গত পরশু রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একগাদা রেকর্ড করেছে পাকিস্তান। তবু এই ম্যাচ নিয়ে অসন্তুষ্ট কামরান আকমল। এমন রেকর্ডের ম্যাচের পরও পাকিস্তানকে খোচা দিয়েছেন দলের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৫ উইকেটে করেছিল ৩৩৬ রান। ৩৩৭ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ বল হাতে রেখে ৭ উইকেটের জয পাকিস্তান। যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই ম্যাচে ১৪৪ বলে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। ওয়ানডেতে ৬৭ ইনিংসে ৩০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্বের ১২ তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিকও করেছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার। তবে এই ম্যাচে পাকিস্তানের একাদশে শাহিন শাহ আফ্রিদি না থাকা কৌশলগত ভুল ছিল বলে মনে করেন আকমল। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তান বিশ্রাম দিয়েছে, যা ছিল কৌশলগত ভুল। সামনে আমাদের বিশ্বকাপ। এই সময় তার ৫০ ওভারের সংস্করণ অবশ্যই খেলা উচিত। তাহলে সে তার ছন্দ ফিরে পাবে এবং গতিও বাড়বে। পাকিস্তান দলের এটাই এখন দরকার।’
ওয়ানডে সিরিজের আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে শাহিন পাঁচ ম্যাচ খেললেও নাসিম খেলেছেন এক ম্যাচ। এরপর নাসিম দুটো ওয়ানডেতেই ভালো বোলিং করেছেন। নাসিমের মতো শাহিনকেও টি-টোয়েন্টি সিরিজে খেলানো যেত বলে মনে করেন আকমল। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারের ভাষ্য, ‘তার ওয়ার্কলোড আরও ভালোভাবে ব্যবস্থা করা যেত। শাহিনকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া উচিত ছিল। কিন্তু তারা পাঁচ ম্যাচের সব কটিতেই খেলিয়েছে। বিপরীতে তারা নাসিম শাহকে বিশ্রাম দিয়ে খেলিয়েছিল। তার ফল এখন সে (নাসিম) পাচ্ছে।’
গত পরশু রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একগাদা রেকর্ড করেছে পাকিস্তান। তবু এই ম্যাচ নিয়ে অসন্তুষ্ট কামরান আকমল। এমন রেকর্ডের ম্যাচের পরও পাকিস্তানকে খোচা দিয়েছেন দলের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার।
দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড ৫ উইকেটে করেছিল ৩৩৬ রান। ৩৩৭ এর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১০ বল হাতে রেখে ৭ উইকেটের জয পাকিস্তান। যা পাকিস্তানের ওয়ানডে ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়। এই ম্যাচে ১৪৪ বলে ১৮০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন ফখর জামান। ওয়ানডেতে ৬৭ ইনিংসে ৩০০০ রান করে পাকিস্তানের দ্রুততম ব্যাটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করেছেন তিনি। বিশ্বের ১২ তম ব্যাটার আর পাকিস্তানের চতুর্থ ব্যাটার হিসেবে ওয়ানডেতে সেঞ্চুরির হ্যাটট্রিকও করেছেন পাকিস্তানের এই বাঁহাতি ব্যাটার। তবে এই ম্যাচে পাকিস্তানের একাদশে শাহিন শাহ আফ্রিদি না থাকা কৌশলগত ভুল ছিল বলে মনে করেন আকমল। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘শাহিন শাহ আফ্রিদিকে পাকিস্তান বিশ্রাম দিয়েছে, যা ছিল কৌশলগত ভুল। সামনে আমাদের বিশ্বকাপ। এই সময় তার ৫০ ওভারের সংস্করণ অবশ্যই খেলা উচিত। তাহলে সে তার ছন্দ ফিরে পাবে এবং গতিও বাড়বে। পাকিস্তান দলের এটাই এখন দরকার।’
ওয়ানডে সিরিজের আগে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান-নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজে শাহিন পাঁচ ম্যাচ খেললেও নাসিম খেলেছেন এক ম্যাচ। এরপর নাসিম দুটো ওয়ানডেতেই ভালো বোলিং করেছেন। নাসিমের মতো শাহিনকেও টি-টোয়েন্টি সিরিজে খেলানো যেত বলে মনে করেন আকমল। পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক ব্যাটারের ভাষ্য, ‘তার ওয়ার্কলোড আরও ভালোভাবে ব্যবস্থা করা যেত। শাহিনকে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া উচিত ছিল। কিন্তু তারা পাঁচ ম্যাচের সব কটিতেই খেলিয়েছে। বিপরীতে তারা নাসিম শাহকে বিশ্রাম দিয়ে খেলিয়েছিল। তার ফল এখন সে (নাসিম) পাচ্ছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫