দ্বিতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিংসটন ওভালে লো-স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। একই ভেন্যুতে আগামী মঙ্গলবার সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে হবে।
ওয়েস্ট ইন্ডিজ দলের একজন কর্মীর করোনা পজিটিভ হওয়ায় দ্বিতীয় ওয়ানডে স্থগিত হয়েছিল। সংশয় জেগেছিল পুরো সিরিজ নিয়েই। পরে দুই দলের খেলোয়াড়-কোচিং স্টাফ মিলিয়ে মোট ১৫২ জনের করোনা নেগেটিভ আসায় সিরিজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। স্থগিত হওয়া দ্বিতীয় ওয়ানডে হয় আজ।
লো-স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে বেশ বেগই পেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ৭২ রানের মধ্যে ক্যারিবিয়ানদের পাঁচ ব্যাটসম্যান ফিরে যান ড্রেসিংরুমে। এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন অলরাউন্ডার জেসন হোল্ডার আর বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান। জয় থেকে ২৭ রান দূরে থাকতে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হন হোল্ডার। আউট হওয়ার আগে পুরানের সঙ্গে ৯৩ রানের ম্যাচজয়ী জুটিতে পাঁচ চার আর এক ছক্কায় ৫২ রান করেন তিনি।
আলজারি জোসেফকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সারেন পুরান। ৭৫ বলে দুটি করে চার আর ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন পুরান। ম্যাচ সেরাও হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
এর আগে স্থগিত হওয়া ম্যাচের টস অনুযায়ী, প্রথম ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দারুণ আঁটসাঁট বোলিংয়ে ৪৫ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারায় পাঁচ উইকেট। দলের রান ১০০ পার হওয়ার আগে লেগ স্পিনার হেইডেন ওয়ালশের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন স্টার্ক (১৯)। এরপর অস্ট্রেলিয়ার স্কোর যে ১৯১ হয়েছে, তার কৃতিত্ব লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের। ম্যাথু ওয়েড (৩৬), অ্যাডাম জাম্পা (৩৬) এবং দশ নম্বর ব্যাটসম্যান ওয়েস আগার ৩৬ বলে করেন ৪১ রান। ওয়েস্ট ইন্ডিজ পেসার জোসেফ আর বাঁহাতি স্পিনার আকিল হোসেন তিনটি করে উইকেট নেন।
দ্বিতীয় ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। কিংসটন ওভালে লো-স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়াকে চার উইকেটে হারিয়েছে ক্যারিবিয়ানরা। একই ভেন্যুতে আগামী মঙ্গলবার সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে হবে।
ওয়েস্ট ইন্ডিজ দলের একজন কর্মীর করোনা পজিটিভ হওয়ায় দ্বিতীয় ওয়ানডে স্থগিত হয়েছিল। সংশয় জেগেছিল পুরো সিরিজ নিয়েই। পরে দুই দলের খেলোয়াড়-কোচিং স্টাফ মিলিয়ে মোট ১৫২ জনের করোনা নেগেটিভ আসায় সিরিজ এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। স্থগিত হওয়া দ্বিতীয় ওয়ানডে হয় আজ।
লো-স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে বেশ বেগই পেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ৭২ রানের মধ্যে ক্যারিবিয়ানদের পাঁচ ব্যাটসম্যান ফিরে যান ড্রেসিংরুমে। এরপর দলের ব্যাটিংয়ের হাল ধরেন অলরাউন্ডার জেসন হোল্ডার আর বাঁহাতি ব্যাটসম্যান নিকোলাস পুরান। জয় থেকে ২৭ রান দূরে থাকতে মিচেল স্টার্কের বলে এলবিডব্লিউ হন হোল্ডার। আউট হওয়ার আগে পুরানের সঙ্গে ৯৩ রানের ম্যাচজয়ী জুটিতে পাঁচ চার আর এক ছক্কায় ৫২ রান করেন তিনি।
আলজারি জোসেফকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়ের বাকি আনুষ্ঠানিকতাটুকু সারেন পুরান। ৭৫ বলে দুটি করে চার আর ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন পুরান। ম্যাচ সেরাও হয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।
এর আগে স্থগিত হওয়া ম্যাচের টস অনুযায়ী, প্রথম ব্যাটিং করে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের দারুণ আঁটসাঁট বোলিংয়ে ৪৫ রানের মধ্যে অস্ট্রেলিয়া হারায় পাঁচ উইকেট। দলের রান ১০০ পার হওয়ার আগে লেগ স্পিনার হেইডেন ওয়ালশের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন স্টার্ক (১৯)। এরপর অস্ট্রেলিয়ার স্কোর যে ১৯১ হয়েছে, তার কৃতিত্ব লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের। ম্যাথু ওয়েড (৩৬), অ্যাডাম জাম্পা (৩৬) এবং দশ নম্বর ব্যাটসম্যান ওয়েস আগার ৩৬ বলে করেন ৪১ রান। ওয়েস্ট ইন্ডিজ পেসার জোসেফ আর বাঁহাতি স্পিনার আকিল হোসেন তিনটি করে উইকেট নেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫