ক্রীড়া ডেস্ক
তারকাদের নিয়ে আগে থেকে কোনো উপসংহারে আসা যায় না। যত বেশি সমালোচনা, ততই বেশি উজ্জীবিত হয়ে ওঠেন। কদিন আগে যে স্টিভ স্মিথ ধুঁকছিলেন, ভারত সিরিজে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। টানা দুই টেস্টে সেঞ্চুরি করে নতুন এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গতকাল বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ৬৮ রান করেন স্মিথ। ১১১ বল খেলেছিলেন প্রথম দিনে। ৩৪তম টেস্ট সেঞ্চুরি করতে তাঁর লেগেছে আর ৫৬ বল। ইনিংসের ১০১তম ওভারের শেষ বলে নীতিশ কুমার রেড্ডিকে চার মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন স্মিথ। তাতে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। এই তালিকায় দুইয়ে আছেন জো রুট। ভারতের বিপক্ষে টেস্টে রুট করেছেন ১০ সেঞ্চুরি।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টে সেঞ্চুরি করে ইনিংসটাকে লম্বা করেন স্মিথ। ১৯৭ বলে ১৩ চার ও ৩ ছক্কায় করেন ১৪০ রান। ৭১.০৬ স্ট্রাইকরেটই প্রমাণ করে ম্যাচের পরিস্থিতি বুঝে কীভাবে খেলতে হয়। স্মিথের এই সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ৪৭৪ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৩ ওভারে ২ উইকেটে করেছে ১১৯ রান।যশস্বী জয়সওয়াল ৬১ রান করে অপরাজিত। ২৩ রানে ব্যাটিং করছেন বিরাট কোহলি।
৫১ সেঞ্চুরি করে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখনো শচীন টেন্ডুলকারের। দুই, তিন ও চারে থাকা জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেন ৪৫, ৪১ ও ৩৮ সেঞ্চুরি। স্মিথের সমান ৩৪ সেঞ্চুরি টেস্টে করেন সুনীল গাভাস্কার, মাহেলা জয়বর্ধনে, ব্রায়ান লারা ও ইউনিস খান।
দল | সেঞ্চুরি | |
---|---|---|
স্টিভ স্মিথ | অস্ট্রেলিয়া | ১১ |
জো রুট | ইংল্যান্ড | ১০ |
রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | ৮ |
স্যার ভিভিয়ান রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |
স্যার গ্যারি সোবার্স | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |
তারকাদের নিয়ে আগে থেকে কোনো উপসংহারে আসা যায় না। যত বেশি সমালোচনা, ততই বেশি উজ্জীবিত হয়ে ওঠেন। কদিন আগে যে স্টিভ স্মিথ ধুঁকছিলেন, ভারত সিরিজে ছুটিয়ে চলেছেন রানের ফোয়ারা। টানা দুই টেস্টে সেঞ্চুরি করে নতুন এক রেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) গতকাল বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই ৬৮ রান করেন স্মিথ। ১১১ বল খেলেছিলেন প্রথম দিনে। ৩৪তম টেস্ট সেঞ্চুরি করতে তাঁর লেগেছে আর ৫৬ বল। ইনিংসের ১০১তম ওভারের শেষ বলে নীতিশ কুমার রেড্ডিকে চার মেরে তিন অঙ্ক ছুঁয়েছেন স্মিথ। তাতে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। এই তালিকায় দুইয়ে আছেন জো রুট। ভারতের বিপক্ষে টেস্টে রুট করেছেন ১০ সেঞ্চুরি।
ভারতের বিপক্ষে চলমান সিরিজের চতুর্থ টেস্টে সেঞ্চুরি করে ইনিংসটাকে লম্বা করেন স্মিথ। ১৯৭ বলে ১৩ চার ও ৩ ছক্কায় করেন ১৪০ রান। ৭১.০৬ স্ট্রাইকরেটই প্রমাণ করে ম্যাচের পরিস্থিতি বুঝে কীভাবে খেলতে হয়। স্মিথের এই সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে ৪৭৪ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারত ৩৩ ওভারে ২ উইকেটে করেছে ১১৯ রান।যশস্বী জয়সওয়াল ৬১ রান করে অপরাজিত। ২৩ রানে ব্যাটিং করছেন বিরাট কোহলি।
৫১ সেঞ্চুরি করে টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটা এখনো শচীন টেন্ডুলকারের। দুই, তিন ও চারে থাকা জ্যাক ক্যালিস, রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারা ক্রিকেটের রাজকীয় সংস্করণে করেন ৪৫, ৪১ ও ৩৮ সেঞ্চুরি। স্মিথের সমান ৩৪ সেঞ্চুরি টেস্টে করেন সুনীল গাভাস্কার, মাহেলা জয়বর্ধনে, ব্রায়ান লারা ও ইউনিস খান।
দল | সেঞ্চুরি | |
---|---|---|
স্টিভ স্মিথ | অস্ট্রেলিয়া | ১১ |
জো রুট | ইংল্যান্ড | ১০ |
রিকি পন্টিং | অস্ট্রেলিয়া | ৮ |
স্যার ভিভিয়ান রিচার্ডস | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |
স্যার গ্যারি সোবার্স | ওয়েস্ট ইন্ডিজ | ৮ |
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে