জীবনে প্রথম কিছুর পাওয়ার মুহূর্তটাই অন্যরকম সুখকর। অন্যদের চেয়ে সেটা বিশেষ কিছু। সেই বিশেষ মুহূর্তটা স্মরণীয় করে রাখতে মানুষ সবকিছুই করার চেষ্টা করেন। উসমান খাজাও ব্যতিক্রম নন।
ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করার উদ্যাপনটাও করলেন দেখার মতো। বেন স্টোকসের বলে লেট কাট খেলে যেভাবে সেঞ্চুরি উদ্যাপনের জন্য দৌড় দিলেন, সেটাকে বুনো উল্লাস বললেও হয়তো কম মনে হবে। ব্যাট হাতে শূন্যে লাফ দিয়ে পরে ব্যাটকেই ছুড়ে ফেলে দিলেন খাজা। তাঁর সেঞ্চুরি এজবাস্টন টেস্টে দুর্দান্ত জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই খাজাকে সেঞ্চুরি উদ্যাপনের উত্তর দিতে হলো। উদ্যাপনের কারণ জানেন না বলে জানিয়েছেন তিনি। বাঁ হাতি ব্যাটার বলেছেন, ‘সত্যি আমি জানি না। মনে করো, এটি ইংল্যান্ডে তিনটি অ্যাশেজ সফরের সংমিশ্রণ ছিল, যার মধ্যে দুটিতেই বাদ পড়েছে। মিডিয়ায় চোখ রাখি না। আজকে যখন নেটে ব্যাটিংয়ের জন্য যাচ্ছিলাম তখন দর্শকেরা বলছিল, ইংল্যান্ডে রান করতে পারি না। তাই হয়তো উদ্যাপনে স্বাভাবিকের চেয়ে আবেগটা বেশি ছিল।’
গত বছর নিজেদের মাটিতে অ্যাশেজে ফিরেছিলেন খাজা। প্রায় আড়াই বছর পর দলে ফেরার প্রত্যাবর্তনটা করেছিলেন সিডনিতে দুই ইনিংসে সেঞ্চুরি করে। ঘরের মাঠে ভালো খেলার সুনাম থাকলেও অ্যাওয়ে ম্যাচে তেমনটি ছিল না। তাই দেশের বাইরে খেলা হলেই প্রমাণ করার বিষয়টি চলে আসে। প্রত্যাবর্তনের পর সেটা উতরে গেছেন তিনি। পাকিস্তানের পর ভারতেও দুর্দান্ত খেলেছেন।
এজবাস্টন টেস্ট শুরুর আগে ইংল্যান্ডে ১৭.৭৮ গড় ছিল খাজার। সেঞ্চুরি করে নিজেকে প্রমাণ দিলেন কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘সব সময়ে বলছি, ভারতেও এমনটা ঘটেছে। এমন না যে আমাকে প্রমাণ করতে একটা দুর্দান্ত মুহূর্ত লাগবে। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত রান করা গত ১০ বছরে অপ্রত্যাশিত ছিল না।’
সেঞ্চুরি করেই কাজ শেষ করেননি, ২৭৯ বলে ১২৬ রানে অপরাজিত আছেন খাজা। আজ প্রথম সেঞ্চুরিকে নিশ্চয়ই আরও বড় কিছুর লক্ষ্যে ধাবিত করবেন তিনি। দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কার বিপরীতে ১৪ চারে। তাঁর সঙ্গে ৫২ রানে অপরাজিত আছেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। ৫ উইকেটে ৩১১ রানে আজ তৃতীয় দিন শুরু করবেন দুজনে।
জীবনে প্রথম কিছুর পাওয়ার মুহূর্তটাই অন্যরকম সুখকর। অন্যদের চেয়ে সেটা বিশেষ কিছু। সেই বিশেষ মুহূর্তটা স্মরণীয় করে রাখতে মানুষ সবকিছুই করার চেষ্টা করেন। উসমান খাজাও ব্যতিক্রম নন।
ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি করার উদ্যাপনটাও করলেন দেখার মতো। বেন স্টোকসের বলে লেট কাট খেলে যেভাবে সেঞ্চুরি উদ্যাপনের জন্য দৌড় দিলেন, সেটাকে বুনো উল্লাস বললেও হয়তো কম মনে হবে। ব্যাট হাতে শূন্যে লাফ দিয়ে পরে ব্যাটকেই ছুড়ে ফেলে দিলেন খাজা। তাঁর সেঞ্চুরি এজবাস্টন টেস্টে দুর্দান্ত জবাব দিচ্ছে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে তাই স্বাভাবিকভাবেই খাজাকে সেঞ্চুরি উদ্যাপনের উত্তর দিতে হলো। উদ্যাপনের কারণ জানেন না বলে জানিয়েছেন তিনি। বাঁ হাতি ব্যাটার বলেছেন, ‘সত্যি আমি জানি না। মনে করো, এটি ইংল্যান্ডে তিনটি অ্যাশেজ সফরের সংমিশ্রণ ছিল, যার মধ্যে দুটিতেই বাদ পড়েছে। মিডিয়ায় চোখ রাখি না। আজকে যখন নেটে ব্যাটিংয়ের জন্য যাচ্ছিলাম তখন দর্শকেরা বলছিল, ইংল্যান্ডে রান করতে পারি না। তাই হয়তো উদ্যাপনে স্বাভাবিকের চেয়ে আবেগটা বেশি ছিল।’
গত বছর নিজেদের মাটিতে অ্যাশেজে ফিরেছিলেন খাজা। প্রায় আড়াই বছর পর দলে ফেরার প্রত্যাবর্তনটা করেছিলেন সিডনিতে দুই ইনিংসে সেঞ্চুরি করে। ঘরের মাঠে ভালো খেলার সুনাম থাকলেও অ্যাওয়ে ম্যাচে তেমনটি ছিল না। তাই দেশের বাইরে খেলা হলেই প্রমাণ করার বিষয়টি চলে আসে। প্রত্যাবর্তনের পর সেটা উতরে গেছেন তিনি। পাকিস্তানের পর ভারতেও দুর্দান্ত খেলেছেন।
এজবাস্টন টেস্ট শুরুর আগে ইংল্যান্ডে ১৭.৭৮ গড় ছিল খাজার। সেঞ্চুরি করে নিজেকে প্রমাণ দিলেন কি না, সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘সব সময়ে বলছি, ভারতেও এমনটা ঘটেছে। এমন না যে আমাকে প্রমাণ করতে একটা দুর্দান্ত মুহূর্ত লাগবে। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত রান করা গত ১০ বছরে অপ্রত্যাশিত ছিল না।’
সেঞ্চুরি করেই কাজ শেষ করেননি, ২৭৯ বলে ১২৬ রানে অপরাজিত আছেন খাজা। আজ প্রথম সেঞ্চুরিকে নিশ্চয়ই আরও বড় কিছুর লক্ষ্যে ধাবিত করবেন তিনি। দুর্দান্ত ইনিংসটি সাজিয়েছেন ২ ছক্কার বিপরীতে ১৪ চারে। তাঁর সঙ্গে ৫২ রানে অপরাজিত আছেন উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারি। ৫ উইকেটে ৩১১ রানে আজ তৃতীয় দিন শুরু করবেন দুজনে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫