২৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে ডেভিড মিলার ও এইডেন মার্করাম সেই চাপ তুলে নেন নিজের ঘাড়ে। দুই ব্যাটারের ফিফটিতে পার্থে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।
ভারতের দেওয়া ১৩৪ রানের লক্ষ্যে ২ বল হাতে রেখেই পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ৬ রান। ভুবেনশ্বর কুমারের করা ওভারের প্রথম বলে রান নিতে পারেননি স্ট্রাইকে থাকা ওয়েন পারনেল। পরের বলেই সিঙ্গেল নিয়ে মিলারকে দেন স্ট্রাইক। তৃতীয় বলেই খেলা এক প্রকার শেষ করে দেন এই বাঁহাতি ব্যাটার। পুল করতে গিয়ে মিলারের গ্ল্যাভসে লেগে উইকেটরক্ষকের ওপর দিয়ে বাউন্ডারি (চার) হয়ে যায়। তখন ম্যাচ সমতায়। চতুর্থ বলে চার মেরে দলের জয় নিশ্চত করেন ‘কিলার’ মিলার।
এ জয়ে সুপার টুয়েলভের গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে দুই জয় ও এক পরিত্যক্ত নিয়ে ৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত।
ইনিংসের দ্বিতীয় ওভারেই কুইন্টন ডি কক (১) ও রাইলি রুশোকে (০) ফেরান আর্শদীপ শিং। ষষ্ঠ ওভারে দলীয় ২৪ রানের মাথায় টেম্বা বাভুমাকে (১০) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর চাপ তৈরি করেন মোহাম্মদ শামি। এরপরে মার্করাম-মিলারের ৭৬ রানের জুটি প্রোটিয়াদের জয়ের ভিত গড়ে দেয়।
হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন মার্করাম। ৪৬ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন মিলার। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি। ভারতের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে আর্শদীপ ২টি উইকেট নেন।
সুপার টুয়লেভে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সূর্যকুমার যাদব ছাড়া সবাই ছিলেন ছায়া হয়ে। আট ব্যাটার দুই অঙ্কের ঘেরই যেতে পারেননি। সূর্যকুমারের ৪০ বলে ৬৮ রানের ইনিংসে ১৩৩ রানের পুঁজি পায় ভারত। এছাড়া রোহিতের ব্যাট থেকে ১৫ ও বিরাট কোহলি ১২ রান করেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে ম্যাচ সেরা লুঙ্গি এনগিদি ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে ১৫ রান দিয়ে পারনেল পেয়েছেন ৩টি উইকেট।
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। তবে ডেভিড মিলার ও এইডেন মার্করাম সেই চাপ তুলে নেন নিজের ঘাড়ে। দুই ব্যাটারের ফিফটিতে পার্থে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে প্রোটিয়ারা।
ভারতের দেওয়া ১৩৪ রানের লক্ষ্যে ২ বল হাতে রেখেই পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে প্রোটিয়াদের প্রয়োজন ছিল ৬ রান। ভুবেনশ্বর কুমারের করা ওভারের প্রথম বলে রান নিতে পারেননি স্ট্রাইকে থাকা ওয়েন পারনেল। পরের বলেই সিঙ্গেল নিয়ে মিলারকে দেন স্ট্রাইক। তৃতীয় বলেই খেলা এক প্রকার শেষ করে দেন এই বাঁহাতি ব্যাটার। পুল করতে গিয়ে মিলারের গ্ল্যাভসে লেগে উইকেটরক্ষকের ওপর দিয়ে বাউন্ডারি (চার) হয়ে যায়। তখন ম্যাচ সমতায়। চতুর্থ বলে চার মেরে দলের জয় নিশ্চত করেন ‘কিলার’ মিলার।
এ জয়ে সুপার টুয়েলভের গ্রুপ-২ এর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে বসল দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে দুই জয় ও এক পরিত্যক্ত নিয়ে ৫ পয়েন্ট তাদের। সমান ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ভারত।
ইনিংসের দ্বিতীয় ওভারেই কুইন্টন ডি কক (১) ও রাইলি রুশোকে (০) ফেরান আর্শদীপ শিং। ষষ্ঠ ওভারে দলীয় ২৪ রানের মাথায় টেম্বা বাভুমাকে (১০) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ওপর চাপ তৈরি করেন মোহাম্মদ শামি। এরপরে মার্করাম-মিলারের ৭৬ রানের জুটি প্রোটিয়াদের জয়ের ভিত গড়ে দেয়।
হার্দিক পান্ডিয়ার শিকার হয়ে ৪১ বলে ৫২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন মার্করাম। ৪৬ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন মিলার। ৪টি চার ও ৩টি ছক্কায় সাজিয়েছেন ইনিংসটি। ভারতের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে আর্শদীপ ২টি উইকেট নেন।
সুপার টুয়লেভে নিজেদের তৃতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। সূর্যকুমার যাদব ছাড়া সবাই ছিলেন ছায়া হয়ে। আট ব্যাটার দুই অঙ্কের ঘেরই যেতে পারেননি। সূর্যকুমারের ৪০ বলে ৬৮ রানের ইনিংসে ১৩৩ রানের পুঁজি পায় ভারত। এছাড়া রোহিতের ব্যাট থেকে ১৫ ও বিরাট কোহলি ১২ রান করেন।
প্রোটিয়া বোলারদের মধ্যে ম্যাচ সেরা লুঙ্গি এনগিদি ৪ ওভারে ২৯ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ৪ ওভারে ১৫ রান দিয়ে পারনেল পেয়েছেন ৩টি উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫