যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন সৌরভ গাঙ্গুলী। ভারতের মূল বিষয়কে আড়ালে ঠেলে দিতে চাচ্ছেন দেশটির সাবেক বিসিসিআই সভাপতি ও অধিনায়ক। দীর্ঘ ১০ বছর ধরে আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতের চ্যাম্পিয়ন না হওয়ার ঘটনাটি তিনি আইপিএলের সঙ্গে তুলনা করেছেন।
তুলনাটা অবশ্য করা হয়েছে রোহিত শর্মার সাফল্যকে টেনে এনে। বিসিসিআইয়ের সভাপতি থাকার সময় বিরাট কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করেছিলেন সৌরভ। এর মাঝে আবার নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ও দায়িত্ব পেয়েছেন। কিন্তু কোচ ও অধিনায়ক বদলের পরও ভারতের সাফল্য শূন্যই।
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও ব্যর্থ হওয়ায় তাই দায় চেপেছে কোচের সঙ্গে অধিনায়কের ওপর। আর এখানে রোহিতকে সমর্থন দিচ্ছেন সৌরভ। তাঁর মতে, বিশ্বকাপের চেয়ে আইপিএল জেতা অনেক কঠিন। অধিনায়ক হিসেবে ভারতকে কোনো শিরোপা জেতাতে না পারলেও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসকে মহেন্দ্র সিং ধোনির সমান ৫টি শিরোপা এনে দিয়েছেন রোহিত।
ভারতীয় সংবাদমাধ্যম ‘আজ তাককে’ সৌরভ বলেছেন, ‘রোহিতের ওপর আমার পুরো ভরসা আছে। আইপিএলে সে এবং ধোনি ৫টি শিরোপা জিতেছে। বিশ্বকাপের চেয়ে আইপিএল জেতা অনেক কঠিন। আইপিএলে ১৪ ম্যাচ খেলার পর প্লে অফের সুযোগ হয়। বিশ্বকাপে মাত্র ৪-৫ ম্যাচ খেলেই সেমিফাইনালের সুযোগ মেলে। আইপিএলে চ্যাম্পিয়ন হতে মোট ১৭ ম্যাচ খেলতে হয়।’
কোহলির বদলি আর কোনো ভালো অপশন ছিল কি না এমন প্রশ্নের জবাবে রোহিতকে সেরা মনে করেছেন সৌরভ। তিনি বলেছেন, ‘বিরাট নেতৃত্ব ছাড়ার পর নির্বাচকদের একজন অধিনায়ক প্রয়োজন ছিল। সে সময় রোহিত সেরা ছিল। সে ৫টি আইপিএল ট্রফি জিতেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে। সে এশিয়া কাপ জিতিয়েছে। সে সেরা বিকল্প ছিল। ভারত তার অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলেছে, যদিও আমরা হেরেছি।’
যেন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন সৌরভ গাঙ্গুলী। ভারতের মূল বিষয়কে আড়ালে ঠেলে দিতে চাচ্ছেন দেশটির সাবেক বিসিসিআই সভাপতি ও অধিনায়ক। দীর্ঘ ১০ বছর ধরে আইসিসির কোনো টুর্নামেন্টে ভারতের চ্যাম্পিয়ন না হওয়ার ঘটনাটি তিনি আইপিএলের সঙ্গে তুলনা করেছেন।
তুলনাটা অবশ্য করা হয়েছে রোহিত শর্মার সাফল্যকে টেনে এনে। বিসিসিআইয়ের সভাপতি থাকার সময় বিরাট কোহলিকে সরিয়ে রোহিতকে অধিনায়ক করেছিলেন সৌরভ। এর মাঝে আবার নতুন কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ও দায়িত্ব পেয়েছেন। কিন্তু কোচ ও অধিনায়ক বদলের পরও ভারতের সাফল্য শূন্যই।
সর্বশেষ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আবারও ব্যর্থ হওয়ায় তাই দায় চেপেছে কোচের সঙ্গে অধিনায়কের ওপর। আর এখানে রোহিতকে সমর্থন দিচ্ছেন সৌরভ। তাঁর মতে, বিশ্বকাপের চেয়ে আইপিএল জেতা অনেক কঠিন। অধিনায়ক হিসেবে ভারতকে কোনো শিরোপা জেতাতে না পারলেও আইপিএলের দল মুম্বাই ইন্ডিয়ানসকে মহেন্দ্র সিং ধোনির সমান ৫টি শিরোপা এনে দিয়েছেন রোহিত।
ভারতীয় সংবাদমাধ্যম ‘আজ তাককে’ সৌরভ বলেছেন, ‘রোহিতের ওপর আমার পুরো ভরসা আছে। আইপিএলে সে এবং ধোনি ৫টি শিরোপা জিতেছে। বিশ্বকাপের চেয়ে আইপিএল জেতা অনেক কঠিন। আইপিএলে ১৪ ম্যাচ খেলার পর প্লে অফের সুযোগ হয়। বিশ্বকাপে মাত্র ৪-৫ ম্যাচ খেলেই সেমিফাইনালের সুযোগ মেলে। আইপিএলে চ্যাম্পিয়ন হতে মোট ১৭ ম্যাচ খেলতে হয়।’
কোহলির বদলি আর কোনো ভালো অপশন ছিল কি না এমন প্রশ্নের জবাবে রোহিতকে সেরা মনে করেছেন সৌরভ। তিনি বলেছেন, ‘বিরাট নেতৃত্ব ছাড়ার পর নির্বাচকদের একজন অধিনায়ক প্রয়োজন ছিল। সে সময় রোহিত সেরা ছিল। সে ৫টি আইপিএল ট্রফি জিতেছে এবং আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো করেছে। সে এশিয়া কাপ জিতিয়েছে। সে সেরা বিকল্প ছিল। ভারত তার অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও খেলেছে, যদিও আমরা হেরেছি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে