অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে গতকাল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। আজ এই বিশ্বকাপের দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে এই দলে নেই কোনো বাংলাদেশের ক্রিকেটারের।
আইসিসি ঘোষিত এই দলে আছেন চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। আরও আছেন প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে ফাইনাল ও টুর্নামেন্টসেরা হওয়া স্যাম কারান। সূর্যকুমার যাদব এবং সেঞ্চুরিয়ান গ্লেন ফিলিপস আছেন। পাকিস্তানের আছেন শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।
আছেন সিকান্দার রাজাও। জিম্বাবুয়ের তিন জয়ের তিন ম্যাচেই ম্যাচসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। আর হার্দিক পান্ডিয়া জায়গা পেয়েছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
আইসিসির বিশ্বকাপ দল
১। অ্যালেক্স হেলস (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ২১২ রান;গড়: ৪২.৪০; স্ট্রাইক রেট;১৪৭.২২; সর্বোচ্চ: ৮৬*; ফিফটি:২
২। জস বাটলার (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ২২৫ রান;গড়: ৪৫; স্ট্রাইক রেট;১৪৪.২৩; সর্বোচ্চ: ৮০*; ফিফটি:২
৩। বিরাট কোহলি (ভারত): ৬ ম্যাচ; ২৯৬ রান;গড়: ৯৮.৬৬; স্ট্রাইক রেট;১৩৬.৪০; সর্বোচ্চ: ৮২*; ফিফটি:৪
৪। সূর্যকুমার যাদব (ভারত): ৬ ম্যাচ; ২৩৯ রান;গড়: ৫৯.৭৫; স্ট্রাইক রেট: ১৮৯.৬৮; সর্বোচ্চ: ৬৮; ফিফটি:৩
৫। গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড): ৫ ম্যাচ; ২০১ রান;গড়: ৪০.২০; স্ট্রাইক রেট;১৫৮.২৬; সর্বোচ্চ: ১০৪; সেঞ্চুরি: ১; ফিফটি: ১
৬। সিকান্দার রাজা (জিম্বাবুয়ে): ৮ ম্যাচ; ২১৯ রান;গড়: ২৭.৩৭; স্ট্রাইক রেট;১৪৭.৯৭; সর্বোচ্চ: ৮২; ফিফটি:১; উইকেট:১০; ইকোনমি:৬.৫০; সেরা বোলিং:৩/১৯
৭। শাদাব খান (পাকিস্তান): ৭ ম্যাচ; ৯৮ রান; গড়: ২৪.৫০; স্ট্রাইক রেট:১৬৮.৯৬; সর্বোচ্চ: ৫২; ফিফটি:১; ১১ উইকেট; ইকোনমি: ৬.৩৪; সেরা বোলিং:৩/২২
৮। স্যাম কারান (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ১৩ উইকেট; ইকোনমি: ৬.৫২; সেরা বোলিং: ৫/১০
৯। এনরিখ নরকীয়া (দক্ষিণ আফ্রিকা): ৫ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৫.৩৭; সেরা বোলিং:৪/১০
১০। মার্ক উড (ইংল্যান্ড): ৪ ম্যাচ; ৯ উইকেট; ইকোনমি: ৭.৭১; সেরা বোলিং:৪/১০
১১। শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান): ৭ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৬.১৫; সেরা বোলিং: ৪/২২
দ্বাদশ ক্রিকেটার: হার্দিক পান্ডিয়া (ভারত): ৫ ম্যাচ; ১২৮ রান; গড়:২৫.৬০; স্ট্রাইক রেট:১৩১.৯৫; সর্বোচ্চ:৬৩; ফিফটি:১; ৮ উইকেট; ইকোনমি: ৮.১১; সেরা বোলিং:৩/৩০
অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে গতকাল। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল ইংল্যান্ড। আজ এই বিশ্বকাপের দল ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে এই দলে নেই কোনো বাংলাদেশের ক্রিকেটারের।
আইসিসি ঘোষিত এই দলে আছেন চ্যাম্পিয়ন অধিনায়ক জস বাটলার এবং টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক বিরাট কোহলি। আরও আছেন প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে একই সঙ্গে ফাইনাল ও টুর্নামেন্টসেরা হওয়া স্যাম কারান। সূর্যকুমার যাদব এবং সেঞ্চুরিয়ান গ্লেন ফিলিপস আছেন। পাকিস্তানের আছেন শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।
আছেন সিকান্দার রাজাও। জিম্বাবুয়ের তিন জয়ের তিন ম্যাচেই ম্যাচসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। আর হার্দিক পান্ডিয়া জায়গা পেয়েছেন দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
আইসিসির বিশ্বকাপ দল
১। অ্যালেক্স হেলস (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ২১২ রান;গড়: ৪২.৪০; স্ট্রাইক রেট;১৪৭.২২; সর্বোচ্চ: ৮৬*; ফিফটি:২
২। জস বাটলার (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ২২৫ রান;গড়: ৪৫; স্ট্রাইক রেট;১৪৪.২৩; সর্বোচ্চ: ৮০*; ফিফটি:২
৩। বিরাট কোহলি (ভারত): ৬ ম্যাচ; ২৯৬ রান;গড়: ৯৮.৬৬; স্ট্রাইক রেট;১৩৬.৪০; সর্বোচ্চ: ৮২*; ফিফটি:৪
৪। সূর্যকুমার যাদব (ভারত): ৬ ম্যাচ; ২৩৯ রান;গড়: ৫৯.৭৫; স্ট্রাইক রেট: ১৮৯.৬৮; সর্বোচ্চ: ৬৮; ফিফটি:৩
৫। গ্লেন ফিলিপস (নিউজিল্যান্ড): ৫ ম্যাচ; ২০১ রান;গড়: ৪০.২০; স্ট্রাইক রেট;১৫৮.২৬; সর্বোচ্চ: ১০৪; সেঞ্চুরি: ১; ফিফটি: ১
৬। সিকান্দার রাজা (জিম্বাবুয়ে): ৮ ম্যাচ; ২১৯ রান;গড়: ২৭.৩৭; স্ট্রাইক রেট;১৪৭.৯৭; সর্বোচ্চ: ৮২; ফিফটি:১; উইকেট:১০; ইকোনমি:৬.৫০; সেরা বোলিং:৩/১৯
৭। শাদাব খান (পাকিস্তান): ৭ ম্যাচ; ৯৮ রান; গড়: ২৪.৫০; স্ট্রাইক রেট:১৬৮.৯৬; সর্বোচ্চ: ৫২; ফিফটি:১; ১১ উইকেট; ইকোনমি: ৬.৩৪; সেরা বোলিং:৩/২২
৮। স্যাম কারান (ইংল্যান্ড): ৬ ম্যাচ; ১৩ উইকেট; ইকোনমি: ৬.৫২; সেরা বোলিং: ৫/১০
৯। এনরিখ নরকীয়া (দক্ষিণ আফ্রিকা): ৫ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৫.৩৭; সেরা বোলিং:৪/১০
১০। মার্ক উড (ইংল্যান্ড): ৪ ম্যাচ; ৯ উইকেট; ইকোনমি: ৭.৭১; সেরা বোলিং:৪/১০
১১। শাহিন শাহ আফ্রিদি (পাকিস্তান): ৭ ম্যাচ; ১১ উইকেট; ইকোনমি: ৬.১৫; সেরা বোলিং: ৪/২২
দ্বাদশ ক্রিকেটার: হার্দিক পান্ডিয়া (ভারত): ৫ ম্যাচ; ১২৮ রান; গড়:২৫.৬০; স্ট্রাইক রেট:১৩১.৯৫; সর্বোচ্চ:৬৩; ফিফটি:১; ৮ উইকেট; ইকোনমি: ৮.১১; সেরা বোলিং:৩/৩০
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫