টস জিতে ফিল্ডিং, রান তাড়া করে ম্যাচ জয়—২০২৪ আইপিএলের বেশ পরিচিত দৃশ্য এটা। তবে সব সময় কি একই পরিকল্পনা কাজে দেবে? সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের সিদ্ধান্ত উল্টো বুমেরাং হয়ে ফিরেছে তাঁর দিকে। মোস্তাফিজুর রহমান, মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংসের কাছে গত রাতে বাজেভাবে হেরেছে হায়দরাবাদ।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই। রান তাড়া করতে নেমে হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড বিস্ফোরক শুরু করেন। প্রথম ১০ বলে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ২১ রান। তবে তুষার দেশপান্ডের এক স্পেলেই ওলটপালট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে দেশপান্ডে ফেরান হেড ও আনমোলপ্রীত সিংকে। এরপর চতুর্থ ওভারের পঞ্চম বলে ফেরান অভিষেককে। ধীরে ধীরে রান তোলার গতি কমে যায় হায়দরাবাদের। ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘কোনো কিছুই আজ রাতে (গতকাল) পরিকল্পনা অনুযায়ী হয়নি। রান তাড়ায় আমরা ভালোই পারদর্শী। তবে সেটা কাজে দেয়নি। এখানে আমাদের কাজ করার আছে।’
রানবন্যায় ভেসে যাচ্ছে ২০২৪ আইপিএল। এখনো পর্যন্ত ৪৬ ম্যাচের ৯২ ইনিংস খেলা হয়েছে। ২০০ বা তার বেশি রান হয়েছে ২৯ ইনিংস। সর্বোচ্চ ২৮৭ রানের রেকর্ড হায়দরাবাদের হাত ধরে হয়েছে এবারের আইপিএলে। এমনকি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও হয়েছে এবার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রান তাড়া করে জেতে পাঞ্জাব কিংস। হায়দরাবাদের দুই ওপেনার হেড ও অভিষেক ব্যাটিং করছেন ২০০ এর বেশি স্ট্রাইকরেটে। কামিন্স বলেন, ‘টি-টোয়েন্টি সব সময়ই ব্যাটারদের পক্ষে থাকে। এবারের মৌসুমে (আইপিএল) সেটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। যদি আমাদের আগ্রাসী ব্যাটার থাকে, তাহলে আমাদের দারুণ সুযোগ থাকবে। এটাই শিরোপা জয়ের উপায়।’
৭৮ রানের জয়ে পয়েন্ট তালিকায় এক লাফে ছয় থেকে তিনে উঠল চেন্নাই। ৯ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন:
টস জিতে ফিল্ডিং, রান তাড়া করে ম্যাচ জয়—২০২৪ আইপিএলের বেশ পরিচিত দৃশ্য এটা। তবে সব সময় কি একই পরিকল্পনা কাজে দেবে? সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্সের সিদ্ধান্ত উল্টো বুমেরাং হয়ে ফিরেছে তাঁর দিকে। মোস্তাফিজুর রহমান, মহেন্দ্র সিং ধোনিদের চেন্নাই সুপার কিংসের কাছে গত রাতে বাজেভাবে হেরেছে হায়দরাবাদ।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে গত রাতে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৩ উইকেটে ২১২ রান করে চেন্নাই। রান তাড়া করতে নেমে হায়দরাবাদের দুই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড বিস্ফোরক শুরু করেন। প্রথম ১০ বলে কোনো উইকেট না হারিয়ে করে ফেলে ২১ রান। তবে তুষার দেশপান্ডের এক স্পেলেই ওলটপালট হয়ে যায় হায়দরাবাদ। ইনিংসের দ্বিতীয় ওভারের পঞ্চম ও ষষ্ঠ বলে দেশপান্ডে ফেরান হেড ও আনমোলপ্রীত সিংকে। এরপর চতুর্থ ওভারের পঞ্চম বলে ফেরান অভিষেককে। ধীরে ধীরে রান তোলার গতি কমে যায় হায়দরাবাদের। ১৮.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় দলটি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কামিন্স বলেন, ‘কোনো কিছুই আজ রাতে (গতকাল) পরিকল্পনা অনুযায়ী হয়নি। রান তাড়ায় আমরা ভালোই পারদর্শী। তবে সেটা কাজে দেয়নি। এখানে আমাদের কাজ করার আছে।’
রানবন্যায় ভেসে যাচ্ছে ২০২৪ আইপিএল। এখনো পর্যন্ত ৪৬ ম্যাচের ৯২ ইনিংস খেলা হয়েছে। ২০০ বা তার বেশি রান হয়েছে ২৯ ইনিংস। সর্বোচ্চ ২৮৭ রানের রেকর্ড হায়দরাবাদের হাত ধরে হয়েছে এবারের আইপিএলে। এমনকি সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডও হয়েছে এবার। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২৬২ রান তাড়া করে জেতে পাঞ্জাব কিংস। হায়দরাবাদের দুই ওপেনার হেড ও অভিষেক ব্যাটিং করছেন ২০০ এর বেশি স্ট্রাইকরেটে। কামিন্স বলেন, ‘টি-টোয়েন্টি সব সময়ই ব্যাটারদের পক্ষে থাকে। এবারের মৌসুমে (আইপিএল) সেটা অন্য মাত্রায় পৌঁছে গেছে। যদি আমাদের আগ্রাসী ব্যাটার থাকে, তাহলে আমাদের দারুণ সুযোগ থাকবে। এটাই শিরোপা জয়ের উপায়।’
৭৮ রানের জয়ে পয়েন্ট তালিকায় এক লাফে ছয় থেকে তিনে উঠল চেন্নাই। ৯ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট পাওয়া চেন্নাইয়ের নেট রানরেট +০.৮১০৷ সমান ১০ পয়েন্ট পেলেও +০.০৭৫ নেট রানরেট থাকায় চারে হায়দরাবাদ। ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় সবার ওপরে রাজস্থান রয়্যালস।
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে