ক্রীড়া ডেস্ক
উইয়ান মুল্ডারের রেকর্ড অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলার টেস্টে দক্ষিণ আফ্রিকা যে জিতবে সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বুলাওয়ে টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ২৩৬ রানে জিতল সফরকারী প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬২৬/৫ (ডিক্লেয়ার) স্কোরের জবাবে টেস্টের দ্বিতীয় দিনেই ১৭০ রানে অলআউট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলোঅনে ব্যাট করে ১ উইকেট হারিয়ে তুলেছিল ৫১ রান। এদিনই পরিষ্কার হয়ে গিয়েছিল ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে জিম্বাবুয়ে। গতকাল দ্বিতীয় ইনিংসে ২২০ রান তুলে ইনিংস ও ২৩৬ রানে হেরেছে জিম্বাবুয়ে। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন নিক ওয়েলচ। ৪৯ রান আসে অধিনায়ক ক্রেগ আরভিনের ব্যাট থেকে।
বল হাতে সবচেয়ে সফল করবিন বোশ। ৩৮ রানে নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন সেনুরান মুতুসামি।
দক্ষিণ আফ্রিকার হয়ে এই টেস্টে হার না মানা ৩৬৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক উইয়ান মুল্ডার। টেস্টে নেতৃত্বের অভিষেকে ১৪৮ বছরের ইতিহাসে এটাই ছিল কোনো অধিনায়কের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইনিংস ঘোষণা না করে আরও কয়েক ওভার খেলা চালিয়ে গেলে হয়তো ব্রায়ান লারার সর্বোচ্চ ৪০০ রানের টেস্ট ইনিংসের রেকর্ডও ভেঙে দিতে পারতেন মুল্ডার। কিন্তু তাঁকে সম্মান দেখানোর জন্য লারার রেকর্ড ভাঙার কোনো চেষ্টাই করেননি মুল্ডার।
উইয়ান মুল্ডারের রেকর্ড অপরাজিত ৩৬৭ রানের ইনিংস খেলার টেস্টে দক্ষিণ আফ্রিকা যে জিতবে সেটা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। বুলাওয়ে টেস্টের তৃতীয় দিনেই ইনিংস ও ২৩৬ রানে জিতল সফরকারী প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৬২৬/৫ (ডিক্লেয়ার) স্কোরের জবাবে টেস্টের দ্বিতীয় দিনেই ১৭০ রানে অলআউট হয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। ৪৫৬ রানে পিছিয়ে ফলোঅনে ব্যাট করে ১ উইকেট হারিয়ে তুলেছিল ৫১ রান। এদিনই পরিষ্কার হয়ে গিয়েছিল ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে জিম্বাবুয়ে। গতকাল দ্বিতীয় ইনিংসে ২২০ রান তুলে ইনিংস ও ২৩৬ রানে হেরেছে জিম্বাবুয়ে। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেন নিক ওয়েলচ। ৪৯ রান আসে অধিনায়ক ক্রেগ আরভিনের ব্যাট থেকে।
বল হাতে সবচেয়ে সফল করবিন বোশ। ৩৮ রানে নিয়েছেন ৪ উইকেট। ৩টি উইকেট নিয়েছেন সেনুরান মুতুসামি।
দক্ষিণ আফ্রিকার হয়ে এই টেস্টে হার না মানা ৩৬৭ রানের ইনিংস খেলেন অধিনায়ক উইয়ান মুল্ডার। টেস্টে নেতৃত্বের অভিষেকে ১৪৮ বছরের ইতিহাসে এটাই ছিল কোনো অধিনায়কের প্রথম ট্রিপল সেঞ্চুরি। ইনিংস ঘোষণা না করে আরও কয়েক ওভার খেলা চালিয়ে গেলে হয়তো ব্রায়ান লারার সর্বোচ্চ ৪০০ রানের টেস্ট ইনিংসের রেকর্ডও ভেঙে দিতে পারতেন মুল্ডার। কিন্তু তাঁকে সম্মান দেখানোর জন্য লারার রেকর্ড ভাঙার কোনো চেষ্টাই করেননি মুল্ডার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫