বৃষ্টির কারণে ২ ঘণ্টা ১৫ মিনিট পর শুরু হচ্ছে সুপার ফোরে অলিখিত সেমিফাইনাল হয়ে ওঠা পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ফাইনালে যেতে হলে এ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই পাকিস্তানের সামনে। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে কপাল পুড়বে তারা। একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাবররা। দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। বৃষ্টির কারণে ৫ ওভার কমে ৪৫ ওভারের ম্যাচ হবে।
পাকিস্তানের গত ম্যাচের একাদশ থেকে চোটে ছিটকে গেছেন নাসিম শাহ। তার জায়গায় সুযোগ পেয়েছেন জামান খান। ওয়ানডে অভিষেক হচ্ছে এই পেসারের। জামান পাকিস্তানের হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। ৬.৬৬ ইকোনমি রেটে নিয়েছেন ৬ উইকেট।
দলের গুরুত্বপূর্ণ আরেক পেসার হারিস রউফও এই ম্যাচে নেই চোটের কারণে। ভারতের বিপক্ষে রিজার্ভ ডেতে না খেলা এই পেসারের জায়গায় একাদশে এসেছেন আগে থেকেই দলের সঙ্গে থাকা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
বাদ পড়েছেন ওপেনার ইমাম উল হক। ফখর জামানের সঙ্গে ওপেনিং করবেন আব্দুল্লাহ শফিক। এই ম্যাচে নেই সালমান আগা ও ফাহিম আশরাফ। তাঁদের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নেওয়াজ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছে পাকিস্তান।
পেসার কাসুন রাজিথাকে বাদ দিয়ে প্রমোদ মাদুশানকে একাদশে নিয়েছে শ্রীলঙ্কা। দিমুত করুনারত্নের জায়গায় খেলবেন কুশল পেরেরা। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও দলগত খেলায় দুর্দান্ত ছন্দে আছেন লঙ্কানরা। প্রেমাদাসায় তাদের স্পিনেই নাকাল হচ্ছেন ব্যাটাররা। গত ম্যাচে ভারতের ১০ উইকেটই নিলেন শ্রীলঙ্কার স্পিন বোলাররা। নিজেদের মাঠে দুনিথ ওয়েল্লালাগে ও মহীশ তিকশানা এই ম্যাচেও চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন বাবরদের জন্য।
পাকিস্তানকে ২২৮ রানে এবং শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে ফাইনাল ইতিমধ্যে নিশ্চিত করেছে ভারত। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রোহিত শর্মারা। শ্রীলঙ্কা ও পাকিস্তান দুটি করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশকে হারিয়ে। -০.২০০ নেট রানরেটে লঙ্কানরা টেবিলের দুই নম্বরে এবং -১.৮৯২ নেট রানরেটে তিনে আছে পাকিস্তান।
আজ যে দল জিতবে, তারাই ৪ পয়েন্ট নিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে। যদি বৃষ্টি ভাসিয়ে নেয় ম্যাচ, তাহলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে। তখন দুই দলেরই ৩ পয়েন্ট হবে। তবে নেট রানেরটে এগিয়ে থাকায় লঙ্কানরা চলে যাবেন ফাইনালে।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও জামান খান।
শ্রীলঙ্কার একাদশ: পাতুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও মাতিশা পাতিরানা।
বৃষ্টির কারণে ২ ঘণ্টা ১৫ মিনিট পর শুরু হচ্ছে সুপার ফোরে অলিখিত সেমিফাইনাল হয়ে ওঠা পাকিস্তান-শ্রীলঙ্কার ম্যাচটি। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ফাইনালে যেতে হলে এ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই পাকিস্তানের সামনে। বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হলে কপাল পুড়বে তারা। একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাবররা। দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কাও। বৃষ্টির কারণে ৫ ওভার কমে ৪৫ ওভারের ম্যাচ হবে।
পাকিস্তানের গত ম্যাচের একাদশ থেকে চোটে ছিটকে গেছেন নাসিম শাহ। তার জায়গায় সুযোগ পেয়েছেন জামান খান। ওয়ানডে অভিষেক হচ্ছে এই পেসারের। জামান পাকিস্তানের হয়ে ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। ৬.৬৬ ইকোনমি রেটে নিয়েছেন ৬ উইকেট।
দলের গুরুত্বপূর্ণ আরেক পেসার হারিস রউফও এই ম্যাচে নেই চোটের কারণে। ভারতের বিপক্ষে রিজার্ভ ডেতে না খেলা এই পেসারের জায়গায় একাদশে এসেছেন আগে থেকেই দলের সঙ্গে থাকা মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
বাদ পড়েছেন ওপেনার ইমাম উল হক। ফখর জামানের সঙ্গে ওপেনিং করবেন আব্দুল্লাহ শফিক। এই ম্যাচে নেই সালমান আগা ও ফাহিম আশরাফ। তাঁদের জায়গায় দলে এসেছেন মোহাম্মদ হারিস ও মোহাম্মদ নেওয়াজ। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ গড়েছে পাকিস্তান।
পেসার কাসুন রাজিথাকে বাদ দিয়ে প্রমোদ মাদুশানকে একাদশে নিয়েছে শ্রীলঙ্কা। দিমুত করুনারত্নের জায়গায় খেলবেন কুশল পেরেরা। সর্বশেষ ম্যাচে ভারতের বিপক্ষে হারলেও দলগত খেলায় দুর্দান্ত ছন্দে আছেন লঙ্কানরা। প্রেমাদাসায় তাদের স্পিনেই নাকাল হচ্ছেন ব্যাটাররা। গত ম্যাচে ভারতের ১০ উইকেটই নিলেন শ্রীলঙ্কার স্পিন বোলাররা। নিজেদের মাঠে দুনিথ ওয়েল্লালাগে ও মহীশ তিকশানা এই ম্যাচেও চ্যালেঞ্জ হয়ে উঠতে পারেন বাবরদের জন্য।
পাকিস্তানকে ২২৮ রানে এবং শ্রীলঙ্কাকে ৪১ রানে হারিয়ে ফাইনাল ইতিমধ্যে নিশ্চিত করেছে ভারত। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রোহিত শর্মারা। শ্রীলঙ্কা ও পাকিস্তান দুটি করে পয়েন্ট পেয়েছে বাংলাদেশকে হারিয়ে। -০.২০০ নেট রানরেটে লঙ্কানরা টেবিলের দুই নম্বরে এবং -১.৮৯২ নেট রানরেটে তিনে আছে পাকিস্তান।
আজ যে দল জিতবে, তারাই ৪ পয়েন্ট নিয়ে ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে। যদি বৃষ্টি ভাসিয়ে নেয় ম্যাচ, তাহলে দুই দলই একটি করে পয়েন্ট পাবে। তখন দুই দলেরই ৩ পয়েন্ট হবে। তবে নেট রানেরটে এগিয়ে থাকায় লঙ্কানরা চলে যাবেন ফাইনালে।
পাকিস্তানের একাদশ: ফখর জামান, আব্দুল্লাহ শফিক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ হারিস, ইফতিখার আহমেদ, শাদাব খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম ও জামান খান।
শ্রীলঙ্কার একাদশ: পাতুম নিসাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চরিত আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা (অধিনায়ক), দুনিথ ওয়েলালাগে, মহীশ তিকশানা, প্রমোদ মাদুশান ও মাতিশা পাতিরানা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫