ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের প্রথম দিনে আজ সাকিব আল হাসান অবিক্রীত থাকলেও দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
এবারের বিপিএলেও মুস্তাফিজ আছেন দারুণ ছন্দে। টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৭২ করে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসে খেলেছেন মোস্তাফিজ। হায়দরাবাদে মোস্থাফিজের সতীর্থ ডেভিড ওয়ার্নারকেও এবার দলে ভিড়িয়েছে দিল্লি।
আইপিএলে দিল্লির কোচ অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং নিলাম থেকে ওয়ার্নারের পাশাপাশি তারা দলে নেয় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ, ভারতীয় পেসার শার্দুল ঠাকুর, চায়নাম্যান বোলার কুলদিপ যাদবকে। আগের বছরের দল থেকে ধরে রাখে পৃথ্বী শ, রিশাভ পান্ত, আকসার প্যাটেল ও দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আনরিক নরকিয়াকে।
প্রথম দিনের নিলামে বিদেশি স্পিনারদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। স্পিনারদের মধ্যে দল পাননি ইমরান তাহির, আদিল রশিদ, মুজিব উর রহমান, অ্যাডাম জাম্পা। দল পাননি স্টিভেন স্মিথ, সুরেশ রায়ানারাও। এদিন নিলামে ১০ কোটি রুপি ছাড়িয়েছে ৯ ক্রিকেটার। এর মধ্যে ৬ জনই ভারতীয়—ইশান কিষাণকে ১৫.২৫ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স, দীপক চাহারকে ১৪ কোটি রুপিতে চেন্নাই, শ্রেয়াস আইয়ারকে ১২.২৫ কোটি রুপিতে কলকাতা, শার্দুল ঠাকুরকে ১০.৭৫ কোটি রুপিতে দিল্লি, হার্ষাল প্যাটেল ১০.৭৫ কোটিতে বেঙ্গালুরু ও প্রসিধ কৃষ্ণা ১০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের প্রথম দিনে আজ সাকিব আল হাসান অবিক্রীত থাকলেও দল পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই মোস্তাফিজকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস।
এবারের বিপিএলেও মুস্তাফিজ আছেন দারুণ ছন্দে। টুর্নামেন্টের এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ৮ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। ওভারপ্রতি রান দিয়েছেন ৬.৭২ করে। এর আগে সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসে খেলেছেন মোস্তাফিজ। হায়দরাবাদে মোস্থাফিজের সতীর্থ ডেভিড ওয়ার্নারকেও এবার দলে ভিড়িয়েছে দিল্লি।
আইপিএলে দিল্লির কোচ অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিং নিলাম থেকে ওয়ার্নারের পাশাপাশি তারা দলে নেয় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ, ভারতীয় পেসার শার্দুল ঠাকুর, চায়নাম্যান বোলার কুলদিপ যাদবকে। আগের বছরের দল থেকে ধরে রাখে পৃথ্বী শ, রিশাভ পান্ত, আকসার প্যাটেল ও দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার আনরিক নরকিয়াকে।
প্রথম দিনের নিলামে বিদেশি স্পিনারদের প্রতি আগ্রহ দেখায়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। স্পিনারদের মধ্যে দল পাননি ইমরান তাহির, আদিল রশিদ, মুজিব উর রহমান, অ্যাডাম জাম্পা। দল পাননি স্টিভেন স্মিথ, সুরেশ রায়ানারাও। এদিন নিলামে ১০ কোটি রুপি ছাড়িয়েছে ৯ ক্রিকেটার। এর মধ্যে ৬ জনই ভারতীয়—ইশান কিষাণকে ১৫.২৫ কোটি রুপিতে মুম্বাই ইন্ডিয়ান্স, দীপক চাহারকে ১৪ কোটি রুপিতে চেন্নাই, শ্রেয়াস আইয়ারকে ১২.২৫ কোটি রুপিতে কলকাতা, শার্দুল ঠাকুরকে ১০.৭৫ কোটি রুপিতে দিল্লি, হার্ষাল প্যাটেল ১০.৭৫ কোটিতে বেঙ্গালুরু ও প্রসিধ কৃষ্ণা ১০ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫