টি-টোয়েন্টিতে হারের স্বাদ পেতে ভুলতে বসা ভারত অবশেষে হারের মুখ দেখল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টানা ১২ ম্যাচ জয়ের পর ভারতের সামনে হাতছানি দিচ্ছিল রেকর্ড। আর একটি ম্যাচ জিততে পারলেই আফগানিস্তানকে টপকে সর্বোচ্চ টানা ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের করে নেওয়ার সুযোগ। ঠিক তখনই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে বসল ঋষভ পন্তের দল।
একই সঙ্গে হার দিয়ে অধিনায়কত্ব শুরু হলো পন্তের। প্রায় আড়াই বছর পর অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রিকেটের প্রত্যাবর্তনের দিনটা সুখকর হলো না ভারতীয় সমর্থকদের। প্রথমে ব্যাট করে বড় ইনিংস গড়েও ম্যাচ জিততে পারল না ভারত। ডেভিড মিলার ও রাসি ভ্যান ডার ডুসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের মাটিতে সর্বোচ্চ রানের জুটি গড়ে ভারতের বিপক্ষে প্রোটিয়াদের জয় এনে দিয়েছে মিলার-ডুসেন জুটি।
বেশির ভাগ সময় ম্যাচ ভারতের দিকেই হেলে ছিল। কিন্তু শেষ ভালো যার, সব ভালো তার—এই নীতিতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৪ উইকেটে ভারত সংগ্রহ পায় ২১১। বোলিংয়েও শুরুটা খারাপ করেননি ভুমনেশ্বর কুমার, অক্ষর প্যাটেলরা। ৮১ রানেই ফিরিয়েছেন দক্ষিণ আফ্রিকার তিন টপ অর্ডার। তখন নবম ওভারের খেলা চলছে। এরপর মিলার -ডুসেনের ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ হারের পর পন্ত কৃতিত্ব দিয়েছেন প্রতিপক্ষকে। স্কোরবোর্ডে এত রান তোলার পর কেন হেরেছে তাঁর দল, সেই ব্যাখ্যা দিয়ে পন্ত বলেন, ‘যথেষ্ট রান তুলেছিলাম আমরা। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের কাজটা ঠিকমতো করতে পারিনি। কখনো কখনো বিপক্ষকেও কৃতিত্ব দিতে হবে। মিলাররা দারুণ ব্যাট করেছে। আমরা ব্যাট করার সময় স্লোয়ার বল কাজ করছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটা হলো না।’
টি-টোয়েন্টিতে হারের স্বাদ পেতে ভুলতে বসা ভারত অবশেষে হারের মুখ দেখল। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে টানা ১২ ম্যাচ জয়ের পর ভারতের সামনে হাতছানি দিচ্ছিল রেকর্ড। আর একটি ম্যাচ জিততে পারলেই আফগানিস্তানকে টপকে সর্বোচ্চ টানা ম্যাচ জয়ের রেকর্ড নিজেদের করে নেওয়ার সুযোগ। ঠিক তখনই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে বসল ঋষভ পন্তের দল।
একই সঙ্গে হার দিয়ে অধিনায়কত্ব শুরু হলো পন্তের। প্রায় আড়াই বছর পর অরুণ জেটলি স্টেডিয়ামে ক্রিকেটের প্রত্যাবর্তনের দিনটা সুখকর হলো না ভারতীয় সমর্থকদের। প্রথমে ব্যাট করে বড় ইনিংস গড়েও ম্যাচ জিততে পারল না ভারত। ডেভিড মিলার ও রাসি ভ্যান ডার ডুসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের মাটিতে সর্বোচ্চ রানের জুটি গড়ে ভারতের বিপক্ষে প্রোটিয়াদের জয় এনে দিয়েছে মিলার-ডুসেন জুটি।
বেশির ভাগ সময় ম্যাচ ভারতের দিকেই হেলে ছিল। কিন্তু শেষ ভালো যার, সব ভালো তার—এই নীতিতেই জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ৪ উইকেটে ভারত সংগ্রহ পায় ২১১। বোলিংয়েও শুরুটা খারাপ করেননি ভুমনেশ্বর কুমার, অক্ষর প্যাটেলরা। ৮১ রানেই ফিরিয়েছেন দক্ষিণ আফ্রিকার তিন টপ অর্ডার। তখন নবম ওভারের খেলা চলছে। এরপর মিলার -ডুসেনের ১৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে ৫ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।
ম্যাচ হারের পর পন্ত কৃতিত্ব দিয়েছেন প্রতিপক্ষকে। স্কোরবোর্ডে এত রান তোলার পর কেন হেরেছে তাঁর দল, সেই ব্যাখ্যা দিয়ে পন্ত বলেন, ‘যথেষ্ট রান তুলেছিলাম আমরা। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের কাজটা ঠিকমতো করতে পারিনি। কখনো কখনো বিপক্ষকেও কৃতিত্ব দিতে হবে। মিলাররা দারুণ ব্যাট করেছে। আমরা ব্যাট করার সময় স্লোয়ার বল কাজ করছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটা হলো না।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫