডের জার্সিতে ১৭ ম্যাচ খেলেছেন। তবে কক্স এখনো আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।
পেস আক্রমণে কার্সের সঙ্গে থাকছেন গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, জশ হাল ও ওলি স্টোন। যেখানে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বিদেশে ম্যাচ খেলতে যাচ্ছেন হাল। লন্ডনের ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টেস্ট দিয়ে ইংল্যান্ডের জার্সিতে পথচলা শুরু হয় হালের। অ্যাটকিনসন তো এরই মধ্যে টেস্টে রেকর্ড বই ওলট পালট করে দিয়েছেন। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটিকে সেঞ্চুরিতে পরিণত করেছেন। এটা তিনি করেছেন লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে।
পাকিস্তান সিরিজ দিয়ে স্টোকসের পাশাপাশি ফিরেছেন জ্যাক ক্রলি, জ্যাক লিচ ও রেহান আহমেদ। যেখানে লিচ ও রেহান এ বছর ভারতের বিপক্ষে টেস্টের পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে আর কোনো ম্যাচই খেলেননি। ক্রলি লঙ্কানদের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজটা মিস করেছেন। স্পিন আক্রমণে পাকিস্তান সিরিজে লিচ, রেহানের সঙ্গে থাকছেন শোয়েব বশির। ব্যাটিং লাইনআপে জো রুট, বেন ডাকেট, হ্যারি ব্রুকদের সঙ্গে থাকছেন দুই পেস বোলিং অলরাউন্ডার ক্রিস ওকস ও স্টোকস। শ্রীলঙ্কা সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে থাকা ওলি পোপও পাকিস্তান সিরিজে আছেন। যেখানে স্টোকস চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজটা খেলতে পারেননি।
৭ অক্টোবর শুরু হচ্ছে পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের অন্তর্ভুক্ত। তবে ভেন্যু নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ইংল্যান্ড দল
বেন স্টোকস (অধিনায়ক), ওলি পোপ, জর্ডান কক্স, জো রুট, শোয়েব বশির, বেন ডাকেট, জ্যাক ক্রলি, ম্যাথু পটস, ওলি স্টোন, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স ক্রিস ওকস, জেমি স্মিথ, জ্যাক লিচ, গাস অ্যাটকিনসন, রেহান আহমেদ, জশ হাল
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫