বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে দলগুলো। তবে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে ১০ অক্টোবর পর্যন্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। নতুন করে পাঁচজনকে যুক্ত করেছে তারা।
আগের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে একজনকে। নতুন করে যুক্ত হওয়া পাঁচজন হলেন-পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, আসেন বান্দারা, লক্ষ্মণ সান্দাকান ও রমেশ মেন্ডিস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে কাঁধের চোটে পড়েন পেসার লাহিরু মধুশঙ্কা। এখনো সেরে উঠতে না পারায় স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।
নতুন পাঁচজনের মধ্যে চায়নাম্যান সান্দাকানের ২০টি টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞতা রয়েছে। বাকি চারজন মিলে এই সংস্করণে মোট ১৫টি ম্যাচ খেলেছেন। ঘরের মাঠে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলে ছিলেন না সান্দাকান। তাঁকে নিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে স্পিনার সংখ্যা দাঁড়াল চারজন। বাকি তিনজন হলেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা, অফ স্পিনার মহেশ থিকসানা ও বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা।
একজনকে বাদ ও পাঁচজন যুক্ত হওয়ায় শ্রীলঙ্কার স্কোয়াডের দাঁড়িয়েছে ২৩ জনে। এর মধ্যে অবশ্য চারজন রয়েছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। করোনার কঠোর নীতি, জৈব সুরক্ষা-বলয়ে খেলোয়াড়দের মানসিক অবসাদ মিলিয়ে যেকোনো সময় খেলোয়াড়ের পরিবর্তন করতে হতে পারে। আগে থেকে তাই সবকিছু মাথায় রেখে স্কোয়াডে বড় রাখা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
প্রথম রাউন্ডে খেলতে হবে শ্রীলঙ্কাকে। ‘এ’ গ্রুপে বাকি তিন প্রতিপক্ষ নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। বিশ্বকাপ শুরুর আগে ওমানের সঙ্গে ৭ ও ৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
বিশ্বকাপ শুরু হতে আর দুই সপ্তাহের মতো বাকি। আগেই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে দলগুলো। তবে স্কোয়াডে পরিবর্তনের সুযোগ রয়েছে ১০ অক্টোবর পর্যন্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। নতুন করে পাঁচজনকে যুক্ত করেছে তারা।
আগের স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে একজনকে। নতুন করে যুক্ত হওয়া পাঁচজন হলেন-পাথুম নিশাঙ্কা, মিনোদ ভানুকা, আসেন বান্দারা, লক্ষ্মণ সান্দাকান ও রমেশ মেন্ডিস। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে কাঁধের চোটে পড়েন পেসার লাহিরু মধুশঙ্কা। এখনো সেরে উঠতে না পারায় স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে তাঁকে।
নতুন পাঁচজনের মধ্যে চায়নাম্যান সান্দাকানের ২০টি টি-টোয়েন্টি খেলা অভিজ্ঞতা রয়েছে। বাকি চারজন মিলে এই সংস্করণে মোট ১৫টি ম্যাচ খেলেছেন। ঘরের মাঠে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে দলে ছিলেন না সান্দাকান। তাঁকে নিয়ে শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে স্পিনার সংখ্যা দাঁড়াল চারজন। বাকি তিনজন হলেন লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা, অফ স্পিনার মহেশ থিকসানা ও বাঁহাতি স্পিনার প্রাভিন জয়াবিক্রমা।
একজনকে বাদ ও পাঁচজন যুক্ত হওয়ায় শ্রীলঙ্কার স্কোয়াডের দাঁড়িয়েছে ২৩ জনে। এর মধ্যে অবশ্য চারজন রয়েছেন রিজার্ভ খেলোয়াড় হিসেবে। করোনার কঠোর নীতি, জৈব সুরক্ষা-বলয়ে খেলোয়াড়দের মানসিক অবসাদ মিলিয়ে যেকোনো সময় খেলোয়াড়ের পরিবর্তন করতে হতে পারে। আগে থেকে তাই সবকিছু মাথায় রেখে স্কোয়াডে বড় রাখা হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
প্রথম রাউন্ডে খেলতে হবে শ্রীলঙ্কাকে। ‘এ’ গ্রুপে বাকি তিন প্রতিপক্ষ নামিবিয়া, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। বিশ্বকাপ শুরুর আগে ওমানের সঙ্গে ৭ ও ৯ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫