এশিয়া কাপ থেকে পাকিস্তান ছিটকে গিয়েছে গত বৃহস্পতিবার। তিন দিন পেরিয়ে আজ চলছে ফাইনাল। তবু বাবর আজমের দলকে নিয়ে আলোচনা যেন থামছেই না। পাকিস্তান দলের ড্রেসিংরুমে অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছে।
কলম্বোর প্রেমাদাসায় গত বৃহস্পতিবার শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ ছিল অলিখিত সেমিফাইনাল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একপর্যায়ে শ্রীলঙ্কার দরকার ছিল ২ বলে ৬ রান, হাতে ছিল ২ উইকেট। তখন বোলিং করছিলেন জামান খান ও ব্যাটিংয়ে চারিথ আসালাঙ্কা। এরপরই নাকি ড্রেসিংরুমে বাবর ও শাহিন শাহ আফ্রিদির মধ্যে কথা-কাটাকাটির গুঞ্জন শোনা যায়। জামানকে কাঁদিয়ে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন আসালাঙ্কা। পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ড্রেসিংরুমে বাবর সেদিন বলেন, ‘এভাবে চলতে দিলে তো হবে না। বিশ্বকাপ আমাদের শেষ সুযোগ।’ কথার একপর্যায়ে শাহিন বলেন, ‘যারা ব্যাটিং, বোলিং ভালো করেছে, তাদের প্রশংসা করুন।’ শাহিন কথার জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘কে পারফর্ম করছে, কে করছে না—সেটা তো আমি জানি।’
মঈন খান অবশ্য ভিন্ন সুরে কথা বলছেন। তাঁর মতে, পাকিস্তান দলকে মনে হচ্ছে একে অপরের থেকে বিচ্ছিন্ন। জিও টিভিতে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘পুরো টুর্নামেন্টে এটা আমরা দেখেছি। এ ব্যাপারে আমি আগেই বলেছি। কোনো খেলোয়াড়ই বাবরের কাছে যায়নি। রিজওয়ান কিংবা সহ-অধিনায়ক শাদাব, কেউই যায়নি বাবরের কাছে। মনে হয়েছে প্রত্যেকেই বিচ্ছিন্ন। তাদের মধ্যে কোনো একতা নেই।’
মঈনের নেতৃত্বে ২০০০ সালে এশিয়া কাপ জিতেছিল পাকিস্তান। একজন অধিনায়কের দায়িত্ব কেমন হওয়া উচিত, সে সম্পর্কে বলেছেন তিনি। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমি যদি অধিনায়ক হই আর আপনার পারফরম্যান্স যদি ভালো না হয়, তাহলে আমি আপনাকে বেশ শান্তভাবেই বলব যে আপনার থেকে আমার অনেক আশা রয়েছে। তবে আপনাকে আরও ভালো পারফর্ম করতে হবে। সতীর্থদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা বাবরের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
এশিয়া কাপ থেকে পাকিস্তান ছিটকে গিয়েছে গত বৃহস্পতিবার। তিন দিন পেরিয়ে আজ চলছে ফাইনাল। তবু বাবর আজমের দলকে নিয়ে আলোচনা যেন থামছেই না। পাকিস্তান দলের ড্রেসিংরুমে অসন্তোষের গুঞ্জন শোনা যাচ্ছে।
কলম্বোর প্রেমাদাসায় গত বৃহস্পতিবার শ্রীলঙ্কা-পাকিস্তান ম্যাচ ছিল অলিখিত সেমিফাইনাল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে একপর্যায়ে শ্রীলঙ্কার দরকার ছিল ২ বলে ৬ রান, হাতে ছিল ২ উইকেট। তখন বোলিং করছিলেন জামান খান ও ব্যাটিংয়ে চারিথ আসালাঙ্কা। এরপরই নাকি ড্রেসিংরুমে বাবর ও শাহিন শাহ আফ্রিদির মধ্যে কথা-কাটাকাটির গুঞ্জন শোনা যায়। জামানকে কাঁদিয়ে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন আসালাঙ্কা। পাকিস্তানের গণমাধ্যমের খবর অনুযায়ী, ড্রেসিংরুমে বাবর সেদিন বলেন, ‘এভাবে চলতে দিলে তো হবে না। বিশ্বকাপ আমাদের শেষ সুযোগ।’ কথার একপর্যায়ে শাহিন বলেন, ‘যারা ব্যাটিং, বোলিং ভালো করেছে, তাদের প্রশংসা করুন।’ শাহিন কথার জবাবে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘কে পারফর্ম করছে, কে করছে না—সেটা তো আমি জানি।’
মঈন খান অবশ্য ভিন্ন সুরে কথা বলছেন। তাঁর মতে, পাকিস্তান দলকে মনে হচ্ছে একে অপরের থেকে বিচ্ছিন্ন। জিও টিভিতে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘পুরো টুর্নামেন্টে এটা আমরা দেখেছি। এ ব্যাপারে আমি আগেই বলেছি। কোনো খেলোয়াড়ই বাবরের কাছে যায়নি। রিজওয়ান কিংবা সহ-অধিনায়ক শাদাব, কেউই যায়নি বাবরের কাছে। মনে হয়েছে প্রত্যেকেই বিচ্ছিন্ন। তাদের মধ্যে কোনো একতা নেই।’
মঈনের নেতৃত্বে ২০০০ সালে এশিয়া কাপ জিতেছিল পাকিস্তান। একজন অধিনায়কের দায়িত্ব কেমন হওয়া উচিত, সে সম্পর্কে বলেছেন তিনি। পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার বলেন, ‘আমি যদি অধিনায়ক হই আর আপনার পারফরম্যান্স যদি ভালো না হয়, তাহলে আমি আপনাকে বেশ শান্তভাবেই বলব যে আপনার থেকে আমার অনেক আশা রয়েছে। তবে আপনাকে আরও ভালো পারফর্ম করতে হবে। সতীর্থদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা বাবরের জন্য খুব গুরুত্বপূর্ণ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫