Ajker Patrika

ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

ভারতের কাছে হার দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করেছিল পাকিস্তান। তবে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হংকংকে উড়িয়ে সুপার ফোরে জায়গা করে নেয় বাবর আজমরা। এবার শেষ চারের প্রথম ম্যাচে সেই ভারতের মুখোমুখি হচ্ছে তাঁরা। এই ম্যাচে রোহিত শর্মাদের হারিয়ে প্রতিশোধ নিতে চাইবে পাকিস্তান। 

ইতিমধ্যে টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর। ভারতের বিপক্ষে এই ম্যাচে দলে ছন্দে থাকা পেসার শাহনেওয়াজ দাহানিকে পাচ্ছে না পাকিস্তান। তাঁর পরিবর্তে একাদশে নেওয়া হয়েছে মোহাম্মদ হাসনাইনকে। একই অবস্থা ভারতেরও। চোটে এশিয়া কাপ শেষ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। তাঁর পরিবর্তে একাদশে ফিরেছেন দীপক হুদা। 

পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইফতিখার আহমেদ, আসিফ আলী, খুশদিল শাহ, শাদাব খান, নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজ ও মোহাম্মদ হাসনাইন। 

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, হার্দিক পান্ডিয়া, দীপক হুদা, রবি বিঞ্চুই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত