কীর্তিটা হয়তো বিরাট কোহলি আগেই গড়তে পারতেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে কদিন আগেও যে অ্যালেক্স হেলসের চেয়ে এগিয়ে ছিলেন কোহলি। ১২ হাজার রানের প্রায় কাছাকাছি কোহলিই ছিলেন। শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটারের আগে মাইলফলক স্পর্শ করলেন হেলস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে হেলস অবসর নিয়েছেন গত বছরের আগস্টে। এরপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিত খেলছেন তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলছে আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় মৌসুম। ডেজার্ট ভাইপার্সের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ২৪.৩৭ গড় ও ১৩১.৭৫ স্ট্রাইকরেটে হেলস করেন ১৯৫ রান। আবুধাবিতে গতকাল সন্ধ্যায় মুখোমুখি হয়েছে এমআই এমিরেটস ও ডেজার্ট ভাইপার্স। ভাইপার্সের ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টকে পয়েন্ট দিয়ে চার মারেন হেলস। তাতেই হেলস স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচ খেলে স্বীকৃত টি-টোয়েন্টিতে ইংলিশ এই ব্যাটারের রান ১২০০২। ৬ সেঞ্চুরির পাশাপাশি ৭৬ ফিফটি করেছেন তিনি। কোহলির স্বীকৃত টি-টোয়েন্টিতে রান ১১৯৯৪।
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ২২ সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। দুই ও তিনে রয়েছেন শোয়েব মালিক ও কাইরন পোলার্ড। মালিক ও পোলার্ড স্বীকৃত টি-টোয়েন্টিতে করেছেন ১৩০৬৩ ও ১২৫৭৭ রান। ২০২৪ বিপিএলেই মালিক স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলে খেলছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
এ বছরের জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত-আফগানিস্তান। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ মাস পর ফেরেন কোহলি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২ হাজার রান থেকে ৬ রান দূরে ছিলেন তিনি। আফগান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেন ২৯ রান। তৃতীয় টি-টোয়েন্টিতে একটা ছক্কা মারলেই পৌঁছে যেতেন ১২ হাজারের ক্লাবে। তবে শেষ টি-টোয়েন্টিতে মেরেছেন গোল্ডেন ডাক।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
ক্রিস গেইল: ১৪৫৬২
শোয়েব মালিক: ১৩০৬৩
কাইরন পোলার্ড: ১২৫৭৭
অ্যালেক্স হেলস: ১২০০২
বিরাট কোহলি: ১১৯৯৪
২০২৪-এর ৪ ফেব্রুয়ারি এমআই এমিরেটস-ডেজার্ট ভাইপার্স ম্যাচ পর্যন্ত
কীর্তিটা হয়তো বিরাট কোহলি আগেই গড়তে পারতেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে কদিন আগেও যে অ্যালেক্স হেলসের চেয়ে এগিয়ে ছিলেন কোহলি। ১২ হাজার রানের প্রায় কাছাকাছি কোহলিই ছিলেন। শেষ পর্যন্ত ভারতীয় ব্যাটারের আগে মাইলফলক স্পর্শ করলেন হেলস।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে হেলস অবসর নিয়েছেন গত বছরের আগস্টে। এরপর থেকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়মিত খেলছেন তিনি। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে চলছে আইএল টি-টোয়েন্টির দ্বিতীয় মৌসুম। ডেজার্ট ভাইপার্সের হয়ে এখন পর্যন্ত ৮ ম্যাচে ২৪.৩৭ গড় ও ১৩১.৭৫ স্ট্রাইকরেটে হেলস করেন ১৯৫ রান। আবুধাবিতে গতকাল সন্ধ্যায় মুখোমুখি হয়েছে এমআই এমিরেটস ও ডেজার্ট ভাইপার্স। ভাইপার্সের ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে ট্রেন্ট বোল্টকে পয়েন্ট দিয়ে চার মারেন হেলস। তাতেই হেলস স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটার হিসেবে ১২ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন। এখন পর্যন্ত ৪৩৫ ম্যাচ খেলে স্বীকৃত টি-টোয়েন্টিতে ইংলিশ এই ব্যাটারের রান ১২০০২। ৬ সেঞ্চুরির পাশাপাশি ৭৬ ফিফটি করেছেন তিনি। কোহলির স্বীকৃত টি-টোয়েন্টিতে রান ১১৯৯৪।
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ২২ সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। দুই ও তিনে রয়েছেন শোয়েব মালিক ও কাইরন পোলার্ড। মালিক ও পোলার্ড স্বীকৃত টি-টোয়েন্টিতে করেছেন ১৩০৬৩ ও ১২৫৭৭ রান। ২০২৪ বিপিএলেই মালিক স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন। ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলে খেলছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
এ বছরের জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে ভারত-আফগানিস্তান। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪ মাস পর ফেরেন কোহলি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২ হাজার রান থেকে ৬ রান দূরে ছিলেন তিনি। আফগান সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে করেন ২৯ রান। তৃতীয় টি-টোয়েন্টিতে একটা ছক্কা মারলেই পৌঁছে যেতেন ১২ হাজারের ক্লাবে। তবে শেষ টি-টোয়েন্টিতে মেরেছেন গোল্ডেন ডাক।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
ক্রিস গেইল: ১৪৫৬২
শোয়েব মালিক: ১৩০৬৩
কাইরন পোলার্ড: ১২৫৭৭
অ্যালেক্স হেলস: ১২০০২
বিরাট কোহলি: ১১৯৯৪
২০২৪-এর ৪ ফেব্রুয়ারি এমআই এমিরেটস-ডেজার্ট ভাইপার্স ম্যাচ পর্যন্ত
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে