নিজস্ব প্রতিবেদক
ঢাকা: ১৭.৫ ওভারে মুক্তার আলীকে ফেরালেন নাইম ইসলামের ক্যাচ বানিয়ে। পরের বলেই সোহাগ গাজীকে ফেরালেন জাহিদুজ্জামানকে ক্যাচে পরিণত করে। ১৮তম ওভারের শেষ দুই বলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েই একটু অপেক্ষা করতে হলো আলাউদ্দিন বাবুকে। লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোর তখন ১৯ ওভারে ৯ উইকেটে ১১১।
১৯তম ওভারে সতীর্থ বোলার মানিক খান যদি লিজেন্ডস অব রূপগঞ্জের শেষ উইকেটটি নিতে পারতেন, বাবুর হ্যাটট্রিকটাই আর হতো না! শেষ পর্যন্ত ব্রাদার্সের এই পেসারকে আফসোসে পুড়তে হয়নি। শেষ ওভারের প্রথম বলেই নাবিল সামাদকে মিজানুরের রহমানের ক্যাচ বানিয়েই হাঁটু গেড়ে দুই হাত ওপরে তুলে বসে পড়লেন উইকেটে—টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের আনন্দ তো বাবুর এমনই হবে! স্বীকৃত টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশি বোলারদের ষষ্ঠ হ্যাটট্রিক। ৩.১ ওভারে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তাঁর সেরা বোলিং।
মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করা রূপগঞ্জ আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ে ১৯.১ ওভারে অলআউট হয়েছে ১১১ রান তুলে। ১১২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্রাদার্সের ব্যাটসম্যানদের তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি। দলটির অধিনায়ক মিজানের ফিফটিতে ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স। মিজানুর ৫২ বলে করে ৭৪ রান। রূপগঞ্জের মোহাম্মদ শহীদ ও সানজামুল ইসলাম নেন ১টি করে উইকেট।
স্বীকৃত টি–টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক
বোলার | ম্যাচ | ভেন্যু | মৌসুম |
আল আমিন | বিসিবি একাদশ-আবাহনী | সিলেট | ২০১৩–১৪ |
আল আমিন | বরিশাল-সিলেট | মিরপুর | ২০১৫–১৬ |
আলিস ইসলাম | ঢাকা-রংপুর | মিরপুর | ২০১৮–১৯ |
মানিক খান | দোলেশ্বর-বিকেএসপি | ফতুল্লা | ২০১৮–১৯ |
কামরুল ইসলাম | বরিশাল–রাজশাহী | মিরপুর | ২০২০–২১ |
আলাউদ্দিন বাবু | ব্রাদার্স–রূপগঞ্জ | মিরপুর | ২০২১ |
ঢাকা: ১৭.৫ ওভারে মুক্তার আলীকে ফেরালেন নাইম ইসলামের ক্যাচ বানিয়ে। পরের বলেই সোহাগ গাজীকে ফেরালেন জাহিদুজ্জামানকে ক্যাচে পরিণত করে। ১৮তম ওভারের শেষ দুই বলে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েই একটু অপেক্ষা করতে হলো আলাউদ্দিন বাবুকে। লিজেন্ডস অব রূপগঞ্জের স্কোর তখন ১৯ ওভারে ৯ উইকেটে ১১১।
১৯তম ওভারে সতীর্থ বোলার মানিক খান যদি লিজেন্ডস অব রূপগঞ্জের শেষ উইকেটটি নিতে পারতেন, বাবুর হ্যাটট্রিকটাই আর হতো না! শেষ পর্যন্ত ব্রাদার্সের এই পেসারকে আফসোসে পুড়তে হয়নি। শেষ ওভারের প্রথম বলেই নাবিল সামাদকে মিজানুরের রহমানের ক্যাচ বানিয়েই হাঁটু গেড়ে দুই হাত ওপরে তুলে বসে পড়লেন উইকেটে—টি–টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকের আনন্দ তো বাবুর এমনই হবে! স্বীকৃত টি–টোয়েন্টিতে এটি বাংলাদেশি বোলারদের ষষ্ঠ হ্যাটট্রিক। ৩.১ ওভারে ২১ রানে নিয়েছেন ৪ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে এটিই তাঁর সেরা বোলিং।
মিরপুরে টস জিতে আগে ব্যাটিং করা রূপগঞ্জ আলাউদ্দিন বাবুর দুর্দান্ত বোলিংয়ে ১৯.১ ওভারে অলআউট হয়েছে ১১১ রান তুলে। ১১২ রানের সহজ লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ব্রাদার্সের ব্যাটসম্যানদের তেমন কোনো পরীক্ষায় পড়তে হয়নি। দলটির অধিনায়ক মিজানের ফিফটিতে ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স। মিজানুর ৫২ বলে করে ৭৪ রান। রূপগঞ্জের মোহাম্মদ শহীদ ও সানজামুল ইসলাম নেন ১টি করে উইকেট।
স্বীকৃত টি–টোয়েন্টিতে বাংলাদেশি বোলারদের হ্যাটট্রিক
বোলার | ম্যাচ | ভেন্যু | মৌসুম |
আল আমিন | বিসিবি একাদশ-আবাহনী | সিলেট | ২০১৩–১৪ |
আল আমিন | বরিশাল-সিলেট | মিরপুর | ২০১৫–১৬ |
আলিস ইসলাম | ঢাকা-রংপুর | মিরপুর | ২০১৮–১৯ |
মানিক খান | দোলেশ্বর-বিকেএসপি | ফতুল্লা | ২০১৮–১৯ |
কামরুল ইসলাম | বরিশাল–রাজশাহী | মিরপুর | ২০২০–২১ |
আলাউদ্দিন বাবু | ব্রাদার্স–রূপগঞ্জ | মিরপুর | ২০২১ |
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫