রিজার্ভ ডের ‘সুবিধা’ নিতে গিয়ে অবশ্য আরেকটা জায়গায় ভালোই ধকল নিতে হচ্ছে ভারতকে। ভারত-পাকিস্তান ম্যাচ গতকাল রিজার্ভ ডেতে গড়ানোয় কোনো বিশ্রাম ছাড়াই আজ তাদের আবার মাঠে নামছে ভারত। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এর মধ্যে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
টানা তিন দিন খেলার ধকল নিয়ে রোহিত বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে এই চ্যালেঞ্জগুলো সামনে আসবে। দল ও ক্রিকেটার হিসেবে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে।’ বোঝাই যাচ্ছে, টানা খেলার চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। শ্রীলঙ্কার অবশ্য এই সমস্যা নেই। সুপার ফোরে তারা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে গত ৯ সেপ্টেম্বর। মাঝে দুই দিনের বিরতি পেয়েছে লঙ্কানরা। টসের সময় শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, শক্তিশালী ভালো একটা ম্যাচের আশা করছেন তারা। আগে ব্যাটিং করতে চেয়েছিলেন তিনিও।
সুপার ফোরে দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। দুই দলেরই একটি করে জয়। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় মানসিকভাবে চাঙা রাখবে ভারতকেও। এই সংস্করণে সব মিলিয়ে টানা ১৩ ওয়ানডেতে লঙ্কানদের কেউ পরাজয়ের স্বাদ দিতে পারেনি। এই অপরাজেয় যাত্রার প্রথমে থাকা অস্ট্রেলিয়া থেকে এখনো অবশ্য বেশ পিছিয়ে শ্রীলঙ্কা। ২০০৩ সালে সবচেয়ে বেশি টানা ২১ ম্যাচ জিতেছে অজিরা। যৌথভাবে তালিকার তিনে আছে শ্রীলঙ্কা।
চোট সমস্যা নেই শ্রীলঙ্কা দলে। তবে ধনঞ্জয়া ডি সিলভার টানা ব্যর্থতা কিছুটা চিন্তার বটে। তরুণ সাদিরা সামারাবিক্রমা অবশ্য ব্যাটিং লাইনআপে প্রাণ দিয়েছেন। ভারতীয় দলে কিছু চোট সমস্যা থাকলেও লোকেশ রাহুলের দুর্দান্ত ফেরা তাদের জন্য স্বস্তির। আজ চোখ থাকবে অবশ্য ভারত লঙ্কানদের জয়যাত্রা থামাতে পারে কি না, সেদিকে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।
রিজার্ভ ডের ‘সুবিধা’ নিতে গিয়ে অবশ্য আরেকটা জায়গায় ভালোই ধকল নিতে হচ্ছে ভারতকে। ভারত-পাকিস্তান ম্যাচ গতকাল রিজার্ভ ডেতে গড়ানোয় কোনো বিশ্রাম ছাড়াই আজ তাদের আবার মাঠে নামছে ভারত। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে এর মধ্যে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
টানা তিন দিন খেলার ধকল নিয়ে রোহিত বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে এই চ্যালেঞ্জগুলো সামনে আসবে। দল ও ক্রিকেটার হিসেবে আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জের সামনে পড়তে হবে।’ বোঝাই যাচ্ছে, টানা খেলার চ্যালেঞ্জ নিতে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে ভারত। শ্রীলঙ্কার অবশ্য এই সমস্যা নেই। সুপার ফোরে তারা বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ খেলেছে গত ৯ সেপ্টেম্বর। মাঝে দুই দিনের বিরতি পেয়েছে লঙ্কানরা। টসের সময় শ্রীলঙ্কা অধিনায়ক দাসুন শানাকা জানিয়েছেন, শক্তিশালী ভালো একটা ম্যাচের আশা করছেন তারা। আগে ব্যাটিং করতে চেয়েছিলেন তিনিও।
সুপার ফোরে দুই দলই একটি করে ম্যাচ খেলেছে। দুই দলেরই একটি করে জয়। প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দারুণ শুরু করেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় মানসিকভাবে চাঙা রাখবে ভারতকেও। এই সংস্করণে সব মিলিয়ে টানা ১৩ ওয়ানডেতে লঙ্কানদের কেউ পরাজয়ের স্বাদ দিতে পারেনি। এই অপরাজেয় যাত্রার প্রথমে থাকা অস্ট্রেলিয়া থেকে এখনো অবশ্য বেশ পিছিয়ে শ্রীলঙ্কা। ২০০৩ সালে সবচেয়ে বেশি টানা ২১ ম্যাচ জিতেছে অজিরা। যৌথভাবে তালিকার তিনে আছে শ্রীলঙ্কা।
চোট সমস্যা নেই শ্রীলঙ্কা দলে। তবে ধনঞ্জয়া ডি সিলভার টানা ব্যর্থতা কিছুটা চিন্তার বটে। তরুণ সাদিরা সামারাবিক্রমা অবশ্য ব্যাটিং লাইনআপে প্রাণ দিয়েছেন। ভারতীয় দলে কিছু চোট সমস্যা থাকলেও লোকেশ রাহুলের দুর্দান্ত ফেরা তাদের জন্য স্বস্তির। আজ চোখ থাকবে অবশ্য ভারত লঙ্কানদের জয়যাত্রা থামাতে পারে কি না, সেদিকে।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), ইশান কিশান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ।
শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিশাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মাহিশ তিকশানা, কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫