এবারের বিশ্বকাপের মতো ঠিক ৩১ বছর আগে একই রকম শুরু করেছিল অস্ট্রেলিয়া। ১৯৯২ বিশ্বকাপেও টানা দুই ম্যাচ হারার পর তৃতীয়টিতে জিতেছিল। সেবার টুর্নামেন্টে ফেরার চেষ্টা করলেও পরে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এবারও কি তেমনি কপাল পুড়বে অস্ট্রেলিয়ার? অবশ্য সময় হলেই সেটা জানা যাবে। তবে এবারের টুর্নামেন্টে ফেরার দুর্দান্ত সুযোগ আছে তাদের। রাউন্ড রবিন লিগ হওয়ায় এখনো তাদের হাতে আজকেরসহ ছয়টি ম্যাচ রয়েছে।
টুর্নামেন্টে টিকে থাকতে আজ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের বিষয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর বলেছেন, ‘আমরা বোলিং করব। পিচ খুবই ভালো। দুটি ভালো সেশন পাচ্ছি। ভালো কিছু করার আশা করছি। ব্যাটিংয়েও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
অন্যদিকে টস জিতলে অস্ট্রেলিয়াও বোলিং করত বলে জানিয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, ‘আমরাও বল করতে চেয়েছিলাম। একাদশে কোনো পরিবর্তন নেই।’ শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া একাদশ নিয়ে অস্ট্রেলিয়া খেললেও এক পরিবর্তন এনেছে পাকিস্তান। শাদাব খানের বদলে সুযোগ পেয়েছেন উসামা মীর।
অস্ট্রেলিয়ার একাদশ
প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
পাকিস্তানের একাদশ
বাবর আজম, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, হারিস রউফ।
এবারের বিশ্বকাপের মতো ঠিক ৩১ বছর আগে একই রকম শুরু করেছিল অস্ট্রেলিয়া। ১৯৯২ বিশ্বকাপেও টানা দুই ম্যাচ হারার পর তৃতীয়টিতে জিতেছিল। সেবার টুর্নামেন্টে ফেরার চেষ্টা করলেও পরে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
এবারও কি তেমনি কপাল পুড়বে অস্ট্রেলিয়ার? অবশ্য সময় হলেই সেটা জানা যাবে। তবে এবারের টুর্নামেন্টে ফেরার দুর্দান্ত সুযোগ আছে তাদের। রাউন্ড রবিন লিগ হওয়ায় এখনো তাদের হাতে আজকেরসহ ছয়টি ম্যাচ রয়েছে।
টুর্নামেন্টে টিকে থাকতে আজ পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিং পেয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্তের বিষয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর বলেছেন, ‘আমরা বোলিং করব। পিচ খুবই ভালো। দুটি ভালো সেশন পাচ্ছি। ভালো কিছু করার আশা করছি। ব্যাটিংয়েও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
অন্যদিকে টস জিতলে অস্ট্রেলিয়াও বোলিং করত বলে জানিয়েছেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক বলেছেন, ‘আমরাও বল করতে চেয়েছিলাম। একাদশে কোনো পরিবর্তন নেই।’ শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাওয়া একাদশ নিয়ে অস্ট্রেলিয়া খেললেও এক পরিবর্তন এনেছে পাকিস্তান। শাদাব খানের বদলে সুযোগ পেয়েছেন উসামা মীর।
অস্ট্রেলিয়ার একাদশ
প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
পাকিস্তানের একাদশ
বাবর আজম, আবদুল্লাহ শফিক, ইমাম-উল-হক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, উসামা মীর, মোহাম্মদ নওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী, হারিস রউফ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫