সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট—হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরুর দিনে খেলার সারমর্ম এমনটাই। টেস্ট ক্রিকেটে সীমিত ওভারের ধরনে খেলায় নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল ইংল্যান্ড। সেখানে বেন স্টোকস একটাই ঢাল হয়ে ব্যাটিং করছিলেন। স্টোকসের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ের পর ঝোড়ো গতিতে ব্যাটিং করেছে ভারতীয় ক্রিকেট দলও।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকে ইংলিশরা। ৭২ বলে ৫৫ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ১২ তম ওভারের পঞ্চম বলে ডাকেটকে এলবিডব্লু করে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৯ বলে ৭ চারে ৩৫ রান করেন ডাকেট। এখান থেকে ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ওলি পোপকে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা। পোপ করেছেন ১১ বলে ১ রান। আরেক ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান অশ্বিন। তাতে বিনা উইকেটে ৫৫ থেকে মুহূর্তেই ৩ উইকেটে ৬০ রান হয়ে যায় ইংলিশদের স্কোর।
দ্রুত ৩ উইকেট হারানোর পর ইংল্যান্ডের ইনিংস মেরামতের দায়িত্ব নেন জো রুট ও জনি বেয়ারস্টো। চতুর্থ উইকেটে ১০৫ বলে ৬১ রানের জুটি গড়েন তাঁরা। বেয়ারস্টোকে ৩৩ তম ওভারের চতুর্থ বলে বেয়ারস্টোকে বোল্ড করে জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। এখান থেকে আরেক দফা ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ইংলিশদের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ১৫৫ রান। সতীর্থদের আসা-যাওয়া অসহায়ের মতো দেখছিলেন ছয় নম্বরে নামা স্টোকস। ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকা ইংল্যান্ড অধিনায়ক ফিফটি পেয়েছেন ৬৯ বলে। ৬১ তম ওভারের দ্বিতীয় বলে জাদেজাকে লং অন দিয়ে ছক্কা মেরে স্টোকস পেয়েছেন ৩১ তম টেস্ট ফিফটি। একই সঙ্গে অষ্টম ও নবম উইকেটে টম হার্টলি ও মার্ক উডের সঙ্গে স্টোকস গড়েন ৩৮ ও ৪১ রানের দুটি জুটি। দুটি জুটিই এসেছে ৩৯ বলে। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬৪.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায়। ৮৮ বলে ৭০ রান করা স্টোকস ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন সফরকারী দলের অধিনায়ক। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন অশ্বিন ও জাদেজা। প্যাটেল, জসপ্রীত বুমরা নেন দুটি করে উইকেট।
ইংল্যান্ডের পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ৩৯ বলে ফিফটি তুলে নিয়েছে স্বাগতিকেরা। ফিফটি করেই শুধু রোহিত, জয়সওয়াল থেমে থাকেননি। ৭৫ বলে ৮০ রানের উদ্বোধনী জুটি গড়েছেন তাঁরা। রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন জ্যাক লিচ। ২৭ বলে ৩ চারে ২৪ রান করেন রোহিত। শেষ পর্যন্ত ভারত দিন শেষে করেছে ১ উইকেটে ১১৯ রানে। ৭৬ রানে ব্যাটিং করছেন জয়সওয়াল। ৭০ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ৩ ছক্কা। অন্যদিকে গিল ৪৩ বলে ১৪ রান করে অপরাজিত আছেন।
সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট—হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট শুরুর দিনে খেলার সারমর্ম এমনটাই। টেস্ট ক্রিকেটে সীমিত ওভারের ধরনে খেলায় নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল ইংল্যান্ড। সেখানে বেন স্টোকস একটাই ঢাল হয়ে ব্যাটিং করছিলেন। স্টোকসের বীরত্বপূর্ণ ব্যাটিংয়ের পর ঝোড়ো গতিতে ব্যাটিং করেছে ভারতীয় ক্রিকেট দলও।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক স্টোকস। প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করতে থাকে ইংলিশরা। ৭২ বলে ৫৫ রানের উদ্বোধনী জুটি গড়েন দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। ১২ তম ওভারের পঞ্চম বলে ডাকেটকে এলবিডব্লু করে জুটি ভাঙেন রবিচন্দ্রন অশ্বিন। ৩৯ বলে ৭ চারে ৩৫ রান করেন ডাকেট। এখান থেকে ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ওলি পোপকে ফিরিয়েছেন রবীন্দ্র জাদেজা। পোপ করেছেন ১১ বলে ১ রান। আরেক ওপেনার জ্যাক ক্রলিকে ফেরান অশ্বিন। তাতে বিনা উইকেটে ৫৫ থেকে মুহূর্তেই ৩ উইকেটে ৬০ রান হয়ে যায় ইংলিশদের স্কোর।
দ্রুত ৩ উইকেট হারানোর পর ইংল্যান্ডের ইনিংস মেরামতের দায়িত্ব নেন জো রুট ও জনি বেয়ারস্টো। চতুর্থ উইকেটে ১০৫ বলে ৬১ রানের জুটি গড়েন তাঁরা। বেয়ারস্টোকে ৩৩ তম ওভারের চতুর্থ বলে বেয়ারস্টোকে বোল্ড করে জুটি ভাঙেন অক্ষর প্যাটেল। এখান থেকে আরেক দফা ধস নামে ইংল্যান্ডের ইনিংসে। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ইংলিশদের স্কোর হয়ে যায় ৭ উইকেটে ১৫৫ রান। সতীর্থদের আসা-যাওয়া অসহায়ের মতো দেখছিলেন ছয় নম্বরে নামা স্টোকস। ভারতীয় বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকা ইংল্যান্ড অধিনায়ক ফিফটি পেয়েছেন ৬৯ বলে। ৬১ তম ওভারের দ্বিতীয় বলে জাদেজাকে লং অন দিয়ে ছক্কা মেরে স্টোকস পেয়েছেন ৩১ তম টেস্ট ফিফটি। একই সঙ্গে অষ্টম ও নবম উইকেটে টম হার্টলি ও মার্ক উডের সঙ্গে স্টোকস গড়েন ৩৮ ও ৪১ রানের দুটি জুটি। দুটি জুটিই এসেছে ৩৯ বলে। শেষ পর্যন্ত ইংল্যান্ড ৬৪.৩ ওভারে ২৪৬ রানে অলআউট হয়ে যায়। ৮৮ বলে ৭০ রান করা স্টোকস ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ স্কোরার। ইনিংসের শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন সফরকারী দলের অধিনায়ক। ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নেন অশ্বিন ও জাদেজা। প্যাটেল, জসপ্রীত বুমরা নেন দুটি করে উইকেট।
ইংল্যান্ডের পর ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ঝড় তুলতে থাকেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। ৩৯ বলে ফিফটি তুলে নিয়েছে স্বাগতিকেরা। ফিফটি করেই শুধু রোহিত, জয়সওয়াল থেমে থাকেননি। ৭৫ বলে ৮০ রানের উদ্বোধনী জুটি গড়েছেন তাঁরা। রোহিতকে ফিরিয়ে জুটি ভাঙেন জ্যাক লিচ। ২৭ বলে ৩ চারে ২৪ রান করেন রোহিত। শেষ পর্যন্ত ভারত দিন শেষে করেছে ১ উইকেটে ১১৯ রানে। ৭৬ রানে ব্যাটিং করছেন জয়সওয়াল। ৭০ বলের ইনিংসে মেরেছেন ৯ চার ও ৩ ছক্কা। অন্যদিকে গিল ৪৩ বলে ১৪ রান করে অপরাজিত আছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫